Header Ads

Green Book | গ্রীন বুক | Full Movie Review Bangla | বাংলা রিভিউ | Viggo Mortensen | Mahershala Ali | Linda Cardellini

 

Green Book
2018 ‧ Drama/Comedy-drama
Languages-English,Italian,Russian,German.
গায়ের রং ,ধৰ্ম ,জাত এগুলো দিয়ে কি খান বন্ধুত্ত্ব হয় ?না কখনোই না বন্ধুত্ত্ব হলো এমন এক সম্পর্ক যা মনের মিল ছাড়া কখনোই সম্ভব না। কিছু সময় মনে হতেই পারে এরকম বন্ধুত্ত চাই না অথবা এরকম বন্ধুত্ব হতে পারে না কিন্তু একসময় সেখান থেকে এক বন্ধুত্বের সূচনা হয়। ১৯৩৬ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত অব্যাহত থাকা এ গাইডবুকটিতে আফ্রিকান-আমেরিকান ভ্রমণকারীদের সড়কপথে যাতায়াতের সময় মোটেল ও রেস্টুরেন্ট বেছে নিতে সুবিধা প্রদান করে থাকত।কৃষ্ণাঙ্গরা সব মোটেলে থাকতে পারতো না। কৃষ্ণাঙ্গদের আপ্যায়নের ব্যবস্থা আছে এমন কিছু নির্দিষ্ট জায়গার নাম ও ঠিকানাই 'দ্য নিগ্রো মোটোরিস্ট গ্রিন বুক' নামের গাইডবুকে উল্লেখ করা থাকত।২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত Peter Farrelly এর পরিচালনায় Green Book এরকম এক গ্রিন বুক ও বন্ধুত্বের কাহিনী।
সময় টা ১৯৬২ ,Tony "Tony Lip" Vallelonga (Viggo Mortensen) একজন নাইট ক্লাবের বাউন্সার। ক্লাবে কেউ গন্ডগোল করলে তাকে মেরে বাড়ির রাস্তা দেখানোই কাজ টনির। টনির সংসার বেশ বড়ো ,স্ত্রী,সন্তান ,বাবা ,মা ভাই বোন সব্বাইকে নিয়ে থাকে টনি। এরইমধ্যে পুনঃসংস্কারের জন্য নাইট ক্লাবটি বন্ধ হয়ে যাওয়াতে টনি কার্যত বেকার হয়ে যান এবং নতুন চাকরির খুঁজতে থাকেন। খুব তাড়াতাড়ি একটা কাজের সন্ধান পান টনি। আমেরিকান ক্লাসিক ও জ্যাজ পিয়ানিস্ট কৃষ্ণাঙ্গ Dr. Don Shirley (Mahershala Ali) পেশাগত কারণে লম্বা সফরে বেরোবেন। প্রায় দুমাস ব্যাপী তাকে ভিন্ন কন্সার্টে পিয়ানো বাজাতে হবে। তারজন্য এক দায়িত্ববান ও বিশ্বাসভাজন ড্রাইভারের তার প্রয়োজন। টনি ইন্টারভিউ এর জন্য ডনের কাছে আসে। কিন্তু টনি জানতে পারে শুধু ড্রাইভার নয় সঙ্গে এক বাটলার এর কাজ করতে হবে তাকে সঙ্গে বড়দিনের সময় বাইরে থাকতে হতে পারে। টনি কৃষ্ণাঙ্গদের পছন্দ করতেন না তারপর এই কাজ শুনে টনি বেশি টাকা দাবি করে বসেন ডনের কাছে।ডন না করে দেয়। কিন্তু উপায় না থাকায় টনির স্ত্রী এর পরামর্শে ডনের কাজ গ্রহণ করে। শুরু হলো সফর। তাদের যেতে হবে দেশটির দক্ষিণাঞ্চলে। সেখানে কৃষ্ণাঙ্গদের যেতে হলে মানতে হয় ‘নিগ্রো মোটোরিস্ট গ্রিন বুক’-এর নির্দেশনা।দুজনের মানসিকতা একেবারে আলাদা। টনি শেতাঙ্গ হলেও তারহাবভাব পুরোটাই আলাদা এদিকে ডন একটু বেশি ভদ্র। দুজনের একেবারে মনের মিল নেই। দুজনের স্বভাব দুজনের একেবারে পছন্দ না। তবু একটা একটা সময়ের পর দুজন দুজন কে বুঝতে শুরু করে। ডন একজন কৃষ্ণাঙ্গ তও একজন গুণী মানুষ হওয়া সত্ত্বেও পদে পদে তাকে অপমানিত হতে হয়। টনি কৃষ্ণাঙ্গদের পছন্দ করতেন না কিন্তু একটা সময়ের পর গুনের কাছে বর্ণভেদ হারতে শুরু করে। দুমাসের লম্বা সফরে কি বর্ণভেদ ভুলে দুজন দুজনের বন্ধুত্ত হয়ে উঠতে পারবে ?
সত্য ঘটনা অবলম্বনে তৈরী Green Book. চিত্রনাট্য মূলত বাস্তবের ডন শার্লি ও টনি লিপের সাক্ষাৎকার ও সে সময়ে টনির নিজের স্ত্রীর কাছে পাঠানো কিছু চিঠির ভিত্তিতে সাজানো হয়েছে।শুরু দিকে একদম সাধারণ একটা সিনেমা মনে হলেও কাহিনী এগোনোর সঙ্গে সঙ্গে একটা অসামান্য সিনেমা মনে হবে। দুটো আলাদা পরিবেশ থেকে আশা দুটো আলাদা মানুষ দুজন দুজনকে পছন্দ করে না কিন্তু সফরের সঙ্গে দুজনে দুজনের অপূর্ণতা কে পূর্ণ করে। নিজেরদের দুর্বলতা কে জয় করতে সাহায্য করে। সিনেমাতে বেশ মজার দৃশ্য আছে বিশেষ করে Viggo Mortensen এর অভিনয় দেখে বেশ মজা লাগে। ডন কে উক্তত্য করার জন্যই টনি তার অপছন্দের কাজগুলো যখন করে সেগুলো দেখে মজা লাগে।সিনেমার শেষ বার্তাটি বড়ো সুন্দর সব মানুষ সমান বর্ণ কখনো মানুষের মধ্যে বিভেদ আনতে পারে না। অস্কারে জিতে নিয়েছে তিনটি পুরস্কার শ্রেষ্ঠ সিনেমা ,শ্রেষ্ঠ চিত্রনাট্য ও সহ অভিনেতা হিসাবে Mahershala Ali.Green Book এক অসাধারণ বন্ধুত্বের কাহিনী।


রিভিউটি লিখেছেনঃ Mayuri Mitra Ghosh

 

মুভি ট্রেইলারঃ 


 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.