Header Ads

Birotto Fulla Bangla cinema Review | বীরত্ব (২০২২) সিনেমা রিভিউ বাংলা | Emon | Nipun | Entekhab Dinar

 

"সুন্দর গল্পের সুন্দর সিনেমা"
সিনেমা রিভিউ - বীরত্ব - ২০২২
⚠️NoSpoiler⚠️
"বীরত্ব" সাইদুল ইসলাম রানার প্রথম সিনেমা। আমি মনে করি তিনি শতভাগ সফল হয়েছেন। আরও একটি সুন্দর সিনেমা তার হাত ধরে এলো। সিনেমাহলে আসা দর্শকরা গল্পের প্রশংসা করেছেন। পাশাপাশি দিনার, ইমন, আহসান হাবিব নিয়ে বেশি প্রশংসা শুনলাম। খুবই ভালো অভিনয় করেছেন তাঁরা। আমার দৃষ্টিতে "বীরত্ব" ইমনের ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ। ইমন বেস্ট অভিনয় করেছেন সম্ভবত এটাতেই। নির্মাতা ডাক্তার পেশাকে খুবই চমৎকারভাবে তুলে ধরেছেন।
✅ গল্প, চিত্রনাট্য ও মেকিংঃ
সুন্দর গল্প। একজন ডাক্তার স্রোতের বিপরীতে কিভাবে নিজেকে উজাড় করে দেয় সেই গল্পই উঠে আসে। পাশাপাশি একজন পিতার সুন্দর একটি রুপ তুলে ধরেন নির্মাতা। একটি যৌনপল্লী। যেখানে দাপট চলে মোস্তাক নামের একজন প্রভাবশালীর। যে কিনা নারী ও শিশু পাচারের সাথে জড়িত। মূলত মোস্তাক, যৌনপল্লী ও ইমনকে ঘিরেই গল্প এগিয়ে যায়। শেষ পর্যন্ত একজন সাধারণ ডাক্তার হয়ে ইমন কি সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সফল হয়?
গল্পটা কিন্তু ভীষণ ভালো। শুরু থেকে শেষ পর্যন্ত ভালো লাগবে। শেষদিকে কিছুটা আবেগীও করে তুলে। চিত্রনাট্যে খুব একটা ঝামেলা লাগেনি। তাই সবমিলিয়ে পরিচ্ছন্ন একটি সিনেমা বলা যায়।
✅ অভিনয়ঃ
'আমার স্টাইলটা একটু অন্যরকম, আমি আগে আপ্যায়ন করি, তারপর বিজনেস।'
বলছি সিনেমার ভিলেন দিনারের কথা। এই প্রথম বড় পর্দায় ভিলেন রুপে হাজির হলেন দিনার। এবং নিঃসন্দেহে তিনি সফল। লুক, সংলাপ, বডি এটিটিউড অসাধারণ। কার কেমন লাগছে জানিনা, তবে আমি দিনারের অভিনয় এনজয় করছি। মাঝেমধ্যে এমন রুপে দিনারকে দেখলে মন্দ হয়না। সিনেমার নায়ক চরিত্রে ইমন ক্যারিয়ারের বেস্ট অভিনয় করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো আলোটা নিজের দিকেই রেখেছেন ইমন। খুবই স্মার্ট লেগেছে ইমনকে। একজন ডাক্তার, একজন প্রেমিকা, একজন পিতা এবং সর্বোপরি একজন সত্যিকারের মানুষ হিসেবে দুর্দান্ত ছিলেন ইমন। এছাড়া নিপুণ ও আহসান হাবিব ভালো করেছেন। ভিলেন হিসেবে আহসান হাবিব অনেক ভালো। উকিল চরিত্রে মনিরা মিঠু নজর কাড়তে সক্ষম না হলেও মুরাদ অসাধারণ অভিনয় করলেন। অন্যদিকে নায়িকা চরিত্রে সালওয়ার অভিনয়ে আমি খুব একটা সন্তুষ্ট না। তবে শিশু চরিত্রে মুনতাহা এক্সিলেন্ট। ইমন ও মুনতাহার রসায়ন চোখে লেগে আছে।
✅ অন্যান্য দিকঃ
সিনেমার ব্যাকগ্রাউন্ড যথাযথ। সিনেমাহলে সিনেমার আমেজটা ছিল বিজিএমে পুরোপুরি। সিনেমার লোকেশনগুলিও দারুণ। এছাড়া ডাবিং, কালার, সম্পাদনাতে উতরে গেছে। সিনেমার প্রথম ও শেষ গানটি খুব ভালো লেগেছে। ড্রোন শটগুলি সুন্দর ছিল। বিশেষ করে টিনশেডের ঘরগুলি অসাধারণ লেগেছে ক্যামেরায়।
❎ আরও ভালো করা যেতঃ
আমার কাছে আইটেম গানটি ভালো লাগেনি। হয়তো পার্সোনালি পছন্দ না তাই এমনটা হতে পারে। সালওয়ার চরিত্রটা আরও ভালো করা যেত। মনিরা মিঠুকে প্রপার চরিত্র দেয়া হয়নি মেবি। আর শেষ দিকে রওনক হাসানকে দেখা গেলেও তাঁর উপস্থিতি নেই বললেই চলে। এটাও মনঃপুত হয়নি।
👉 মন্তব্যঃ "বীরত্ব" সুন্দর সিনেমা। ত্রুটি খুব কম। সাইদুল ইসলাম রানা সামনে আরও ভালো ভালো সিনেমা নিয়ে হাজির হবেন আশা করি। প্রযোজকরা রানার সাথে কাজ করতে পারেন আরও বড় পরিসরে।
বিঃদ্রঃ সিনেমাটা দেখার পেছনে দিনার বড় একটি কারণ। ভিলেন রুপে কেমন করে তা দেখার লোভ ছিল।
হ্যাপি ওয়াচিং 🖤


রিভিউটি লিখেছেনঃ বোরহান উদ্দিন

 

মুভি ট্রেইলারঃ


 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.