Breaking Bad | ব্রেকিং ব্যাড | Full Series Review Bangla | সিরিজ রিভিউ | Bryan Cranston | Aaron Paul | Anna Gunn
আপনাকে যদি প্রশ্ন করা হয় "পৃথীবিতে সবচেয়ে বেশি আলোচিত টিভি সিরিজের নাম কি?"
আপনি হয়তো চোখ বন্ধ করে বলে দিবেন"Game of thrones"। আসলেও তাই,তবে দ্বিতীয় যে নামটি উঠে আসে তা হলো"Breaking Bad"।আজকে কথা বলবো এই সিরিজটি নিয়ে।
This post may contain Spoiler
Plot:
২০০৮ সালের ২০ জানুয়ারি প্রথম এপিসোড রিলিজের মাধ্যমে এর যাত্রা শুরু হয়।
প্রথম সিজনের প্রথম এপিসোডেই নিউ ম্যাক্সিকোর অ্যালবাকারকি শহরের রাস্তা দিয়ে ধেয়ে আসা একটি Rv(Recreational Vehicle)একটি গর্তে আটকে যায়।ভেতর থেকে বেরিয়ে আসে একটি মাস্ক ও জাঙ্গিয়া পরিহিত এক লোক যার হাতে কিনা একটি বন্দুকও ছিলো।লোকটি আসলে Walter white।Walter white একজন কেমিস্ট্রি শিক্ষক।এক ছেলে(Walter junior)ও স্ত্রী(Skyler white)কে নিয়ে তার ছোট সংসার। হঠাৎই একদিন ওয়াল্টারের ক্যান্সার ধরা পড়ে। এদিকে চিকিৎসার মতো পর্যাপ্ত টাকা তাদের নেই।সে জানতো সে হয়তো আর বেশিদিন বাঁচতে না।তাই পরিবারের জন্য কিছু টাকা পয়সা আয় করে রেখে যেতে চায়।তাই তার মাথায় এক অন্যরকম চিন্তা আসে।সে তার পুরনো ছাত্র Jesse Pinkman (Aaron Paul) (যে কিনা ড্রাগ ব্যাবসার সাথে জরিত)কে নিয়ে Methamphetamine এর বিজনেস শুরু করতে চায়।অনেক বুঝিয়ে সে জেসিকে রাজি করায়।এর পর থেকে শুরু হয় আরো বড় ঝামেলা এবং কাহিনী সামনে আগাতে থাকে।
Personal Opinion:
প্রতিটা চরিত্র নিয়ে লিখতে গেলে অনেক বড় হয়ে যাবে লেখা! তাই শুধুমাত্র বেশি ভালো লাগার চরিত্র কয়টি নিয়ে অনুভূতি প্রকাশ করলাম। এগুলা ছাড়া আরো বেশ কয়েকটি প্রিয় চরিত্রও ছিলো বটে। তবে সবথেকে প্রিয় জেসি আর ওয়াল্টার ।আপনার প্রিয় চরিত্র কোনটি?
অনেক আগে দেখা হলেও রিভিউ দেয়া হয় নাই তাই ভাবলাম রিভিউ দেয়া দরকার!ভালো জিনিস কেন মিস করবেন? রিভিউ দেখে যদি ১ জনও দেখা শুরু করে তাহলেই রিভিউয়ের সার্থকতা আসবে।
আমার কাছে Breaking Bad কোনো সিরিজ না,এইটা একটা আবেগ, ভালোবাসার নাম। আমার দেখা সিরিজগুলোর মধ্যে সেরাদের একটি হয়ে থাকবে সারাজীবন।
শুধুমাত্র আইএমডিবি দিয়ে না নিঃসন্দেহে পৃথিবীর সেরা ক্রাইম ড্রামা সিরিজ"Breaking Bad"
ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন!
ধন্যবাদ সময় নিয়ে পড়ার জন্য
HIGHLY RECOMMEND
রিভিউটি লিখেছেনঃ Fahmi
সিরিজ ট্রেইলারঃ

কোন মন্তব্য নেই