Header Ads

K.G.F: Chapter 1 Movie Review Bangla | কে.জি.এফ চ্যাপ্টার ওয়ান মুভি রিভিউ বাংলা | Yash | Srinidhi Shetty | Anant Nag

 

Movie: K.G.F: Chapter 1.
Genre: Action/Drama/Thriller.
Director: Prashanth Neel.
Cast: Yash, Ramachandra Raju, Srinidhi Shetty, Ananth Nag, Achyuth Kumar & More.
Music Director: Ravi Basrur.
Box Office: est. ₹250 crore.
Distributed by: Excel Entertainment, AA Films, Vaaraahi Chalana Chitram, Vishal Film Factory.
Release date: December 21, 2018.
Country: India.
Industry: Sandalwood.
Languages: Kannada, Telugu, Hindi, Tamil, Malayalam, Bangla.
Subtitles: Arabic, Bengali, English & More Languages.
IMDB Rating: 8.5/10.
……..মুভির কিছু ডায়লগ…….
★If you think you are bad, I am your dad.
★মুম্বাই কেয়া তেরা বাপ কা হে.???
নেহিরে তেরা বাপ কা..! আর তেরা বাপ মেইহু.!
★আগার তুজমে হিম্মত জুটালি হে কে
হাজার লোক তেরে পিছে খারে হে,
তাব তুম স্রিপ একই জাঙ্গ জিতোগে.!
আগার হাজারও লোগোনে হিম্মত জুটালি কি
তুম ওসকে সামনে খারে হো তো…
তুম পুরি দুনিয়া জিত জাওগি.
★প্রথমেই বলবো ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে৷ মুভিটা যেহেতু অ্যাকশন নির্ভর তো ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা বড় ভূমিকা পালন করে৷ আর সত্যি বলতে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো অসাধারণ ছিলো৷
★একটা গরীব ছেলের বড় হওয়ার গল্প, তার সাহসিকতা ও প্রতিভার গল্প।
★আর শেষের সিনটা দেখার পর আপনার কাছে গল্পের স্টোরিই চেইন্জ হয়ে যাবে৷ কারণ মুভির ৯৫% দেখার পর মনে মুভির স্টোরি নিয়ে যে ভাবনাটা গড়ে উঠবে তা শেষ সময়ে গিয়ে পাল্টে যাবে৷ এককথায়, পয়সা উসুল করা মুভি৷ এখানে মুভির চাহিদা অনেক বেশি!
★কিছু কিছু অসঙ্গতি থাকলেও সেটা তেমন কোনো প্রভাব ফেলেনি। গল্পের ধারাটা ভালোই ছিল। আর শেষ পর্যন্ত দেখার আগ্রহ ছিল। আর ২য় পার্টের জন্যও প্রায় ৪ বছর অপেক্ষা করতে বাধ্য হলাম।
🔥🔥🔥স্পয়লার এলার্ট🔥🔥🔥
……মুভি রিভিউ……
রকি, এক দরিদ্র মায়ের সন্তান যে ৮ জোড়া জুতা পালিশ করার পর একটা রুটি কেনার টাকা পেতো৷ এতোটাই অভাবের মধ্যে তারা জীবনযাপন করেছে যে বৃষ্টির সময় ছেলের মাথায় বৃষ্টির পানি পরা থেকে বাঁচাতে নিজের শরীর দিয়ে রকির দেহ ঢেকে রাখতে হতো রকির মা। এই মা জীবনের শেষ মুহুর্তে রকির কাছে ওয়াদা করে নেয় যে, রকি যখন মারা যাবে তখন যেনো খুব ধনী এবং ক্ষমতাবান হয়ে মারা যায়। রকি কি পারবে এতোটাই ক্ষমতাবান হয়ে দুনিয়া শাসন করতে নাকি অন্য কোনো সমস্যায় নিজেকে জড়িয়ে ফেলবে, জানতে হলে মুভিটা দেখে নিন ৷
মুভির ভালো দিক বললে শেষ হবে না তাই সংক্ষেপে বলি। অসাধারণ ডিরেকশন, মুভির ডিরেক্টর প্রশান্ত নীল এটা তৈরির আগে যে কতটুকু গবেষণা করেছেন সেটা মুভিটি দেখলেই বুঝা যায়। প্রত্যেকটা ক্যারেক্টারকেই তিনি খুবই সঠিক এবং স্ট্রংভাবে উপস্থাপন করেছেন। মুভির পুরো সাফল্যের ক্রেডিট তাকে দিয়ে দিলেও দোষের কিছু হবে বলে মনে করিনা। অসাধারণ গল্প ছিল, Yash এর স্টাইল, লুক দেখে আমি ফিদা হয়ে গেছি এবং কোনো মুভির প্রধান আকর্ষণ থাকে ভিলেন আর এই মুভির ভিলেনও অসাধারণ ছিল। অসাধারণ একটি কাহিনী। এইরকমের অ্যাকশন সিনেমায় এতো স্ট্রং একটা কাহিনী খুব একটা দেখা যায়না। আর কিছু দেখেন বা না দেখেন এতো অসাধারণ একটা কাহিনী জানার জন্য হলেও মুভিটা দেখার প্রয়োজন।
এতদিনে তো মনে হয়না এমন কেউ আছেন যিনি এই মুভিটা দেখেননি। কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন।
ভুল-ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো!!!🙏🙏🙏🙏🙏
Happy Watching  
KGF CHAPTER 1


রিভিউটি লিখেছেনঃ Nasim Mahmud Nirob

 

মুভি ট্রেইলারঃ


 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.