Header Ads

Khuda Haafiz: Chapter 2 – Agni Pariksha | খোদা হাফেজ | Bangla Review | Vidyut Jammwal | Shivaleeka Oberoi

 

Movie Name: Khuda Haafiz Chapter 2
IMDb: 8/10
Personal Rating: 3/5
No Spoilers
যারা এই মুভির পার্ট ১ দেখেছেন তারা কাহিনির পটভূমি ধরতে পারবেন প্রথম থেকেই। আর যারা দেখেন নি তারা পারলে পার্ট ১ দেখে নিন, না দেখলেও খুব যে একটা ক্ষতি হবে তা নয়। সিনের সাথে সাথে বুঝে যাবেন আর কি একটু পরেই।
বিদেশের সেই ভয়াবহতার দিনকে ভুলে গিয়ে ভিদ্যুত জামাল আপ্রাণ চেষ্টা চালাচ্ছে স্ত্রীকে নিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে। তবে তার স্ত্রীর মাঝে আর সেই পরিমাণ সাহস বা শক্তি কোনটাই নেই যা তাকে আবার স্বাভাবিক জীবনে অভ্যস্ত করে তুলবে। এর মাঝেই হটাত একদিন নায়ক তার এক বন্ধুর ভাইয়ের অনাথ মেয়েকে বাসায় নিয়ে আসে যার জন্যে তাদের জীবনে আবারও শান্তি-সুখ চলে আসে। কিন্তু সুখ যে বেশিকাল স্থায়ী হবার নয়। একদিন স্কুল ছুটির পরে তাদের মেয়েকে কিডন্যাপ করা হয়। এরপরে শুরু সিনেমার আসল কাহিনি। আদৌ কি ভিদ্যুত জামাল পারবে তার মেয়েকে ফিরিয়ে আনতে নাকি আবারও তারা সেই কষ্টের মাঝে হারিয়ে যাবে এসবকিছুর উত্তর পাবেন সিনেমাতে।
🔺 Positive Side: ভিদ্যুত জামালের অভিনয় বেশ উন্নতি হয়েছে। পাশাপাশি গল্পে খুব বেশি জটিলতা নেই। একশন সিনে আহামরি জন আব্রাহাম টাইপের লজিকলেস একশন নেই বললেই চলে। ভিলেন চরিত্রটা আসলেই আপনার মনে ঘিন্নার সাথে ভয় জাগাবে। আর আজাইরা জোরজবরদস্তি করে রোমান্স এড করে নাই যেখানেসেখানে।
🔻 Negative Side: সেই একই ধরনের ফিনিশিং এবং প্রেডিক্টেবল। শেষের দিকে কেমন জানি একটু খাপ ছাড়া লেগেছে, যেন শেষ করা লাগবে সিনেমা তাই শেষ করে দেই এমন একটা ভাব।
আহামরি প্রত্যাশা নিয়ে না বসে ভাত খেতে খেতে বা দুপুরের সিনেমা হিসেবে দেখে ফেলতে পারেন একটু দেশি টাইপের একশন ফিল পেতে। Hollywood এর Taken মুভির মত লাগতেছে এই সিনেমার দুটো সিকুয়েলই।
( গ্রুপে আমার প্রথম রিভিউ। ভালোমতো সাড়া পেলে কিংবা পড়ে যদি উপকৃত হন তাহলে সামনে আরও রিভিউ দিব ইনশাআল্লাহ )

রিভিউটি লিখেছেনঃ Fahad Arefin Sakib

 

মুভি ট্রেইলারঃ 


 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.