Header Ads

Midsommar ফুল মুভি রিভিউ বাংলা | Midsommar Full Movie Review | Florence Pugh | Jack Reynor | Ellora Torchia

 


One of my favorite film that no one liked 🙂
২০১৯ সালে মুক্তি পাওয়া একটা হরর ফিল্ম যা ভয়ের থেকে সুন্দর বেশি 🙄
স্লো বার্নিং ফিল্ম কিন্তু অনেক এন্টারটেইনিং। সহজ দৃশ্য কঠিন উপস্থাপন এবং গভীরতা নিয়ে ব্রিলিয়ান্ট কাজ।
গল্প এক মেয়ের, যে কিছুদিন আগে ঘটে যাওয়া মর্মান্তিক একটা ঘটনায় অনেক কষ্টে আছে।
তাই এই অবস্থা থেকে ঠিক হতে তার বয়ফ্রেন্ড তাকে নিয়ে তার এক বন্ধুর ফেস্টিভ্যাল এ যায় যেটা সুইডেন এর এক গোপনীয় জায়গায়।
কিন্তু এই নতুন জায়গার সবাই অনেক অদ্ভুত। তাদের কালচার অনেক আলাদা এবং পুরাতন। আছতে আছতে রহস্য বারে এবং ঘটে অনেক আজব ঘটনা।
এর কারা? কি হচ্ছে এখানে?
প্রথমে বলে নাই, শেষ ৩/৪ বছরে মেয়ে লিড রোলে আমার দেখা সেরা অভিনয় করেছে এই ফিল্ম এর লিড ক্যারেক্টার। Florence সত্যিই অসাধারণ অভিনয় করেছিলেন। হঠাৎ অনুভূতি পালটে যাওয়া, কষ্ট, ভয়, আতংক নিয়ে তার এক্সপ্রেশন গুলো পার্ফেক্ট ছিলো।
BTW সে কিন্তু Black Widow, Dune 2, সহ নোলান এর পরবর্তী ফিল্ম এ ও আছেন!
তাছাড়া অভিনয় এর দিকে Christian চরিত্র টা ভালো ছিলো। অন্য দিকে বেশির ভাগ চরিত্র কে কোনো মানুষ না অবজেক্ট মনে হচ্ছিল। তারা যে অঙ্গ ভঙ্গি করতেছিলো তা শুধু দেখানোর জন্যই মনে হচ্ছিল। কোনো ভাবেই গল্পের দৃশ্যের সাথে এতো অবজেক্ট কে পার্সোন হিসেবে নিতে পারছিলাম না।
এখন এটা আমার পচ্ছন্দের কারণ,
সুন্দর বা সর্গের মতো সুন্দর বলা যায় এটাকে। রহস্য এর সাথে আর্ট এবং প্রকৃতি জড়িয়ে আছে। প্রকৃতির সুন্দর উপস্থাপন এবং আর্ট এর মাধ্যমে মুগ্ধ করে রহস্য কে আরো রহস্য করেছে। ওয়াইড শট, সিনেমাটোগ্রাফি এবং এডিটিং ফিল্ম টাকে আরো বেশি প্রাণোবন্ত করে তুলে। সেট ডিজাইন, প্রোডাকশন ডিজাইন এর ভিতর এক সময় হারিয়ে যেতে বাধ্য হবেন।
সাজেশন? সবার ভালো লাগবে না বরং অধিকাংশ এভারেজ দর্শকদের খারাপ লাগবে।
তবে আধুনিক আর্ট এবং সিনেমা সম্পর্কে গভীরতা থাকলে অবশ্যই এটা এতো দিনে দেখা হয়েছে নিশ্চয়ই? না হলে দেখে নেন।
PR: (4.5/5)
MIDSOMMAR (2019) - [85]
Rating:R (Drug Use|Disturbing Ritual Violence|Strong Sexual Content|Graphic Nudity|Grisly Images|Language)
Genre: Horror, Mystery & Thriller
Original Language: English,
Director: Ari Aster
 
রিভিউটি লিখেছেনঃ  Hasnat R
 
 মুভি ট্রেইলারঃ

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.