Header Ads

Doctor Strange in the Multiverse of Madness Movie Review In Bangla | ডক্টর স্ট্রেঞ্জ মুভি রিভিউ বাংলা | Benedict Cumberbatch | Elizabeth Olsen | Chiwetel Ejiofor

 

Movie: Doctor Strange In The Multiverse Of Madness.
Genre: Action/Adventure.
Director: Sam Raimi.
Cast: Benedict Cumberbatch, Elizabeth Olsen, Chiwetel Ejiofor, Benedict Wong, Xochitl Gome, Michael Stuhlbarg, Rachel McAdams & More.
Production Company: Marvel Studios.
Distributed By: Walt Disney Studios Motion Pictures.
Release Date: 6 May 2022.
Country: U.S.A.
Industry: Hollywood.
Language: English (Hindi Dubbed Available).
Duration: 2h 6m.
IMDB Rating: 7.5/10.
গতকাল স্টার সিনেপ্লেক্সে দেখে আসলাম মুভিটা!!!😎
গ্রুপে নেগেটিভ রিভিউ দেখার পর ভয়ে ভয়ে দেখতে গিয়েছিলাম মুভিটা। তবে আমি কিন্তু ভালোই উপভোগ করেছি। যতটা খারাপ বলা হয়েছিল ততটা খারাপ লাগেনি। মুভিটা মোটামুটি উপভোগ্য-ই বলা চলে।👌
⚠️⚠️⚠️স্পয়লার এলার্ট⚠️⚠️⚠️
"Doctor Strange In The Multiverse Of Madness" সত্যি কথা বলতে যারা শুধুমাত্র VFX এবং মার্ভেল BGM এর ফ্যান তাদের জন্য এটা মাস্টওয়াচ, আর যারা স্পাইডার ম্যানের মুভির মতো এখানে এক্সট্রা অডিনারি কিছু এক্সপেক্ট করছিলেন তাদের জন্য এই মুভিটা হবে মেজর ডিসআপয়েটম্যান্ট, সত্যি বলতে এই মুভিটা যতোটা না ড: স্ট্রেঞ্জের মুভি ছিলো ঠিক ততোটাই ছিলো ওয়ান্ডা ম্যাক্সিমফ এর, সেই ক্ষেত্রে আমার মতে মুভির নাম দেয়া উচিৎ ছিলো ড: স্ট্রেঞ্জ এন্ড স্কারলেট উইচ ইন দ্যা মাল্টিভার্স অফ ম্যাডনেস।😅😅😅😅😅
যদিও এই মুভিটা Sam Raimi ডিরেক্ট করেছেন, আর উনার মুভি ডিরেকশনের উপরে আমার হিউজ রেসপেক্ট রয়েছে, তবে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে এখানে যদি মুভির প্রথম ডিরেক্টর স্কট ডেরিক্সন এর কাধে মুভির সম্পূর্ণ জিম্মা তুলে দেয়া হতো তাহলে আমার মতে সবচেয়ে বেস্ট হতো, কারণ উনি যেমনি ভাবে ড: স্ট্রেঞ্জ এর প্রথম মুভির মধ্যে ক্রিয়েটিভিটি দেখিয়েছিলেন সেগুলো অন্যান্য মুভি ডিরেক্টররা যাস্ট কপি আর পেস্ট-ই করেছেন।
আমার মতে কেভিন ফাইগির উচিত ছিলো স্কট ডেরিক্সন এর অপনিয়ন মেনে নিয়ে তাকে ফিরিয়ে নিয়ে আসা, কারণ যে ব্যক্তি কোনো জিনিসকে সবচেয়ে ভালো হ্যান্ডেল করতে পারে সেই জিনিসের জিম্মাদারি তার উপরেই সপে দেয়া উচিত। আর আমার মতে স্কট ডেরিক্সন-ই সবচেয়ে যোগ্য ব্যক্তি ছিলো।
যাইহোক, এইবার আলোচনা করা যাক এই মুভি সম্পর্কে যে এখানে আমাদেরকে মোট কয়টা মাল্টিভার্স দেখানো হয়েছে, সত্যি বলতে যদি স্টোরি ওয়াইজ হিসেবে বলতে হয় তাহলে এখানে মেইন ভার্স ছাড়া মাত্র দুইটা ভার্স দেখানো হয়েছে, একটা হচ্ছে সেই ভার্স যেখানে ইলুমিনাতি বসবাস করে, আর অন্যটা হচ্ছে যেখানে সুপ্রিম স্ট্রেঞ্জ বসবাস করে, মূলত এই তিনটা ভার্স নিয়েই এই মুভির কাহিনী, আর বাদ বাকি যতোগুলো মাল্টিভার্স দেখানো হয়েছে সেগুলোকে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই দেখিয়ে শেষ করে দেয়া হয়েছে, শুধুমাত্র America Chavez এর যেই ইথিওপিয়ান প্যারালাল ভার্স দেখানো হয়েছে তার স্থায়িত্ব ছিলো মোটে ১ মিনিট বা তার কিছু বেশি।
তবে যাই বলেন না কেন!!! America Chavez এর ঘুষিটা উপভোগ্য ছিল; দারুণ লাগছে, সেই লেভেলের এনার্জি। পাশাপাশি Doctor Strange, Wanda উনারাও ভালোই অ্যাকশন দেখিয়েছেন। কিছু কিছু অ্যাকশন সিকুয়েন্স আছে যেগুলো ছিল চোখ ধাঁধানো। 3d তে দেখায় আলাদা-ই একটা ফিল পেয়েছি।💥💥
পরিশেষে, আমি আপনাকে বলবো যদি আপনি হোয়াট ইফ এ সুপ্রিম ড: স্ট্রেঞ্জ এর অরিজিন দেখে থাকেন, তাহলে আপনার কাছে এই মুভির কাহিনী জাস্ট কপি আর পেস্ট-ই মনে হবে, তবে এখানে জাস্ট পার্থক্য হচ্ছে সুপ্রিম ড: স্ট্রেঞ্জ তার প্রেমিকাকে ফিরে পাবার জন্য সব কাহিনী করেছে, আর সবশেষে প্রেমিকার কাছে বেচারাকে খালি ঘৃণাই পেতে হয়েছে, আর এখানে আপনি স্কার্লেট উইচকে তার বাচ্চাদের ফিরে পাবার জন্য যুদ্ধ করতে দেখবেন, আর এরপর তার অবস্থাও ড: স্ট্রেঞ্জ এর মতোই হয়েছে।
যদি আপনি সিনেপ্লেক্সে শুধুমাত্র ওয়াও মোমেন্ট দেখার জন্য এবং এঞ্জয় করবার জন্য যান তাহলে সেখানে আপনার জন্য তা ঝুড়ি ভরে সাজিয়ে রাখা হয়েছে, আর যদি আপনি এই মুভির ব্যাপারে যে সকল স্পেকুলেশন কল্পনা করেছেন এবং এই মুভির ব্যাপারে যে সকল কথা আগে শুনেছেন সেই সকল বিষয়ের উপরে ভিত্তি করে যদি আপনি এই মুভিটি দেখতে যান, তাহলে আমার মতে আপনি কিছুটা হতাশই হবেন।
তো যারা হলে যাবেন অথবা হলে যাওয়ার চিন্তা-ভাবনা করতেছেন তাদেরকে বলছি দেরি না করে তাড়াতাড়ি দেখে ফেলুন কিন্তু হ্যাঁ বেশি এক্সপেকটেশন নিয়ে দেখতে যাবেন না। এমন VFX সম্পন্ন একটা মুভি যত বড় স্ক্রিনে দেখা যায় ততই মজাদার হবে। যারা দেখেছেন তাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন।😊😊😊😊😊
ভুল-ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো!!!🙏🙏🙏🙏🙏
Happy Watching


রিভিউটি লিখেছেনঃ Nasim Mahmud Nirob

 

মুভি ট্রেইলারঃ


 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.