Header Ads

Brahmāstra: Part One – Shiva | ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান – শিবা | Full Movie Bangla Review | Ranbir Kapoor | Alia Bhatt | Amitabh Bachchan

 

BRAHMASTRA - [2022] 
IMDB Rating- 5.5
Languages-Hindi,Tamil,Telugu,Kannada,Malayalam.
"অসাধারণ কিছু করতে গিয়ে খুব সাধারণ বা
তার চেয়েও কম কিছু নির্মানের নাম 'ব্রাক্ষ্মাস্ত্র"
পজেটিভ & নেগেটিভ দু'টু দিকই লক্ষনীয় এ ফিল্মে।
[SPOILER_FREE]
◾পজেটিভঃ-
>>VFX - স্টানিং ভিজুয়াল এফেক্ট এ ফিল্মের৷
>>ক্যামেরা ওয়ার্ক- চমৎকার ফ্রেমিং দৃশ্যগুলোর।
>>কালার প্যালেট- দারুন। (ইউলো,গ্রীন) সেকেন্ডারি।
>> ব্যাকগ্রাউন্ড স্কোর- একশন সিকোয়েন্সে ভালো।
>> নাগার্জুনা- সামান্য সময়। চমৎকার অভিনয়।
>> মওনি রয়- এন্টাগনিস্ট হিসেবে ভালো করেছেন।
>> ফিল্মের ক্লাইমেক্স- ভালো৷
>> ইন্ড ক্রেডিট- আগ্রহের সৃষ্টি করে।
>>অমিতাভ বচ্চন- এভারেজ। নাথিং নিউ৷
◾নেগেটিভঃ-
>> ফিল্ম সেটিং- গল্পের ওয়ার্ল্ড বিল্ডিংয়ে নজর খুব কম দেয়া হয়েছে। দূর্বল রাইটিং ঘটনাক্রমের গভীরতা ফিল করাতে ব্যর্থ।
>> শক ভেল্যু দেয়া বা টেনশন বিল্ডাপ করেনা গল্প।
>> আর হ্যা কন্সেপ্ট ভালো হলেও গল্প দূর্বল হয়েছে।
>> স্ক্রীনপ্লে-
প্রথমার্ধে- শুরুর পর প্রেমের গল্পটিতে এতোটা ফোকাস দরকার ছিলোনা। মূল গল্পে ফোকাস করা উচিত ছিলো শুরু থেকে। এ দিক'টা না থাকলে ভালো হত মনে করি।
দ্বিতীয়ার্ধে- গল্প এতোটা লম্বা টানার মানে হয়না।
>>ফিল্ম এডিটিংয়ে বিশেষ দূর্বলতা আছে।
>> আর গান...? কেন ভাই! এতো গান কেন! ভালোও লাগেনা গানগুলো। হুদাই গান.. আর কি লিরিক্স 👎
>>রনবির কাপুর- হ্যাভিওয়েট ক্যারাক্টারে তাকে মানায় না। চরিত্রের ডিমান্ড অনুযায়ী তার বডি ল্যাংগুয়েজ লেইম। তার সংলাপ বলায়ও চরিত্রের গভীরতার প্রভাব ফেলে না। লাউড এক্টিং তাকে দিয়ে হবেনা।
>> আলিয়া ভাট- শুরুতে অভিনয় খারাপ না। কিন্তু শেষে এসে বিরক্তিকর হয়ে উঠে (খালি চিল্লায়)।
রনবির আর আলিয়ার ক্যামিস্ট্রি জমেনি। কিছু নিম্নমানে দৃশ্য তাদের ক্যারাক্টারের ওজন নষ্ট করেছে।
>> SRK ক্যামিউ- এতো সুন্দর এক ক্যামিউ কিন্তু কি সব ফালতু সংলাপ দিয়েছে তার চরিত্রকে। 👎
>> সংলাপ- সবচেয়ে বাজে দিক। নিম্নমানের সংলাপ।
>> ডিরেকশন- এতো রিসার্চ আর এই আউটপুট...!
মোটকথাঃ- ফিল্মটি আপনি ভালো মানের VFX এর সাথে কিছু ভালো একশন সিকোয়েন্সের জন্য দেখতে পারেন। কিছু দৃশ্য সত্যিই স্টানিং ছিলো। কিছুটা দূর্বল গল্প আর তার দূর্বল ডিরেকশন ফিল্মটিকে নষ্ট করেছে।
Still, My Rating:- 3/5. (There is something) ❤️
সময় দেয়ার জন্য- [ধন্যবাদ] 
 
সময় একদম'ই বাজে কাটবে না।
কিছু অহেতুক সীন সয্য করতে হবে মাত্র।
আসল কথা হলঃ-
বিশেষ কিছু হতে পারতো, যা হয়ে উঠেনি।
 

রিভিউটি লিখেছেনঃ সাইফ

 

মুভি ট্রেইলারঃ 


 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.