Header Ads

The Witcher Series Review Bangla | দ্যা উইচার সিরিজ রিভিউ | Henry Cavill | Freya Allan | Anya Chalotra

 


Toss a coin to your witcher
O' Valley of plenty
O' Valley of plenty
📺 The Witcher (2019/2021)
🌐 Country: USA
◾ IMDb: 8.2/10 (439k+ Rating)
🍅 Rotten Tomatoes: 81%
🍂 Season: 02 (Episode: 16)
⚠️ 18+ alert
[𝑁𝑜 𝑆𝑝𝑜𝑖𝑙𝑒𝑟]
➡️ নেটফ্লিক্স এর অন্যতম সৃষ্ট The Witcher সিরিজটি Andrzej Sapkowski এর লিখিত কালজয়ী নোভেল সিরিজ The Witcher থেকে ইন্সপায়ার্ড। এই অভিযোজনের একটি জনপ্রিয় ভিডিও গেমও আছে।
💬 এই সিরিজ সম্পর্কে আগাম বার্তা: নেটফ্লিক্স এর পক্ষ থেকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে এই সিরিজের সিজন থ্রী ও আসবে, যা ২০২৩ সালের শুরুর দিক থেকে আমরা ক্রমান্বয়ে দেখতে পারবো। তাছাড়া অনেক আগেই জানা গেছে যে, এই সিরিজের প্রিকুয়েল আসবে; যেখানে The Witcher সিরিজে ঘটে যাওয়া কাহিনীর ১২,০০ বছর আগের কাহিনী দেখানো হবে! কিভাবে উইচারের জন্ম হয়েছিল? অজস্র ত্যাগ স্বীকার, বিপদাপদ, বাধা ইত্যাদি সহ্য করেও কিভাবে উইচাররা পৃথিবীতে টিকে ছিল।
➡️ আপনাদের সাথে এখন পরিচয় করিয়ে দেবো এই সিরিজের তিনজন প্রাণকর্তার সাথে, যাদের সঙ্গে মিশে গল্পের ধারাবাহিকতা এগিয়ে গেছে শেষ পর্যন্ত।
The Witcher: Geralt of Rivia: একজন পেশাদার উইচার, যে কিনা টাকার বিনিময়ে দৈত্য বা মন্সটার খুন করে। যদিও এই সিরিজে তার প্রধান চরিত্র এই কাজের জন্য নয়। সে এক রহস্যময়ী কাজে নিয়োজিত ছিল শেষ পর্যন্ত, তা উল্লেখ করে স্পয়লার যুক্ত করতে চাই না।
Yennefer of Vengerber: একজন শারীরিক প্রতিবন্ধী মেয়ে, যে কিনা জন্মের পর থেকেই নানান ধরনের অপমান সহ্য করে বড় হয়েছে। তার একটাই স্বপ্ন সে একজন অন্যতম শক্তিশালী ম্যাজিশিয়ান হবে।
Ciri The princess of Cintra: চিন্ট্রা রাজ্যের একমাত্র রাজকন্যা, বলা যেতে পারে এই সিরিজ তাকে ঘিরেই এগিয়েছে। প্রতিটা ক্যারেক্টার শেষ পর্যন্ত তাকে নিয়েই ব্যস্ত ছিল।
➡️ Review of Season 1:-
সিরিজের প্রথম দুই এপিসোড নিয়ে অধিকাংশ অডিয়েন্সদের অভিযোগ যে, খুবই স্লো এবং বোরিং। বাকি ছয় এপিসোডের প্রশংসা বেশি শোনা যায়। এর মূল কারণ হচ্ছে প্রথম দিক থেকে অধিকাংশ অডিয়েন্স গল্পের কোন কিছুই আন্দাজ করতে পারে না। বাট যারা বুঝতে পেরেছে তাদের কোন অভিযোগ নেই।
সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছে সুপারম্যান খ্যাত Henry Cavil, তার অভিনয়ের ব্যাপারে নতুন করে বলার কিছু নেই, এক্সপ্রেশন, এক্সেন্ট, বডি ল্যাগুয়েজ সব কিছুই ছিল অনবদ্য। তার পারফরম্যান্স যে কোন লেভেলের তা সবাই জানে, বাট The Witcher এ ছিল তার বেষ্ট পারফরম্যান্স। এই সিজনে সব থেকে পারফেক্ট পারফরম্যান্স দিয়েছে সে ই। সিনেমাটোগ্রাফি, বিজিএম, মেকিং, স্টোরিলাইন সব কিছুই ফার্স্ট ক্লাস। ফাইটিং সিকুয়েন্স গুলো দুর্দান্ত ভাবে কোরিওগ্রাফি করা হয়েছে।
এই সিজনের প্রথম দিকে ভিএফএক্স কিছুটা দুর্বল মনে হয়েছিল, মন্সটার গুলোকে দেখতে অনেকটা ফেক ফেক লেগেছে। Yennefer আর Ciri ছাড়া অন্যান্য ফিমেল ক্যারেক্টার গুলো অভিনয়ের দিক থেকে কিছুটা দুর্বল ছিল। বেশ কিছু অপ্রয়োজনীয় এবং অযথার্থ সিন বা ক্যারেক্টার রাখা হয়েছে, এছাড়া আর কোন ত্রুটি আমার নজরে পড়েনি।
Personal Rating: 8/10
➡️ Review of Season 2:–
অনেকেই বলে The Witcher নেটফ্লিক্স এর সেরা পাঁচটি সিরিজের মধ্যে একটি। আর এটা বলার কারণ আমি সিজন টু শেষ করে উপলব্ধি করতে পেরেছি। সিজন ওয়ানের মধ্যে টুকটাক কিছু ত্রুটি খুঁজে পাওয়া গেলেও সিজন টু তে তার কোন ছিটেফোঁটাও ছিল না। অযথার্থ কোনো কিছু ছিলো না।
আর যদি পারফরম্যান্স এর কথায় আসি তাহলে সবার অভিনয় ই চমৎকার ছিলো, বিশেষ করে Henry Cavill, সে তার ক্যারেক্টার Geralt এর জন্য পুরো জান দিয়ে দিয়েছে। Ciri কে এই সিজনে তুলনামূলক অনেক বেশি বেটার মনে হয়েছিল, বলা যেতে পারে Geralt এর পরে তার তার পারফরম্যান্স সব থেকে বেশি নজর কেড়েছে। Yennefer ছিল দুর্দান্ত, আগের তুলনায় এই সিজনে তাকে অসাধারণ পারফরম্যান্স করতে দেখা গিয়েছে।
তাছাড়া এই সিজনের বাজেট নেটফ্লিক্স আগেরটা থেকে বাড়িয়ে দিছে, তাই বিএফএক্স নিয়ে কোন ধরনের কোন অভিযোগ নেই। একশন সিকুয়েন্স আর ফাইট সিন গুলো ছিল টপ নচ। বিজিএম, কালার গ্রেডিং, গ্রাফিক্স, সিনেমাটোগ্রাফি সবই ছিল ফার্স্ট ক্লাস।
Personal Rating: 9/10
➡️ পরিশেষে: যদিও GOT এর মতো ফ্যান্টাসি, একশন আর কমপ্লেক্স স্টোরির সংমিশ্রণে কোন সিরিজ এখন পর্যন্ত অদ্বিতীয়, বাট অনেকটা GOT এর মতো কিছু উপভোগ করতে চান তাহলে এইটা দেখে নিতে পারেন, কথা দিচ্ছি আশাহত হবেন না।
𝙷𝚊𝚙𝚙𝚢 𝚆𝚊𝚝𝚌𝚑𝚒𝚗𝚐..
 
 
রিভিউটি লিখেছেনঃ  Nafisa Rumali
 
 
সিরিজ ট্রেইলারঃ 

 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.