Header Ads

Kesari Full Movie Review Bangla | বাংলা রিভিউ ফুল মুভি | Akshay Kumar | Parineeti Chopra | Suvinder Vicky

 


Movie Name: Kesari
Director: Anurag Singh 
Genre: Action/Drama/History
IMDB: 7.4/10
Rotten Tomatoes: 31%
Hindustan Times: 2/5
স্পয়লারবিহিন
পাগড়িকথাঃ
গুরু নানক প্রথম পাগড়ি পড়া শুরু করেন। তারপর থেকে প্রত্যেক শিখ গুরুর মত পাগড়ি পরা শুরু করেন।
তবে শিখদের দশম গুরু, গুরু গোবিন্দ সিং পাগড়ি পরাকে রীতি হিসেবে প্রচলন করেন। এই পাগড়ি শুধু চুলকেই রক্ষা করে না, এটি শিখদের সাম্যবাদের প্রতীক এবং শিখ ধর্মাবলম্বীদের বিশেষ স্বকীয়তা বুঝায়। তাইতো পাগড়ির সম্মানের জন্য শিখেরা যুদ্ধ পর্যন্ত করে ফেলতে পারে।
দ্বিতীয়কথাঃ
এই পিরিয়ডিক একশন ড্রামা মুভিটা প্রথমবারের মত জানপ্রিয় সালমান খানের সাথে কারান জোহারের প্রোডাকশন হাউস থেকে করার কথা ছিলো। সাথে আক্কি থাকবে লিড রোলে।
টুইটারে একসাথে তিনজনের কোলাবোরেশানের পিক শেয়ার করেছিলো আক্কি।
কিন্তু পরে অজানা কারণে সালমান খান প্রজেক্টটি থেকে সরে দাঁড়ায়।
তবে কারান জোহার থেমে যায়নি।
পরিচালক অনুরাগ সিংকে নিয়ে এগিয়ে যায়।
মূলকথাঃ
১৮৯৭ সালে ১০০০০ আফগানদের সাথে মাত্র ২১ জন শিখসেনার অদ্ভুত এক একপেশে যুদ্ধ হয়েছিলো। যে যুদ্ধের নাম the Battle of Saragarhi। ইতিহাস সেই ২১ জন বীর শিখকে মনে রেখেছে। তাদের বীরত্বকে পালন করেছে।
সেই বীরত্বের কাহিনিই তুলে ধরেছে এই মুভিটি।
মুভিটি হাবিলদার ঈশ্বর সিং-য়ের বায়োপিকও বলা যায়। যে চরিত্রে আক্কি অভিনয় করেছে।
মাত্র ২০জনকে নিয়ে হাবিলদার ঈশ্বর সিং যেভাবে ১০০০০ আফগান সেনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তার ফল চিন্তা করতে কষ্ট করতে হয়না। এমনিতেই বুঝা যায়।
অবশ্য এই যুদ্ধটি শিখদের জন্য ছিলো মহান বীরত্বের সেইসাথে ছিলো করুণ হ্নদয়বিদারক কষ্টের।
অভিনয়কথাঃ
আক্কি মানে অক্ষয় কুমার আমার খুবই পছন্দের এক্টর। বর্তমান সময়ে ওর মত সাকসেস রেসিও আর কারও নেই। তবে আক্কিকে পার্সোনালি আমার এমন পিরিয়ডিক ওয়ার জনরায় দেখার ইচ্ছে ছিলো।
মুভিটা দেখে সে ইচ্ছে পূরণ হয়েছে। অসাধারণ কাজ করেছে আক্কি।
ক্রিটিকসরাও বেশ প্রশংসা করেছেন।
বাদবাকি যারা ছিলেন, তেমন ভাবে না চিনলেও তারা বেশ ভালো ছিলো।
বিশেষ করে যে লোকটার আমাদের মত বড় বড় চুল আছে, সেই লোকটাকে দারুণ লেগেছে।
নায়েক লাল সিং চরিত্রের লোকটাও দারুণ অভিনয় করেছে।
পরিণীতা ক্যামিওটা ভালোই ছিলো।
শেষকথাঃ
২০১৯ সালটা আক্কির ক্যারিয়ারের সেরা বছর বলা যায়। কেসারি দিয়েই সেই সাফল্য শুরু হয়।
এরকম ভিন্ন ভিন্ন ক্যারেক্টারে অক্ষয় কুমারকে আরও বেশি দেখতে চাই 💖💖💖
আমার রেটিং-৭/১০

রিভিউটি লিখেছেনঃ Bristi Bindu

 

মুভি ট্রেইলারঃ


 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.