Header Ads

Candy Full Series Review Bangla | ক্যান্ডি রিভিউ বাংলা | Ronit Roy | Richa Chadha | Sonal Panvar

 


Candy (2021)
Genere:- Murder Mystery thriller
Director:- Ashish R Shukla
Story & screenplay:- Debojit Das Purokayastho & Agrim Joshi
Streaming platform:- Voot
IMDB Rating:- 8.6/10
 
Mild Spoiler
"ভুট" ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত "অসুর" ওয়েব সিরিজ নিঃসন্দেহে একটি সাড়াজাগানো থ্রিলার সিরিজ ছিল!কিন্তু "অসুর" কে টপকে আরও থ্রিলিং আর এনগেজিং আরও একটি থ্রিলার সিরিজ আমাদের উপহার দিল "ভুট".... যার নাম "ক্যান্ডি"।গত সেপ্টেম্বর মাসে মুক্তিপ্রাপ্ত ক্যান্ডি সিরিজটি এতদিন বাদে দেখার এই আফসোসটা আমার আর যাবে না!যাইহোক "Better late than never"..
ক্যান্ডির গল্প সম্পর্কে আপনাদের নিশ্চয়ই কিছু বলার দরকার নেই!কারণ এতদিনে অনেকেই গোগ্রাসে গিলে ফেলেছেন সিরিজটি।তবু অল্প কথায় সুত্র ধরিয়ে দিই যারা দেখেননি তাদের জন্য..
" রুদ্রকুন্ড" নামে একটি কাল্পনিক পাহাড়ি শহরের প্রেক্ষাপটে ক্যান্ডির গল্প বুনেছেন লেখক ও চিত্রনাট্যকারদ্বয়।সেই শহরের একটি বনেদী বোর্ডিং স্কুলের একজন ছাত্রের মৃতদেহ হঠাৎই পাওয়া যায় পাশের জঙ্গল থেকে।বীভৎস ভাবে হত্যা করা হয়েছে তাকে!কিন্তু লোকমুখে শোনা যায় যে হত্যাকারী কোন মানুষ নয়!বরং এই কাজ এক আধিভৌতিক অপদেবতার যার নাম "মাসান".. সুদীর্ঘকাল ধরে ওই অঞ্চলের মানুষজন যার ভয়ে তটস্থ!এর আগেও এরকম অনেক হত্যালীলা চালিয়েছে ওই "মাসান"!কিন্তু প্রকৃত সত্য কি?তা জানতে সত্য উদঘাটনে নেমে পড়েন ওই স্কুলেরই শিক্ষক জয়ন্ত পারেখ।কিন্তু তাঁর পথে বাধা হয়ে দাঁড়ান দুর্নীতিগ্রস্ত মহিলা ডি এস পি রত্না শঙখাওয়ার।পাশাপাশি শহর জুড়ে টফির আকারে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত নেশা যার নাম Lick me candy..!কি যোগসুত্র রয়েছে এই "মাসান" আর "ক্যান্ডি"র মধ্যে??রুদ্রকুন্ডের সর্বশক্তিমান বিধায়ক মণি রানাওয়াত ও তার বখে যাওয়া ছেলে বায়ুরই বা এইসব ঘটনাপঞ্জীর সাথে কি যোগাযোগ???
এই সিরিজের সবচেয়ে শক্তিশালী দিক হল এর জমাটি গল্প আর টানটান চিত্রনাট্য যা এক মুহুর্তের জন্যও আপনাকে স্ক্রিন থেকে চোখ সরাতে দেবে না!অত্যন্ত সিম্পল ন্যারেটিভের মাধ্যমে মাত্র আটটি এপিসোডে নিটোল ও সুন্দরভাবে গুছিয়ে গল্পটি উপস্থাপন করা হয়েছে।পাশাপাশি প্রত্যেকটা চরিত্রের ব্যাক স্টোরিও দক্ষতার সাথে সামলেছেন চিত্রনাট্যকার সাব প্লট হিসাবে।এই সিরিজের প্রতিটি চরিত্রের পেছনেই একটা রহস্যময় প্রেক্ষাপট আছে যা কোনরকম জটিলতা ছাড়াই সুচারুরূপে মূল গল্পের সাথে মিশিয়ে দিতে পেরেছেন চিত্রনাট্যকার।আর তার সাথে যোগ্য সঙ্গত করেছে একের পর এক টুইস্ট আর টার্ন যা একটা সময়ে আপনাকে দিশাহারা করে ফেলতে বাধ্য!বিশেষ করে শেষের দুই এপিসোডের টুইস্ট দুর্ধর্ষ বললেও কম বলা হয়!আর পরিচালনা ও এডিটিং ও যে অত্যন্ত তারিফযোগ্য তা বলতেই হয়!
বেশ কিছু শক্তিশালী অভিনেতা ও অভিনেত্রী সমৃদ্ধ এই সিরিজে আমার সবচেয়ে নজর কাড়লেন অভিনেতা রণিত রায়!রণিত এমনিতেই আমার একজন অত্যন্ত প্রিয় শিল্পী কিন্তু এই সিরিজে শিক্ষক জয়ন্ত পারেখের চরিত্রটা যেন শুধুমাত্র রণিতকে ভেবেই লেখা হয়েছিল,,এতটাই প্রাণবন্ত ছিল ওনার অভিনয়!জয়ন্তের disturbed past life,মানসিক টানাপোড়েন,ছাত্রছাত্রীদের প্রতি দায়িত্বশীলতা,সত্যকে খুঁজে বের করার জন্য উদগ্র ইচ্ছা প্রত্যেকটি ইমোশানই দারুণভাবে ফুটিয়ে তুলেছেন রণিত!মহিলা ডি এস পি রত্নার চরিত্রে রিচা চাড্ডার অভিনয় শুরুতে একটু লাউড লাগলেও যত এপিসোড এগিয়েছে রিচা ততই মানানসই ভাবে সাবলীল অভিনয় করে গেছেন।সবচেয়ে ভাল লাগে রত্না রূপী রিচার সাথে তার কন্যা মেহের'এর সমীকরণটি।বিধায়ক মণি রানাওয়াতের ভূমিকায় মনু ঋষি চাড্ডা যথাযথ ও তাঁর পুত্র বায়ুর রোলে নকুল সহদেব কিছুটা অতি অভিনয় আক্রান্ত হলেও মোটামুটি খারাপ করেন নি!দুজনের সমীকরণ কিছুটা হলেও মীর্জাপুরের বিখ্যাত বাপ-ব্যাটার কথা মনে পড়িয়ে দেয়।স্কুল স্টুডেন্ট কাল্কির ভূমিকায় ঋদ্ধি কুমার চিত্রনাট্যের দাবী মিটিয়েছেন সুন্দরভাবে পাশাপাশি ঋদ্ধির স্ক্রিন প্রেজেন্সও খুব ভাল লাগে।
যেকোনো রহস্য কাহিনির প্রেক্ষাপট হিসাবে শৈলশহর চিরকালই film makers দের প্রথম পছন্দ।পাহাড়ের ঘন মেঘ আর জমাটি কুয়াশার আড়াল ভেদ করে সূর্য্য ওঠার মতই শৈল শহরের বুকে ধীরে ধীরে ক্রাইমের পর্দা ফাঁস করে সত্য উন্মোচন দেখতে বেশ লাগে।এখানেও কাল্পনিক হিলস্টেশন রুদ্রকুন্ড কে ডি ও পি'র লেন্সে অসাধারণ সুন্দর দেখতে লেগেছে।তবে রুদ্রকুন্ড যে আমাদের অতি পরিচিত নৈনিতাল সে কথা কিন্তু গোপন থাকেনি।শেষ পর্বের frozen lake এর vfx ও খুব সুন্দর!
সব মিলিয়ে "ক্যান্ডি" শুধুই মার্ডার মিস্ট্রি থ্রিলার নয়।এর সাথে সাথে human relationships আর emotions এরও গল্প বলে "ক্যান্ডি"! হু ডান ইট ছকে ফেলা ক্রাইম থ্রিলার সাধারণত একবারের পরে দু'বার দেখেন না দর্শকেরা,,,কিন্তু ক্যান্ডি বারবার খেতে থুড়ি দেখতে ইচ্ছে করবেই একথা জোর দিয়ে বলতে পারি!আর হাল্কা করে হলেও দ্বিতীয় একটা সিজন আসার ইঙ্গিত শেষে দিয়েই রেখেছেন পরিচালক,সুতরাং......
 
 
রিভিউটি লিখেছেনঃ  Arindam Patra
 
 
মুভি ট্রেইলারঃ 

 
 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.