Header Ads

Once Upon a Time in the West | Movie review Bangla | Full Movie | বাংলা রিভিউ মুভি | Henry Fonda | Claudia Cardinale

 


নির্জন নিরবিচ্ছিন্ন অঞ্চল। মরুর বুকে এক টুকরো শহর। যেখানে না আছে পর্যাপ্ত গাছপালা না আছে পানির সুবিধা। এই নিরব শহরেও ডাকাত দস্যুরা হানা দেয়। নিজেদের ক্ষমতা খাটিয়ে যা ইচ্ছে করে।
Once Upon A Time in The West [1968]
Director: Sergio Leone
Genre: Epic Spaghetti Western | IMDb: 8.4
⚠ স্পয়লার এলার্ট ⚠
মরুর বুকে নির্জন এক শহর নাম Flagstone. অজানা এক ব্যক্তি হারমোনিকা বাজাচ্ছে। তিন জন মানুষ যারা নিজেকে ফ্র্যাংকের লোক বলে দাবি করছিলো হারমোনিকা কে হত্যা করতে আসে। কিন্তু লোক গুলোর পড়নে থাকা কাপড় দেখে বিখ্যাত ডাকাত শায়েনের মানুষ মনে হচ্ছিলো।হারমোনিকা একাই তার বন্দুক দিয়ে তিন জন কে খতম করে দিলো। ফ্র্যাংক এবং তার বাহিনী Brett McBain এবং তার বাচ্চাদের হত্যা করে। Brett McBain এর সদ্য বিবাহিত স্ত্রী Jill ব্রেটের ঘরে এসেই তার লাশ দেখতে পায়। আবার হারমোনিকা ফ্যাংক কে খুজে বেড়াচ্ছে।Brett McBain কে ছিলো?? ফ্র্যাংক, হারমোনিকা এবং শায়েন এদের মধ্যে সম্পর্ক কী? সম্পূর্ণ মুভি জিল, হারমোনিকা, শায়েন এবং ফ্র্যাংক কে কেন্দ্র করে ঘুরতে থাকে।
নির্জন নিস্তব্ধতায় ঘেরা এই শহরে অজানা এক আগন্তুকের আগমন ঘটে। মুভিতে সে হারমোনিকা বাজায় যার জন্য তাকে হারমোনিকা নামে উপস্থাপন করা হয়েছে। আমার জীবনে দেখা অন্যতম কুল ঠান্ডা মেজাজের চরিত্রগুলোর একটি হারমোনিকা। মুভি জুড়ে কখনোই তাকে রাগ করতে দেখা যায় নি। বরং তার বুদ্ধি এবং বন্দুক ব্যবহারের দক্ষতা কে সে সঠিক ভাবে কাজে লাগাতে পারে। অন্যদিকে ফ্র্যাংক হলো সেই ব্যক্তিত্ব যে সব সময় নিজের দল নিয়ে লোকের উপর জোর খাটায়। কিন্তু তার উপরেও আরেকজন রয়েছে। ফ্র্যাংক রীতিমতো ভুল সিদ্ধান্ত নিয়ে নিজের কপালেই দুঃখ নিয়ে আসে। তার অতীতের অপরাধ তাকে সাজা দেওয়ার জন্য তার দরজায় কড়া নাড়ছে।
Sergio Leone এর মুভি মানেই বড় বড় শটস। এই মুভিতেও রীতিমতো বড় বড় দৃশ্য দেখা যায়। ওপেনিং দৃশ্যে খুব সীমিত সংলাপ শুনতে পাওয়া যায়। বড় বড় দৃশ্যের মাধ্যমেই Sergio Leone চরিত্রগুলোর অতীত, বর্তমান, আবেগ, অনুভূতি ফুটিয়ে তুলেছেন। এই মুভি Once Upon A Time ট্রিলোজির প্রথম মুভি ছিলো।
মুভির অন্যতম সেরা দুইটা বিষয় হলো এই মুভির সিনেমাটোগ্রাফি এবং মিউজিক। অসাধারণ সিনেমাটোগ্রাফির মাধ্যমেই শহরের নিরবিচ্ছিন্নতা কে তুলে ধরা হয়েছে। নির্জন পরিবেশ লোকজন ও বেশি নেই। মুভির অনেক দৃশ্য এবং মিউজিক আমি রেগুলার দেখে এবং শোনে থাকি। মুভির হারমোনিকা থিম টা শুনলে ছমছমে একটা অনুভূতির সৃষ্টি হয়। যেনো মনে হয় নির্জন পরিবেশে আমি একা দাড়িয়ে আছি। আসেপাশে দূর দূরান্ত পর্যন্ত কেউ নেই। চিত্রনাট্য কিছুটা ধীরগতির। তবে মুভিকে বিস্তারিত ভাবে তুলে ধরার জন্য অত্যাবশকীয় ছিলো।
সর্বকালের সেরা মুভির মধ্যে একটি খ্যাত এই মুভির সাফল্যও কম নয়। আমেরিকান ফিল্ম ইন্সটিটিউট তাদের সেরা ১০০ মুভির মধ্যে মুভিটিকে রেখেছে। ২০০৯ সালে Library Of Congees মুভিটিকে সংরক্ষণ করেছে। ৮.৪ রেটিং নিয়ে আইএমডিবি টপ ২৫০ এর ৫০ তম স্থানে রয়েছে। তাছাড়া বিভিন্ন মুভির উপর সরাসরি প্রভাব রেখেছে। আমার দেখা সব থেকে পারফেক্ট মুভি গুলোর একটি এই মুভি। যতবারই দেখি না কেনো প্রতিবারই একই রকম অনুভূতির সৃষ্টি হয়।
 
রিভিউটি লিখেছেনঃ  MahiDur Rahman Tawhid
 
 
মুভি ট্রেইলারঃ 

 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.