Header Ads

Poran Full Movie Bangla Review | পরাণ ফুল মুভি বাংলা রিভিউ | Sariful Razz | Bidya Sinha Saha

 


" আমি তোর কলিজা,
আর তুই আমার পরাণ।।" 💗
🎥📽️ ফিল্ম - পরাণ (২০২২)
✡️ জনরা - ক্রাইম / মিস্ট্রি/ থ্রিলার/ রোমান্স/ড্রামা
🚺ডিরেক্টর - রায়হান রাফি।
↔️আইএমডিবি রেটিং- ৭.৬/১০
☢️ ব্যাক্তিগত রেটিং- ৮.৫/১০
" নো স্পয়লার"
মেয়েরা যেমন মায়াবতী, মমতাময়ী,দয়ালু হয় তেমনি ছলনাময়ী,ধোকাবাজ ও হয়।।মেয়েদের মায়ায় পরে একটি ছেলে কাউকে মারতে পারে আবার নিজেকেও শেষ করে দিতে পারে কোন প্রকার চিন্তা ভাবনা না করেই।।
লোক মুখে শোনা যায়, নারীদের মোহে পরে অনেক রাজা বাদশা যুদ্ধে লিপ্ত হয়ে রাজত্ব ও শেষ করেছে।।সেখানে আমাদের মতো সাধারণ ছেলেরা কোন ছাড়।।
একটা ছেলে নেশাখোর হতে পারে সন্ত্রাসী হতে পারে দুনিয়ার কাউকে পরোয়া করতে না পারে কিন্তু সেই ছেলেটা যদি একটা মেয়ের মায়ায় জড়ায় তবে সেই ছেলেটা সর্বস্ব উজাড় করে ভালোবাসে পাগলের মতো।।ভালোবাসার বিনিময়ে তখন মেয়েটা যা চাইবে কোন প্রকার দ্বিধা ছাড়াই তা করতে বাধ্য।।
২০২২ সাল বাংলাদেশ ফিল্ম ইন্ড্রাস্ট্রির জন্য অন্যতম সফল বছর।।অনেক বছর পর মানুষ হলমুখি হচ্ছে।।আনন্দ পাচ্ছে, ফিল্ম দেখছে,ফিল্মের শেষে দাঁড়িয়ে করোতালি দিচ্ছে,শীষ বাজাচ্ছে,পুরো ফিল্ম শেষ না করে কেউ বের হয়নি।।ধন্যবাদ রায়হান রাফিদের মতো ডিরেক্টরদের।।একজন ডিরেক্টরের কাছে এর থেকে বড় প্রাপ্তি নেই।।
বিদ্যা সিনহা মিম এর অভিনয় এতটাই নিখুঁত ছিলো যে আপনি তাকে ঘৃনা করতে বাধ্য হবেন।।হবেন ই।।আমি অজান্তেই গালি দিয়েছি,আমার আশে পাশের অনেককেই গালি দিতে শুনেছি।।এটাই মিমের সব চাইতে বড় প্রাপ্তি।।
আর রাজ ছেলেটা বখাটে সন্ত্রাসী যতই হোক তার অভিনয়ে ফিল্ম শেষে তারজন্যই আপনার মন খারাপ হতে বাধ্য।।এই ছেলেটার জন্য বড্ড মায়া হচ্ছিলো।।একটা ছেলে হিসেবে আরেকটা ছেলের আবেগ কে বুঝি আমরা।।রাজ তার সম্পূর্ণ অভিজ্ঞতা উজাড় করে দিয়েছে।।একটা নেগেটিভ রোল করেও মানুষ তাকেই ভালোবাসতে বাধ্য হয়েছে।। এটাই তার প্রাপ্তি।।এ যাবত কালে যত পারফরম্যান্স দেখেছি রাজের এটাই বেষ্ট ছিলো।।
ইয়াশ রোহানের অভিনয় ও ঠিকঠাক ছিলো।।ভদ্র নরম সরম হাবাগোবা ছেলের অভিনয়টা ভালোই করেছে।।আর প্রিয় নাসির উদ্দিনের থেকে আরো বেশী প্রত্যাশা ছিলো তবে যখন হল পুরো গম্ভীর হয়ে যাচ্ছিলো তখন হাস্যরসের অবস্থান নাসির উদ্দিন ও তৈরী করেছে নানা কথাবার্তা, বাচনভঙ্গির মাধ্যমে।। নাসির উদ্দিন একেকটা ডায়লগ মারে আর পুরো হল হেসে উঠে।। 😁
বাংলাদেশে অনেক ভালো ভালো অভিনেতা আছেন বা ছিলেন তার মধ্যে অন্যতম প্রয়াত স্যার হুমায়ুন ফরিদি।বর্তমানে চঞ্চল চৌধুরী,মোশারফ করিম,ফজলুল রহমান বাবু সহ অনেকেই।।তবে স্বঘোষিত সুপার স্টার ছাড়া সবার মন জয় করে নেওয়ার মতো হিরো এদেশে নাই বললেই চলে।। রাজের অভিনয় স্কিল দেখার পর আমার একটাই কথা মনে হচ্ছে এই ছেলেকে যদি সঠিক পরিচর্যা করা হয় ভালো স্ক্রিপ্ট দেওয়া হয় এই ছেলেকে সুপার স্টার হওয়া থেকে কেউ আটকাতে পারবেনা।।একটা নায়ক পেতে যাচ্ছি আমরা বহুদিন পর।।
পুরোটা স্ক্রিণ জুড়ে শুধু রাজের তুখোড় অভিনয় দেখেছি।।একটা চরিত্রে নিজেকে এভাবে উজাড় করে দিতে অন্য স্বঘোষিত কোন এদেশের স্টার দের মধ্যে দেখতে পাইনি।। ছেলেটার ফ্যান হয়ে গেছি একেবারে।।এই ফিল্মের পর পরীমনির রাজ নয় বরং রাজের পরিমনি বলা উচিত।।
অবশ্যই ফিল্মটা হলে যেয়ে পরিবার নিয়ে দেখার মতো।। তাই মুভি প্রেমিরা অবশ্যই হলে গিয়ে দেখার চেষ্টা করবেন।।আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি রক্ষা করার দায়িত্ব ও আমাদের।।ফিল্ম শেষে সবার করো তালি টাই ছিলো এই ফিল্মের প্রাপ্তি।।একটা ভালো ফিল্ম হতে আর কি লাগে।।?
হ্যাপি ওয়াচিং🎬
 
 
 
ইভিউটি লিখেছেনঃ  নিরব রিয়াজ
 
 
 
মুভি ট্রেইলারঃ
 
 

1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.