Header Ads

Ever Night Full Series Bangla Review | এভার নাইট সিরিজ বাংলা রিভিউ | Ziyi Meng | Arthur Chen | Yao Tong

 

*নো স্পয়লার*
♦️𝗦𝗲𝗿𝗶𝗲𝘀 : Ever Night
♦️𝗖𝗼𝘂𝗻𝘁𝗿𝘆 : China🇨🇳
♦️𝗚𝗲𝗻𝗿𝗲𝘀 : Xuanhuan (Mystery, Action, fantasy)
Xuanhuan বলতে “Mysterious Fantasy” বোঝায়। এটি কাল্পনিক গল্পের একটি ভিন্ন ধারা যা চীনা লোককাহিনী/পৌরাণিক কাহিনীকে ভীনদেশী বিভিন্ন উপাদানের সাথে সমন্বয় করে তৈরী করা হয়। মূলত গল্পে cultivation, ওয়েস্টার্ন ফ্যান্টাসি, সাই-ফাই বা ম্যাজিক থাকে।
(cultivation- এমন একটি কনসেপ্ট যার দ্বারা মানুষ আয়ু বাড়াতে পারে, মেডিটেশন -মার্শাল আর্ট প্রশিক্ষণের মাধ্যমে সুপারন্যাচারাল শক্তি অর্জন করতে পারে।)
♦️𝗦𝗲𝗮𝘀𝗼𝗻 : 1 (total S-2)
♦️𝗘𝗽𝗶𝘀𝗼𝗱𝗲𝘀 : 60 (s1)
♦️𝗗𝘂𝗿𝗮𝘁𝗶𝗼𝗻 : 40 minutes
♦️𝗠𝗗𝗟 𝗥𝗮𝘁𝗶𝗻𝗴 : 8.4
♦️𝗜𝗠𝗗𝗯 𝗥𝗮𝘁𝗶𝗻𝗴 : 8.1
♦️𝗔𝘃𝗮𝗶𝗹𝗮𝗯𝗹𝗲 𝗼𝗻 : YouTube (with sub)
♦️𝗗𝗶𝗿𝗲𝗰𝘁𝗼𝗿 : Yang Yang (female)
♦𝗦𝗰𝗿𝗲𝗲𝗻𝘄𝗿𝗶𝘁𝗲𝗿 : Xu Run (female)
♦️𝗥𝗲𝗹𝗲𝗮𝘀𝗲 𝗗𝗮𝘁𝗲 : Oct-Dec, 2018
♦𝗢𝗿𝗶𝗴𝗶𝗻𝗮𝗹 𝗡𝗲𝘁𝘄𝗼𝗿𝗸: Tencent Video
♦️𝗖𝗮𝘀𝘁 : Chen Fei Yu as Ning Que
Ireine Song as Sang Sang
গল্পটি Ever Night এবং Ning Que নামের এক যুবক, তার maid Sang Sang এর অ্যাডভেঞ্চার নিয়ে। ১০০০ বছরে ১ বার আসে ever night। এটি এমন এক দীর্ঘতম রাত যেখানে পৃথিবীর খুব কম সংখ্যক মানুষ বাঁচতে পারে।সামনেই আসছে ever night মরিয়া হয়ে ক্ষমতাধর ব্যক্তিরা এর থেকে বাঁচার উপায় খুঁজছে। এদিকে Ning Que অনেক দক্ষ একজন ফাইটা*র, কিন্তু সে সুপারন্যাচারাল শক্তি অর্জন করতে চায়। সেজন্য বেস্ট একাডেমির ছাত্র হওয়ার ইচ্ছে তার।...
আমার দেখা সব Wuxia, Xianxia, xuanhuan এর মধ্যে এই সিরিজটা সবচেয়ে বেশি উপভোগ করেছি আমি। সিরিজটা ২ বছর ধরে লিস্টে থাকার পরও দেখা হচ্ছিলো না। এই সিরিজের ডিরেক্টরের অন্য একটি কাজ দেখে খুব ভালো লাগার কারণে সিরিজটা শুরু করে ফেলি। এই সিরিজ দেখে ফ্যান হয়ে গেলাম ডিরেক্টরের। ড্রামাটা দেখার সময় আসক্ত হয়ে গেছিলাম এর উপর।সিরিজের শুরুতেই অনেক ইন্টারেস্টিং লাগা শুরু করে। কিন্তু ধীরে ধীরে এতো ইন্টারেস্টিং লাগবে ভাবতেও পারি নি। ধীরে ধীরে ১৫ দিনে দেখেছি।
কাস্ট, স্ক্রিপ্ট, সুন্দর সিনেমাটোগ্রাফি, ভালো সিজিআই কোনকিছুরই কমতি ছিল না সিরিজে। প্রতিটা এপিসোড উপভোগ করেছি। এতো মনোমুগ্ধকর লোকেশন চোখ জুড়িয়ে গেছিলো। একশন গুলো অনেক ভালো ছিল। অনেকগুলো চরিত্র, প্রতিটা চরিত্র খুব ভালো লেগেছে। সবার অভিনয় খুব ভালো ছিল। প্রথম সিজনটা অনেক অনেক উপভোগ করেছি। এখনই সিজন ২ শুরু করার ইচ্ছে নেই, সিজন ২ এ chen fei yu এর বদলে Dylan Wang আছে। chen fei yu কে চরিত্রটায় এতো বেশি ভালো লেগেছে যে তাই এখনই নতুন কাউকে দেখে মেনে নিতে পারবো না।তাই পরেই দেখবে ঠিক করেছি।
ning que চরিত্রটা অনেক দিন মনে গেঁথে থাকবে৷ সিজন ১ অনেক বেশি ভালো, আমার দেখা বেস্ট Xuanhuan সিরিজ। সবাইকে সাজেস্ট করলাম, আশা করি ভালো লাগবে।♥️


রিভিউটি লিখেছেনঃ Nusrat Jahan Nisha

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.