Header Ads

Lucifer | লুসিফার ফুল সিরিজ রিভিউ | Full series Review | Tom Ellis | Lauren German | Kevin Alejandro | D.B. Woodside

 


📺 Lucifer (2016-2021)
🎬 Season 1-6
📌Genre : Crime, Drama, Fantasy
📌Language : English, Hindi dubbing
📌IMDb Rating : 8.1/10
📌P.R Rating : 8.7/10
#Spoiler_Free
--------------------শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল --------------------
Warner Bros & Netflix এর সমন্বয় নির্মিত lucifer সিরিজটি।
শুরু থেকে শেষ পর্যন্ত অনেকটা সি আই ডি বা ক্রাইম পেট্রলের মত সাথে রয়েছে ডেভিল এর অসাধারণ গল্প।
#Story
Hell এর King Lucifer বিরক্ত হয়ে এবং তার বাবার উপর ক্ষিপ্ত হয়ে Los Angeles আসে vacation এর জন্য আসে আর ঠিক করে কোনো দিন Hell এ ফিরে যাবে না। Lucifer এর চোখে তাকালে সবাই তার Desire সম্পর্কে বলে দেয়। সে মানুষের Deepest and Darkest desire সম্পর্কে জানতে পছন্দ করে। একটা party তে lucifer সাথে দেখা হয় একটা করা মেয়ে সাথে যাকে সে favour করেছিল হঠাৎ তাদের উপর হামলা হয় অইখানে মেয়েটা মারা যায় কিন্তু lucifer এর কোনো কিছু হয় না, কারন lucifer হলো emortal। তারপর কেসের এর ইনবেসটোগেসন করে detective Chloe Decker। ইনবেসটোগেসন করতে গিয়ে lucifer এর সাথে দেখা হয়। lucifer তার হেপ্ল করে কেসে। Lucifer যখন Chloe এর desire জানতে চায় তখন তার পাওয়ার Chloe এর উপর কাজ করে না।এ দেখে Lucifer অবাক হয় এবং এর কারণ জানতে Chloe এর পাটনার হয়ে যায়।ডেভিলের কাজ হলো পাপীদের শাস্তি দেওয়া পৃথিবীতে আসার পরও তার কাজের ধরন পরিবর্তন হয় না । লস অ্যাঞ্জেলেসে ডিটেক্টিভ ডেকারের পার্টনার হয়ে একটার পর একটা মার্ডার কেসের খুনিকে ধরতে সহযোগিতা করেন । অন্য দিকে লুসিফার কে Hell এ ফিরিয়ে নেওয়ার জন্য তার পরিবারের সদস্যরা আসতে থাকে পৃথিবীতে।
#Personal_Opinion
সিরিজ টার সিনেমাটোগ্রাফি , বিজিএম , ভিএফএক্স , স্ক্রিনপ্লে সব‌ই দূর্দান্ত ছিলো । যদিও কিছু এপলিসোড এ বোরিং লেগেছে সময় গড়ানোর সাথে বেশ উপভোগ করেছি। প্রথমের দিকে একটু বোরিং লাগতে পারে। সিরিজ টার সিজন গুলোর Beginning আর Ending এমনভাবে হবে আপনাকে সিরিজ টা দেখতে বাধ্য করবে। কিন্তু মাঝখানের কিছু এপলিসোড বোরিং লাগবে । কিছু এপলিসোড আপনার দেখতেই মন চাবে না । আবার কিছু এপলিসোড অনেক ভালো লাগবে আর সিরিজ টা আগে কী হয় এটা দেখতে মন চাইবে।
প্রথমের আর শেষের এপলিসোড গুলো দারুন লাগবে ।
#Lucifer আর #Chloe এর জুটি আপনাকে দারুন লাগবে। তাদের দুজনের ড্রামা গুলো কখনো বোরিং লাগবে আবার কখনো আপনাকে সিরিজ টার সাথে আটকে রাখবে।
সিরিজ টা যত এগোতে থাকবে character গুলো আরো বেশি ভালো লাগতে থাকবে ‌।
📌পছন্দের কিছু Characters ---
#Lucifer - Tom Ellis(Lucifer) এর ব্রিটিশ এক্সেন্টের কথা গুলো ছিল সত্যিকারে Mind blowing এবং একেবারেই আলাদা। তার কথা গুলো শুনে আলাদা এক আনন্দ পাওয়া যায়। আমি Suggest করব এই সিরিজটি অরিজিনাল অডিও তে দেখতে।ডায়লগ ও অসাধারণ অভিনয় দিয়ে লুসিফার সিরিজ টাকে ভিন্ন লেভেলে নিয়ে গেছে। এই সিরিজ দেখে তার ফ্যান হয়ে গিয়েছি।
#Chloe - ডিটেকটিভ ডেকার সব সময় দূর্দান্ত ছিলো দারুন অভিনয়ের পাশাপাশি লুসিফার ও ডেকারের জুটি দারুন উপভোগ করেছি। তাদের দুজনের জন্য কখনো emotional হবেন।
#Amenadiel - আমেনিডিল চরিত্রে দারুন ছিলো , চেহারায়টা অবুঝ শিশুর মত দেখাচ্ছিলো পাশাপাশি কমেডি গুলো বেশ উপভোগ্য ময় ছিলো ।
#Dan- আরেক পছন্দের character Dan। প্রথম প্রথম এই character টা বেশি ভালো লাগবে না কিন্তু পরে এই character টা অনেক পছন্দের হয়ে উঠবে। সিরিজ টার শেষ সিজনে Dan এর জন্য emotional হয়ে যাবেন।
#Mazikeen - ম্যাজিকিন তার একশন আর ফাইট দিয়ে আপনাকে মুগ্ধ করবে। দেখতে পারবেন কিভাবে এক অত্যাচারি ডেমন বদলে যায় ।
#Ella_Lopez- এই সিরিজের সবথেকে হাসি খুশি character এলা । লোপেজ শুরু থেকে শেষ পর্যন্ত হাসি খুশি ছিলো এবং রেখেছে । অভিনয় সাথে হিসাবে কমেডিয়ান দারুন ছিলো ।
#Overall - সিরিজ টা আসলে দারুন লেগেছে। সিরিজ টয় একবার character গুলোর সাথে connect হতে পারলে বুঝতে পারবেন সিরিজ টা আসলেই দারুন। অনেকই এক দুটা সিজন দেখে বাদ দিয়েছেন তাদের কে বলব শেষ পর্যন্ত দেখুন অবশ্যই ভালো লাগবে। সিজন ৬ এ শেই বোরিং এপলিসোড গুলো মিস করবেন। সিরিজ টার সাথে emotional হয়ে যাবেন। বিশেষ করে Lucifer character টার সাথে।
সবাইকে দেখার সাজেস্ট করব। ফ্রি থাকলে দেখতে পারেন ‌‌
𝗹 𝗮𝗺 𝘁𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹 𝗼𝗳 𝗺𝘆 𝗪𝗼𝗿𝗱
 
রিভিউটি লিখেছেনঃ Cʌptʌɩŋ Jʌc Spʌʀʀow
 
 
সিরিজ ট্রেইলারঃ 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.