Header Ads

The Pursuit of Happyness | Full Movie Review | বাংলা রিভিউ | Will Smith | Thandiwe Newton | Jaden Smith

 

I'm not what happened to me.I'm what I choose to become.
(Light Spoiler)
জীবন যুদ্ধে কতো যে সংগ্রাম করতে হয় সেটা আমরা হয়তো অনেকেই কল্পনাও করতে পারবো না।একজন বাবার কতো ত্যাগের পরে আপনি ভালো একটা পজিশনে গিয়ে দাঁড়িয়ে উঁচু গলায় কথা বলেন সেটা যদি জানেন তাহলে আপনি সেই বাবার শ্রেষ্ঠ সন্তান।কারন আপনি বাবার কষ্টটা অনুধাবন করতে পেরেছেন।
The Pursuit Of Happyness হলো একটি পিতা-পুত্রের মুভি৷এটা দেখার পরে মোটিভেশনাল স্পিকারদের ভিডিও দেখার দরকার নেই কারন তখন আপনি নিজেকেই হয়তো আবিষ্কার করে ফেলবেন নতুনভাবে।
এই বিশ্বে যারা সফলতার ছাপ রেখে যেতে পেরেছে তারা কি খুব সহজেই সফল হয়ে গিয়েছিলো? উত্তর হলো "না"।তাদের জীবন সম্পর্কে জানলে দেখবেন সেখানেও একটা ভয়ানক গল্প রয়েছে।ব্যর্থতা বারবার তাদের ধাক্কা দিয়েছে আর টেনে নিচে নামিয়ে আনার চেষ্টা করেছে কিন্তু তারা কখনও হাল ছেড়ে দেয়নি।নতুন উদ্যমে নতুন স্বপ্ন বাস্তবায়নে সকল বাঁধা ডিঙিয়ে এগিয়ে গিয়েছে বলেই আজ তারা সফল।যার কারনে ইতিহাসের পাতায় তাদের নাম দেখতে পারে সকলেই।
এই মুভিটি আমেরিকান শেয়ার ব্যবসায়ী ক্রিস গার্ডনারের জীবনের উপর ভিত্তি করে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত।উনার সফলতার পিছনের গল্পগুলোকে পর্দায় খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন ইতালীয়ান পরিচালক গ্যাব্রিয়েলে মুক্কিনো।গার্ডনারের চরিত্রে অভিনয় করেছেন আমার সবচেয়ে প্রিয় অভিনেতাদের অন্যতম একজন উইল স্মিথ এবং গার্ডনারের ছেলে ক্রিস্টোফারের চরিত্রে অভিনয় করেছে উইল স্মিথের রিয়াল লাইফ সন্তান জ্যাডেন স্মিথ।
সারসংক্ষেপ:- ক্রিস গার্ডনার উনার সারাজীবনের সঞ্চয়কৃত অর্থ একটি মেশিন কিনে ব্যবসা করার জন্য ব্যয় করে ফেলেন।উনি নিউ ইয়র্ক শহরের ডাক্তারদের জন্য বহনযোগ্য স্ক্যানার কিনেন যেটা সাধারণ এক্স-রে স্ক্যানার থেকে অনেক ভালো এবং এই স্ক্যানার দিয়ে মানুষের হাড়ের ঘনত্ব পর্যন্ত পরিমাপ করা যায়।কিন্তু এটার প্রতি ডাক্তাররা চোখ তুলে তাকায় নি সেভাবে।বিক্রি হতো কিন্তু অনেকদিন পরপর।উনার সংসারে আগে থেকেই অভাব-অনটন লেগে থাকতো আর এই ঘটনার পর আরো বেশি ঝামেলা আরম্ভ হয় উনার সাথে উনার স্ত্রী লিন্ডার।হতাশা আর দূর্দশার কারনে উনাকে ছেড়ে চলে যায় লিন্ডা।উনি অবশেষে উনার ছেলে ক্রিস্টোফারের দায়িত্ব একাই নিয়ে নেন এবং মনে মনে প্রতিজ্ঞা করেন ছেলেকে অভাব-অনটন যাতে স্পর্শ করতে না পারে সেদিকে খেয়াল রাখবেন।কিন্তু অভাব যদি একবার পিছনে পড়ে যায় সেখানে জলদি তা মিটে যাওয়ার স্বপ্ন দেখা বোকামি ছাড়া আর কিছুই নয়।আর শেষমেশ উনি অভাব-অনটনের কারনে দেউলিয়া হয়ে যান একেবারে।উনাকে রাস্তায় বাস্তুহারাদের সাথে রাত্রিযাপন করতে হয় ছেলেকে নিয়ে।একদা টুইসেল নামক একজন আমেরিকান শেয়ার ব্যবসায়ীর সাথে উনার দেখা হয় এবং তিনি গার্ডনারের কথায় খুশি হয়ে একটা সুযোগ দেন।কিন্তু সেটা ছিলো অস্থায়ী।স্থায়ীভাবে পাকাপোক্ত হওয়ার জন্য চেষ্টা করতে থাকেন গার্ডনার আর এভাবে এগিয়ে যেতে থাকে গল্প।
মুভিটি দেখার সময় কিছু মুহূর্ত আছে যেগুলো আপনাকে ইমোশনাল করে দিবে।বিশেষ করে একটা রেলস্টেশনের পাবলিক টয়লেটে রাত কাটানোর দৃশ্যটা।একজন বাবা কতোটা অসহায় হলে এমনটা করে সেটা ভাবুন একবার।এই দৃশ্যটি দেখলে হয়তো আপনার চোখে পানি চলে আসবে।
মানুষের জীবনের ভয়ানক সত্যগুলোকে অনুধাবন করতে চাইলে এই বায়োগ্রাফিকাল মাস্টারপিসটি দেখে নিতে পারেন।জীবনে চলার পথে অনুপ্রেরণা গ্রহণের জন্যে আইডল এই মুভিটি।কোন অবস্থাতেই নিজের উপর থেকে বিশ্বাস হারানো যাবে না।আপনাকে অবশ্যই নিজের উপর পূর্ণ বিশ্বাস রেখে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে কারন আপনি অবশ্যই পারবেন।ব্যর্থতা সফলতার আগে একটা বাঁধা।শুধু এটাকে যে কোন মূল্যে জয় করাটা জরুরী।
Movie:- The Pursuit Of Happyness (2006)
Genre:- Biography, Drama
Country:- 🇺🇸
Director:- Gabriele Muccino
Starring:- Will Smith, Jaden Smith, Thandiwe Newton, Brian Howe, James Karen, Dan Castellaneta
IMDB Rating:- 8/10
 
Personal Rating:- 10/10  💛

রিভিউটি লিখেছেনঃ Muntaha Binte Fatima

ট্রেইলারঃ 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.