Header Ads

Mere Brother Ki Dulhan Movie Review Bangla | মেরে ব্রাদার কি দুলহান বাংলা রিভিউ | Imran Khan | Katrina Kaif | Ali Zafar

 

ইমরান খান একটি হারিয়ে যাওয়া সম্ভাবনাময় নক্ষত্র~।
🎬MERE BROTHER KI DULHAN
®⭐⭐⭐
📢স্পয়লার এলার্ট📢
বলিউডে শাহরুখ, আমির সালমান, সাইফ এবং ইরফান খানের সাথে আরও একজন খানের নাম উচ্চারিত হওয়ার কথা। কিন্তু দূর্ভাগ্যজনক হলেও সত্য যে একসময় Delhi Belhi, Mere Brother Ki Dulhan কিংবা Once Upon A Time In Mumbai Dobaara -মতো সিনেমা উপহার দেওয়ার পরও, তাকে এখন আর দেখা যায়না বলিউডের ত্রি-সীমানায়! হ্যা এতক্ষণ বলছিলাম বলিউডের ক্ষণজন্মা স্টার ইমরান খানের কথা, যে আবার সম্পর্কের দিক দিয়ে বলিউডের আরেক সুপারস্টার আমির খানের ভাগনে। তো, আজ ইমরান খানের জীবনবৃত্তান্ত নয়, আজ সংক্ষিপ্তকারে আলোচনা হবে তার ক্যারিয়ারে৷ অন্যতম সেরা কাজ হিসেবে বিবেচিত Mere Brother Ki Dulhan-সিনেমাটি নিয়ে।
◾কাহিনিঃ লন্ডনে বসবাসরত প্যাটেলের সাথে তার গার্লফন্ডের ব্রেকআপের পর প্যাটেল স্বীদ্ধান্ত নেই না-আর প্রেম পিরিত নয়, এবার সরাসরি বিয়ে করবে। এবং নিজের বিয়ের জন্য পাত্রী দেখার দায়িত্ব দেয় ভারতে বসবাসরত নিজের ছোট ভাই কুশ অগ্নিহোত্রি গাড়ে, যে একজন ফটোগ্রাফার।
◾তো, যথারীতি অনেক খুঁজাখুঁজির পরও উপযুক্ত পাত্রীর হদিস লাভে ব্যার্থ হয়ে যখন হতাশ কুশ অগ্নিহোত্রি! তখন পত্রিকায় দেওয়া বিজ্ঞাপনের মারফত জানতে পারেন আগ্রার দিলীপ দীক্ষিত তার মেয়ের জন্য উপযুক্ত পাত্র খুঁজছেন। অতপর কুশ অগ্নিহোত্রি তার পিতা মাতাকে নিয়ে পৌঁছেযান দিলীপ দীক্ষিতের বাড়িতে। কিন্তু যখন কুশ অগ্নিহোত্রি দিলীপ দীক্ষিতের কন্যা এবং তার ফিউচার ভাবী তথা ডিম্পল দীক্ষিতকে দেখেন, তখন চরম মাত্রার ঠাসকি খেয়ে বসেন! কিন্তু কেন? তা জানতে হলে আপনাদের দেখতে হবে ইমরান খান, আলী জাফর এবং ক্যাটরিনা কাইফ অভিনীত "মেরে ব্রাদার কি দুলহান"-সিনেমাটি।
বিশেষ কিছু~🎁
আসলে কিছু কিছু সিনেমা থাকে, যেগুলো দেখে শেষ করার পর মনে পয়সা উসুল! হ্যা এই সিনেমাটিও ঠিক তেমনই একটি সিনেমা, যেটা দেখে আপনি হাসবেন, ইমোশনাল হবেন, এবং সর্বশেষে আপনার মনে প্রেম পিরিত করার শখ জাগবে!
🔰সর্বশেষঃ ইমরান খানের আমি মাত্র তিনটি সিনেমায় দেখেছে। যেগুলোর নাম আমি উপরে উল্লেখ করেছি। এই তিনটি সিনেমার মধ্যে রোমান্টিক, কমেডি এন্ড ফ্যামেলি-ড্রামা সিনেমা হিসেবে এই সিনেমাটি আমর মতে তার ক্যারিয়ারের ওয়ান অব দ্য বেস্ট সিনেমা বলা চলে। সো, দেরি না-করে দ্রুত দেখেনিন এক সময়ের জনপ্রিয় অভিনেতা ইমরান খানের এই মাস্টওয়াচ সিনেমাটি।
____________________________________ কিছু তথ্য👇
🔰বাজেট
💁‍♂️₹৩২+/-Cr
💰বক্সঅফিস
💁‍♂️ডোমেস্টিক : No Data
💁‍♂️ওভারসীস : No Data
📟টোটাল : ₹৯২+/-Cr
🏆পুরষ্কার
🎖️No Data
🔰আইএমডিবি রেটিং
📶৫.৯+/- [৯,৩০০+ভোট]
Happy Watching
🍿
Thanks
 
 

রিভিউটি লিখেছেনঃ Mohammad Arfan

 

মুভি ট্রেইলারঃ


 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.