আচ্ছা মৃত মানুষকে দেখা যায়, কথা বলা যায়! যদি না যায় তাহলে অভিমুন্য কিভাবে দেখছে?
404: Error Not Found (2011)
৪০৪ সম্পর্কে আমরা সবাই অবগত। কিন্তু এই মুভিতে ৪০৪ দিয়ে রুম নাম্বার বুঝানো হয়েছে। কিন্তু এরর নট ফাউন্ড দিয়ে কি বুঝানো হয়েছে এইটাই এখন দেখার বিষয়! বলিউডের অন্যতম আন্ডাররেটড মুভি এইটা। সত্যি বলতে এর আগে নাম পর্যন্ত জানতাম না। যাইহোক এই সাইকোলজিক্যাল হরর থ্রিলার মুভিটা আমার বেশি ভালো লেগেছে।
র্যাগিং! র্যাগিং এক সামাজিক ব্যাধি। যা ছাত্র সমাজে চলমান। এই র্যাগিংয়ের কবলে পড়ে কত স্টুডেন্টের স্বপ্ন যে নষ্ট হচ্ছে সেইটা যারা ভুক্তভোগী তারাই ভালো বলতে পারবে। তাই বলতে চাই স্টপ র্যাগিং। অভিমুন্য সাহসী নতুন মেডিক্যাল স্টুডেন্ট। কিন্তু শুরুতেই র্যাগিংয়ের কবলে পড়ে যার কারণে রুম পর্যন্ত বদলে ফেলতে হয়। নতুন রুম ৪০৪ এ শিফট হয় যেইটা ৩ বছর ধরে বন্ধ ছিল। কারণ ওখানে একজন সুসাইড করেছে তারপর থেকে ওই রুমে প্যারানরমাল কিছু ঘটছে। অভিমুন্য সাহসী কিন্তু সেও ওই রুমে যে মারা গেছে তাকে বারবার দেখতে পাচ্ছে। তো এমনটা কেন হচ্ছে? আসলেই কি ওই রুমে প্যারানরমাল কিছু আছে? নাকি এর পিছনে অন্য কিছু লুকিয়ে আছে?
অভিমুন্য চরিত্রে অভিনয় করেছে রাজভীর আরোরা। খুব ভালো অভিনয় করেছে তার চরিত্রে। এক্সপ্রেশন গুলো খুব ভালো ছিল। ভালো লেগেছে প্রফেসরের চরিত্রে অভিনয় করা নিশিকান্ত কামাটকে। তার এক্সপ্রেশন গুলোও দারুণ লেগেছে। বিশেষ করে চোখের এক্সপ্রেশন। এছাড়াও টিসকা চোপড়া এবং ইমাদ শাহের অভিনয় ভালো ছিল। ছিলেন গুণী অভিনেতা সতীশ কৌশিক। আসলে সবার অভিনয় ভালো ছিল।
অনেক আগের মুভি তাই কারিগরি কিছু দিক দুর্বল লেগেছে। যে মানের গল্প বিজিএম আরও ভালো থাকার দরকার ছিল। সিনেমাটোগ্রাফি কম বেশি। স্কিনপ্লে ভালো ছিল একটুও স্লো লাগেনি। সাসপেন্স গুলোও ভালো লেগেছে। আর সবচেয়ে ভালো লেগেছে এন্ডিং টুইস্ট বা ক্লাইম্যাক্স। তাই না দেখে থাকলে দেখে ফেলুন আশাকরি ভালো লাগবে।
Happy Watching
মুভি ট্রেইলারঃ
কোন মন্তব্য নেই