Header Ads

Sachin - A Billion Dreams | সচিন - এ বিলিয়ন ড্রিমস বাংলা মুভি রিভিউ | Movie Review Bangla | Sachin Tendulkar | Mikhail Gandhi

 

কোহলির সামনে সুযোগ ছিলো। কিন্তু তার ফর্মহীনতা সে সুযোগ কমিয়ে দিচ্ছে আর এটাই প্রমাণ করতেছে শচীনের মতো ধারাবাহিক হওয়াটা কতো দুরূহ ব্যাপার।
Sachin: A billion's dream is definite watch for even non-cricket fans which will prove you what a great sportsman Sachin was.
Sachin: A billion's dreams (2017)
Imdb: 8.6/10
Rotten tomatoes: 71% fresh tomatoes!
Languages-Hindi,Marathi,English.
ক্রিকেটের কিং এর জার্নি। সেই ছোটখাটো গড়নের ছোট্ট ছেলেটার ক্রিকেট রাজত্বের গল্প। ক্রিকেট, শচীনকে দেখতে চাইলে রিকমেন্ড করলাম।
No spoiler...
২২ গজের মাঠে তাকে রাজা বলা হয়। টেস্টে প্রায় ১৬ হাজার রান, ওয়ানডেতে প্রায় সাড়ে ১৮ হাজার!
একসময় প্রায় রেগুলার লেগ স্পিন বল করতেন। উইকেটও আছে উল্লেখ করার মতো। নিখুঁত তার ব্যাটিং,কোনো খুঁত পেতাম না।
অসম্ভব ঠান্ডা মেজাজে খেলতেন। তবে চাইলেই ছুঁড়ে ফেলতে পারতেন বলকে মাঠের বাইরে। হোক দরকার ছয়,হোক চার! এক ভারতীয় ক্রিকেটারের দাবি ছিলো হাতের কবজি লোহার মতো শক্ত টেন্ডুলকারের! তবে এসব গৌণ ব্যাপার, টেকনিক্যালি আমি টেন্ডুলকারের মতো নিখুঁত কাউকে তেমন খুঁজে পাইনি। হ্যাঁ, হালের ভিরাট অবশ্য চলতেছে তারই দেখানো পথে।
অসংখ্য রেকর্ড গড়েছেন শচীন। কয়টা আর উল্লেখ করবো। সর্বোচ্চ রানের চূড়ায় বসেছেন। ক্রিকেটে ভারতকে তুলে দিয়েছেন অন্য স্থানে। শেষে এসে জয় করে নিলেন বিশ্বকাপটাও। একজন ব্যাটসম্যানের জন্য সেঞ্চুরি হচ্ছে স্বপ্ন। আর সেই সেঞ্চুরিকে তিনি রূপান্তরিত করেছেন সেঞ্চুরিতে মানে স্বপ্নের আরেক স্বপ্নের লেয়ারে। (ইনসেপশন মুড অন) 🤣
শততম সেঞ্চুরির মালিক শচীনকে বারেবারে স্লেজিং এর স্বীকার হতে হতো। তবে শচীন স্লেজিং করেছে এমনটা আমার চোখে পড়েনি। জবাবটা ব্যাটেই দিতেন তিনি। ক্রিকেট মাঠে দেখা অন্যতম ভদ্রলোক। রিভিউ নেওয়ার সিস্টেম তৈরি হয়নি, তখন প্রযুক্তিতে ঢের পিছিয়ে। তবে শচীন যদি মনে করতেন তিনি আউট তবে আম্পায়ারকে আঙ্গুল তুলতে হতোনা। হাঁটা ধরতেন ড্রেসিংরুমে! এসব কারনেই সম্ভবত এতো বড় ক্যারিয়ারেও এ সৎ মানুষের হেটার তৈরি হয়নি।
অঞ্জলির অসম বয়সের প্রেমিক, ক্রিকেট মাঠের জেন্টেলম্যানের জার্নি দেখার জন্য রিকমেন্ড করলাম। আবার বলেও রাখি ধোনির বায়োপিকের মতো মাল-মশলা সহ কাহিনী পাবেন না। ডকুমেন্টারি যেমনটা হয় ওরকই। 🖤
যেদিন শচীন বিদায় নিবেন সেদিন চোখের কোনে বিন্দু বিন্দু জল ছলছল করেছিলো। ভাবতেই পারছিলাম না আর ফিরবেন না মাঠে৷ তার শেষ স্পিচে তিনি নিজেও আবেগি হয়ে গিয়েছিলেন, আমাদের ও আবেগি করে গেছেন৷ তার জন্য ২২ গজের পিচটাই যেনো ছিলো তার মূল ঘর। সে ঘর থেকে বিদায় নিবেন এ ভাবতেও কষ্ট হওয়াটা স্বাভাবিক।
তবে শচীনের কাছ থেকে ক্রিকেট বিশ্বের পাওনা বলে কিছু ছিলোনা। যা ছিলো সবটাই দেনা। এরমধ্যে একটা বিশ্বকাপই পাওনা ছিলো শচীন। ক্যারিয়ারের শেষ লগ্নে এসে তিনি তার পাওনা বুঝে নেন আর ক্রিকেট তার দেনা শোধ করে। শচীনের জন্যে স্যার ডন ব্র্যাডম্যানের উক্তি-
"I see myself when I see Sachin batting."
এন্ডি ফ্লাওয়ার তো মন্তব্যই করে বসেন যে,
"There are 2 kinds of batsman in the world. One, Sachin Tendulkar. Two, all others."
সেই নিপাট ভদ্রলোক, ক্রিকেটের কিংবদন্তির জীবনী যে বিলিয়নের স্বপ্ন হবে সেটাই তো স্বাভাবিক!


রিভিউটি লিখেছেনঃ ডেমন টারগারিয়েন

 

মুভি ট্রেইলারঃ


 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.