Header Ads

Into the Wild | ইন্টু দ্যা ওয়াইল্ড | Movie Review Bangla | Emile Hirsch | Vince Vaughn | Catherine Keener

 


জীবনচক্রে আমাদের চারপাশে জাগতিক এক প্রকার অদৃশ্য সীমারেখা রয়েছে। সেই অদৃশ্য সীমারেখার মধ্যে থেকেই আমাদের জীবন অতিবাহিত হয়ে যায়। নিজেদের অজান্তেই এই অদৃশ্য সীমারেখার পরাধীনতায় নিজেদের আমরা বন্দী করে রাখি। এই অদৃশ্য সীমারেখা অতিক্রম করতে পারলেই জীবনের আসল স্বাধীনতা উপভোগ করা যাবে। এই স্বাধীনতার মাধ্যমেই জীবন কত রঙীন উপলব্ধি করা যাবে। এই স্বাধীনতার মাঝেই জীবনের আসল প্রশান্তি খুজে পাওয়া যাবে।
Into The Wild (2007)
Director: Sean Penn
Genre: Biographical Adventure Drama
IMDb: 8.1
Spoiler Alert
১৯৯০ সালে ক্রিস্টোফার ম্যাক্কেন্ডল্স তার গ্রাজুয়েশন পূর্ণ করেছে। মানব সভ্যতার অসভ্যতায় সে আস্থাহীন হয়ে উঠে। তার মনে আস্থাহীন এই সভ্যতার প্রতি ক্ষোভ বাড়তে থাকে। এক সময় সে অজানা পথে লোকচক্ষুর আড়ালে পাড়ি দেয়। বিজনপ্রদেশে জীবন উপভোগ করার লক্ষ্যে সব কিছু ত্যাগ করে ক্রিস্টোফার অজানা পথে বেরিয়ে পড়ে।
অনেক বাসনা ভেতরে রেখে ক্রিস্টোফার অরণ্যে চলে যায়। সেই অরণ্যে সে প্রকৃতির কোমলতা অনুভব করতে পারে। প্রাকৃতিক মাধুর্য ক্রিস্টোফারের হৃদয় ছুয়ে যায়। তার ধৃষ্ট পদক্ষেপ তাকে জনবহুল অবস্থা থেকে নিরবচ্ছিন্ন জগতে অবস্থানে নিয়ে এসেছে। সে এক নতুন অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছে।
বিষন্ন ক্রিস্টোফার অরণ্যে বসবাস করা শুরু করে। অরণ্যে এসে সে প্রাণবন্ত প্রকৃতির প্রণয়ে পড়ে যায়। এই প্রাকৃতিক সৌন্দর্যে সে বিমোহিত হয়ে যায়। কোনো এক বিকেলে সূর্যের রশ্মি তার শরীর স্পর্শ করে। তার মধ্যে এক ভিন্ন প্রফুল্লতা কাজ করে। কখনো নদীর স্রোতে হুংকার দিয়ে ভেসে বেড়ায়। পাহাড়গুলো যেনো তাকে নির্বাক ভাবে দেখতে তাকে। সে তার প্রফুল্লতায় নিখোঁজ হয়ে যায়। সে যেনো এক অদ্ভুত মায়ায় পড়ে গেছে।
বিস্মিত হয়ে ক্রিস্টোফার এই নিরবিচ্ছিন্ন জগতে বসবাস শুরু করে। সারাজীবন যে স্বাধীনতার খুঁজ করে বেরিয়েছে অবশেষ সে সেই স্বাধীনতার খুঁজ পেয়েছে। সে বৃষ্টিস্নাত পরিবেশে বৃষ্টিতে ভিজে। রৌদ্রজ্জ্বল দুপুরে বিকেলে ঘোড়ার সাথে সময় কাটায়। কখনো আলাস্কার বরফময় শীতল পরিবেশে অবস্থান করে। এই অরণ্যের প্রতি তার প্রেমানুরাগ বাড়তে থাকে।
অজানা অঞ্চলে পাড়ি জমালে বিভিন্ন প্রকার জনবসতির অভিজ্ঞতাও অর্জন করা যাত। সে সেই বন্য অঞ্চলে স্বজাতীয় কাউকে খুঁজে পায় না। তবুও নিরবচ্ছিন্ন এই অঞ্চলে সে লোকের দেখা পায়। সে Jan এবং Rainey এর সাথে পরিচিত হয়। ট্রেসি নামক এক কিশোরীর সাথেও তার পরিচয় ঘটে৷ তাদের মধ্যে সৌহার্দের সম্পর্ক গড়ে উঠে। যদিও ট্রেসির ক্ষেত্রে তাদের সম্পর্ক আরো গভীর ছিলো।
প্রতিটি মানুষের নিজস্ব জীবনচক্র রয়েছে। একেক জনের একেক উপকথা রয়েছে। ক্রিস্টফারের যাত্রায় রনের সাথে পরিচয় এক অদ্ভুত অভিজ্ঞতা ছিলো। সাবেক সেনাসদস্য রন তার একা জীবন অতিবাহিত করছেন। নিজের জীবনের একাকীত্ব রন ক্রিস্টোফারের কাছে প্রকাশ করেন। ক্রিস্টোফারও তার কাছে জীবন সম্বোধিত বহু কথা জানতে পায়।
Sean Penn এর চিত্রনাট্য এবং পরিচালনায় নির্মিত হয়েছে Into The Wild. বায়োগ্রাফিক্যাল এডভেঞ্চার ড্রামা জনরায় নির্মিত হলেও এর মূলভাগ অনেক অর্থপূর্ণ। জীবনে স্বাধীনতার স্বাদ উপভোগ করার ক্ষেত্রে এক অভূতপূর্ব নির্মাণ মুভিটি।
মুভির সিনেমাটোগ্রাফি মুভির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। মুভির এক গুরুত্বপূর্ণ অংশ ছিলো প্রাকৃতিক সৌন্দোর্য। যা সুক্ষ্ণভাবে ক্যামেরাবন্দীর মাধ্যমেই মুভির সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। নদীতে ভেসে যাওয়ার দৃশ্য আমার একান্ত ব্যক্তিগত প্রিয়। সেখানে ক্রিসোটফারের মধ্যে খুব ইচ্ছেমতো জীবিত থেকে স্বাধীনতার অনুভব করতে দেখা যায়।
স্বাধীনতা উপভোগ করা খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। নিজের জীবনে স্বাধীনতার উপভোগ করতে প্রকৃতির নিকটে যাওয়া খুব ভালো। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে পরম শান্তির ছোয়া পাওয়া যায়। তবে নিরবিচ্ছিন্ন থাকা কোনো ভালো বিকল্প নয়। এতে স্বাধীনতার লেশ মাত্রও পাওয়া যায় না।
ক্রিস্টোফারও নিরবচ্ছিন্ন হয়ে পড়ে। তার স্বাধীন হয়ে জীবন যাপনের যাত্রার শুরু দিকে সে সফল হয়। পরবর্তী সময়ে সে নানান সমস্যার উপলব্ধি করে। সে অনুভব করে যে এই নিরবিচ্ছিন্ন অঞ্চলে স্বাধীন হয়ে থাকায় কোনো মূল্য নেই। ক্রিস্টোফার বাসের মধ্যে একাকী থাকতে অভ্যস্ত হয়ে গেছে। যার ফলে সে আসল স্বাধীনতা কখনো উপলব্ধি করতে পারে নি। বরং সে শেষমেশ ভয়াবহ পরিস্থিতির শিকার হয়
স্বাধীনতার আসল মাহাত্ম্য মানুষের মধ্যে বসবাসের মধ্যে নিহিত। একেকবারে নিরবচ্ছিন্ন কেউ কখনো আসল স্বাধীনতার মূল্য বুঝে উঠতে পারবে না। বরং তার জীবনে আরো সমস্যার ঘন কালো মেঘ জমতে থাকতে। সভ্যতা থেকে দূরে গিয়ে স্বাধীনতার সেই মাহাত্ম্য উপলব্ধি করা যায় না।
 
রিভিউটি লিখেছেনঃ  MahiDur Rahman Tawhid
 
 
মুভি ট্রেইলারঃ

 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.