Header Ads

Thirteen Lives | থার্টিন লিভস বাংলা রিভিউ | Viggo Mortensen | Colin Farrell | Joel Edgerton

 

হালকা স্পয়লার ⚠️
🍂বিপদ কখনো বলে কয়ে আসেনা। মানুষ তার জীবনে অনেক সময় এমন কোন বিপদের সম্মুখীন হয় যা তার কল্পনার বাইরে থাকে। ঠিক তেমনই এক ভয়াবহ ঘটনা ঘটেছিলো থাইল্যান্ড এ। হ্যা আজকে আমি যে মুভিটি নিয়ে লিখবো তা একটা সত্য ঘটনা অবলম্বন করে নির্মাণ করা হয়েছে। আর সব থেকে মজার কথা হচ্ছে, আমি তো আগেই জেনেছি যে এটা একটা সত্য ঘটনা অবলম্বন করে নির্মিত মুভি।আর মুভিটা দেখার সময় আমার মনে হচ্ছিলো আমি কোন মুভি দেখছিনা৷ সেই সময়ের সেই ঘটনাই দেখছি চোখের সামনে।
🍂সময় টা ২০১৮. চলছিলো রাশিয়া বিশ্বকাপ। আর সেই সময়েই ঘটেছিলো এমন ভয়াবহ ঘটনা। একটা স্থানীয় ফুটবল টিমের ১২ জন ছোট বাচ্চা আর তাদের কোচ সহ
থাইল্যান্ডের থাম লুয়াং নামক এক গুহায় আটকে পরে। এই ঘটনা যারা জানেন তারা মোটামুটি সবাই জানেন যে তারা সবাই বেচে ফিরেছিলো।কিন্তু এদের উদ্ধার করা কি এতটাই সহজ ছিলো! মুভিটার মেকিং এত চমৎকার ছিলো যে মনে হবে আপনি মুভি নয় বাস্তব ঘটনাই চোখের সামনে দেখছেন।
🍂থাম লুয়াং নামের একটা পর্যটন গুহা।বাইরে থেকে দেখতে স্বাভাবিক মনে হলেও বর্ষার মৌসুমে তা ভয়ংকর রুপ ধারণা করে। পাহাড়ের উপর থেকে জমে থাকা পানি এসে গুহার ভেতরে প্রবেশ করে আর গুহার ভেতরে পানিতে পুরো টইটুম্বুর হয়ে যায়। আর এর ভেতরে কেউ পরে গেলে তার বেচে ফেরার সম্ভাবনা খুব কম।গুহার গভীরতা প্রায় ২৮০ ফুট আর দৈর্ঘ্য ১১ কিলোমিটার। কি হয়েছিলো সে সময়ে তা জানতে হলে দেখতে হবে এই মুভিটি। আর হ্যা আমি এত টুকু বলতে পারি মুভিটি দেখে আপনি হতাশ হবেন না।
🍂একটা স্থানীয় ফুটবল টিমের ছোট ছোট ১২ জন প্লেয়ার তাদের কোচ সহ সেই গুহার ভেতরে ঢুকে। আর এদিকে শুরু হয় প্রবল বর্ষণ। পানি তে ভরে যায় গুহা আর তার মাঝে আটকা পরে দিনের পর দিন অতিবাহিত করতে থাকে তারা। এদিকে তাদের উদ্ধার করার জন্য বিভিন্ন দেশ থেকে উদ্ধার কারী আসে। কিন্তু শেষ অবধি তারা উদ্ধার পেয়েছিলো তো!হ্যা তারা উদ্ধার হয়েছিলো। কিন্তু জার্নি টা কেমন ছিলো তা জানার জন্য হলেও আপনার মুভিটা দেখা উচিৎ। আমি আজকের মত রিভিউ এখানেই শেষ করছি। আপনাদের মুভিটা কেমন লাগলো জানাবেন।ধন্যবাদ সবাইকে 💜
Thirteen Lives
Genre : Drama / Survival 
Languages-English,Thai,Mandarin.
IMDb : 7.8
Personal Rating : 9/10
Happy Watching 🥤


রিভিউটি লিখেছেনঃ Mohshina Tushi

 

মুভি ট্রেইলারঃ 


 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.