Header Ads

K.G.F: Chapter 2 Movie Review | বাংলা রিভিউ কে.জি.এফ চ্যাপ্টার ২ | Full Movie Review | Yash | Sanjay Dutt | Raveena Tandon


 

Violence! violence!! violence!!! I don't like it, I avoid. But violence likes me, I can't avoid it!!!⚠️
দেখে নিলাম বছরের সবচেয়ে বেশি হাইপ তোলা, বক্স অফিসে আগুন ধরানো, বহুল আলোচিত ও প্রতীক্ষিত মুভি K.G.F: Chapter 2.😎
Movie --> K.G.F: Chapter 2.
Genre --> Action/Drama.
Director --> Prashanth Neel.
Star Cast --> Yash, Sanjay Dutt, Srinidhi Shetty, Raveena Tandon, Prakash Raj & More.
Music Director --> Ravi Basrur
Distributed By --> Excel Entertainment, Prithviraj Productions, AA Films.
Budget --> 1 billion INR.
Release Date --> April 14, 2022.
Country --> India.
Industry --> Sandalwood.
Languages --> Kannada, Telugu, Hindi, Tamil, Malayalam.
Duration --> 2h 48m.
IMDB Rating --> 9.7/10.
এককথায় অসাধারণ ছিল!!! মুভির BGM, কাহিনী, অ্যাকশন, ডায়লগ ডেলিভারি, হিরো-ভিলেনদের এন্ট্রি, ইন্টারমিশন, গান সবই ছিল আগুন লেভেলের। আগুন মানে একদম আগুন!!!🔥🔥🔥🔥🔥
⚠️⚠️⚠️কিঞ্চিৎ স্পয়লার⚠️⚠️⚠️
গাড়োরা-কে মারার পর কোলার গোল্ড ফিল্ডস (K.G.F.) এর রক্তে ভিজে যাওয়া জমিতে এখন নতুন ওভারলর্ড হয়েছে রকি, যার নামই তার শত্রুদের মনে ভয় জাগাতে যথেষ্ট। K.G.F. এ আটকে থাকা লোকজন রকিকে তাদের ত্রাণকর্তা হিসাবে দেখে কিন্তু অন্যদিকে দেশের সরকার তাকে আইন-শৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ দেখছে। শত্রুরা প্রতিশোধ নেওয়ার জন্য তৈরি হচ্ছে এবং তার মৃত্যুর জন্য ষড়যন্ত্র করছে। রক্তারক্তির লড়াই এবং অন্ধকার দিন অপেক্ষা করছে যেহেতু, তাই রকি অপরিবর্তিত আধিপত্যের জন্য তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
রকি কি পারবে তার এই সাম্রাজ্য ঠিকঠাকভাবে চালিয়ে নিতে, সে কি পারবে তার মাকে দেওয়া সেই ওয়াদা রাখতে যার জন্য সে এতকিছু করলো? নাকি অন্য কোনো ঝামেলায় ঝড়িয়ে পড়বে সে?? তা জানতে হলে দেখতে হবে K.G.F: Chapter 2.
মুভিটা দেখার পরে শুধু এটাই মাথায় ঘুরছে প্রশান্ত নীল কী দেখালো এটা, কালার গ্রেডিংও ছিল অসাধারণ আর সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক জাস্ট ওয়াও,😳 ইডিটিং ছিল অন্য লেভেলের!!!🔥🔥🔥
আপনি যদি একবার দেখেন তাহলে আপনার মন ভরবে না আবার দেখতে ইচ্ছে করবে।
সঞ্জয় দত্তের ভয়ংকর লুক মুভিটাকে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে আর তার সাথে রাভিনার ড্যাশিং ডায়লগ তো আছেই।
ইয়াশ সম্পর্কে কিছু বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, K.G.F: Chapter 1 এর চেয়ে 2 এর মধ্যে ইয়াশের লুক আরো ভালো ছিলো, এই মুভির সবচেয়ে ভালো দিকটি হচ্ছে এটার মধ্যে আমি কোনো নেগেটিভ দিকই খুঁজে পাইনি।😎😎😎😎😎
শেষ হয়েও যেনো হইলো না শেষ!!!🌊🌊🌊🌊🌊 এখন শুধু মাথায় একটা প্রশ্নই আসছে, সেটা হলো K.G.F: Chapter 3 কি সত্যিই আসবে???🤔🤔🤔
আর যদি আসে তাহলে তো খেলা হবে!!!💥💥💥
যারা প্রথম পার্ট দেখেননি তারা অবশ্যই প্রথম পার্ট আগে দেখে নিবেন তারপর দ্বিতীয় পার্ট দেখবেন নয়তো বুঝতে অসুবিধা হবে। যারা HD প্রিন্টের অপেক্ষায় আছেন তাদের হয়তোবা আরও মাস দুয়েক অপেক্ষা করতে হবে। আর যারা হলপ্রিন্ট-টাই দেখেছেন তাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন।
ভুল-ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো!!!🙏🙏🙏🙏🙏
Happy Watching

 

 রিভিউটি লিখেছেনঃ Nasim Mahmud Nirob

 

মুভি ট্রেইলারঃ


 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.