Header Ads

Bhavesh Joshi Superhero | Full Movie Review Bangla | ভবেষ জোষী সুপারহিরো বাংলা রিভিউ | Harshvardhan Kapoor | Priyanshu Painyuli

 

আমার মতে ইন্ডিয়াতে নির্মাণকৃত সেরা সুপারহিরো মুভি হলো এই মুভিটা.....
[ 𝘽𝙝𝙖𝙫𝙚𝙨𝙝 𝙅𝙤𝙨𝙝𝙞 𝙎𝙪𝙥𝙚𝙧𝙝𝙚𝙧𝙤]
®️ 𝙋. 𝙍 : 8.5/10
🔰 আমার মতে বলিউডের বর্তমানে বক্স অফিসের এই অবস্থার মূল কারনের মধ্যে একটি হলো তাদের অডিয়েন্সদের কন্টেন্ট চোয়েস। মানে কয়েকদিন আগে পর্যন্তও তারা জানতো না যে তাদের আসলে কোন মুভিটা দেখা উচিত আর কোনটা না দেখা উচিত। শুধু যেইখানে বড় স্টার আছে সেইখানে ঝাপিয়ে পরো। আর সেইটা তারা রিয়েলাইজ করার পরে এখন শুধু না দেখেই বয়কট আর বয়কট। এই কথার বড় উদাহরণ হলো তুম্মাড আর এই ভাবেস জোশির মতো মুভি। তুম্মাড তাও কোনোরকম হিট হইছে কিন্তু ভাবেশ জোশি মুভিটা বক্স অফিসে ডিসাস্টার হইছে ৷ ভাবতেই অভাগ লাগে যে এইরকম একটা মুভি ফ্লপ খাইছে আর এই ক্লাসি মুভি গুলো যতটা রেকগনেশন পাওয়ার কথা ছিলো তার বিন্দু মাত্রও বক্স অফিসে পায় নাই।
[হালকা স্পয়লার(পড়তে পারেন)]
🔰𝙎𝙩𝙤𝙧𝙮 : মুভির কাহিনি হলো মুভিতে ৩ জন বন্ধু থাকে যারা তাদের সমাজ থেকে সকল অনৈতিক কাজ দূর করতে চায়। শুরতে অন্য কয়েকজনের মতোই তারা ইউটিউবে বিভিন্ন ভিডিও করে মানুষকে সচেতন করতে থাকে কিন্তু এইটা বেশিদিন থাকে না। তাদের মধ্যে একজন যে এইটার উদ্যেগতা সে ছাড়া বাকি ২ জনের কেওই এই জিনিসটাকে আর সিরিয়াস নিতে চায় না। কিন্তু সেই উদ্যেগতা এখনো মানতে নারাজ যে সে পরিবর্তন আনতে পারবে না। সে একাই এই কাজ করে সমাজে পরিবর্তন আনার কাজে লেগে পড়ে। এখন সে তার এই জিদ নিয়ে তাদের সমাজে কতখন টিকে থাকে আর কতটুকু পরিবর্তন আনতে পারে সেইটাই দেখতে হলে এই মুভিটা দেখতে হবে.....
🔰 𝙋𝙤𝙨𝙞𝙩𝙞𝙫𝙚 : মুভির স্টোরি শুরু থেকে আসতে এনগেজিং ছিলো। মুভিতে মেইন হিরোর তার সমাজ কে দেখার যে আইডিওলজি সেই জিনিসটা মুভিতে খুবই সুন্দরভাবে প্রেজেন্ট করা হইছে যার ফলে সে যেসকল কাজ সে করে তার পিছনের কারণ একদম স্পষ্ট থাকে। মুভির মধ্যে বাস্তবতার ছাপ রাখা হইছে যেটা আপনি রিলেট করতে পারবেন আপনার সাথে যার কারণে আমার কাছে মুভির আরো বেশি ইন্টারেস্টিং লাগছে। স্টোরি অনুযায়ী মুভির স্ক্রিনপ্লে অনেক ভালো ছিলো। মুভি শুরু থেকে শেষ পর্যন্ত যেইভাবে তার সিরিয়াসনেস টা মেইনটেইন করে সেটা সত্যিই প্রশংসনীয়। পারফরম্যান্সের কথা বললে সবার পারফরম্যান্সই তাদের ক্যারেক্টার অনুযায়ী দারুন ছিলো বিশেষ করে হার্শভারধান কাপুর অসাধারণ কাজ করছে। মুভির বেকগ্রাউন্ড স্কোরও মানানসই ছিলো।
🔰𝙉𝙚𝙜𝙚𝙩𝙞𝙫𝙚 : মুভির নেগেটিভ বলতে অনেক জায়গায় মুভিটার বাজেটের সমস্যা চোখে পরছে। এই মুভির বাজেট আরেকটু ভালো হলে অনেক অসাধারণ কিছু হতে পারতো। কিছু কিছু জায়গায় মুভিকে আরেকটু সময় নেয়া উচিত ছিলো তাহলে আরেকটু ভালো করে কানেক্ট করা যেত।
🔰সব মিলিয়ে আমার কাছে মুভিটা দারুন লাগছে। এতোদিন পরে বলিউডের এতো সুন্দর একটা মুভি দেখে আসলেই অনেক ভালো লাগতাছে। বলিউডের বস্তাপচা রিমেকের ভিরে এমন গল্প নির্ভর একটা মুভি আপনাকে রিফ্রেশমেন্ট দিবে । না দেখে থাকলে দেখে নিতে পারেন।
ভুল ক্রুটি ক্ষমার আদর্শে দেখবেন।


রিভিউটি লিখেছেনঃ Albhi Islam Evan

 

 মুভি ট্রেইলারঃ



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.