Header Ads

A Dream Of Splendor | Meng hua lu | Full web series Review Bangla | Liu Yifei | Xiao Chen | Yun Lin

 

*নো স্পয়লার*
♦️𝗗𝗿𝗮𝗺𝗮 : A Dream Of Splendor✨
♦️𝗖𝗼𝘂𝗻𝘁𝗿𝘆 : China 🇨🇳
অনান্য হিস্টোরিকাল ড্রামা থেকে অনেকটাই ভিন্ন এই ড্রামা। এই ড্রামা একশন, রাজনীতি, ভালোবাসা, হাসি-কান্না, প্রতা*রণা, প্রতি*শোধ, আত্মসম্মান বোধ, কালচার সবকিছুর কম্বিনেশনে তৈরি। তবে ড্রামাটা আপনাকে প্রশান্তি এনে দেবে। রিফ্রেশ ফিল করবেন। এ ড্রামাতে অন্য হিস্টোরিকাল ড্রামার মতো নেই অনেক বেশি একশন বা রাজনীতি ।
♦️𝗚𝗲𝗻𝗿𝗲𝘀 : Historical, Romance
♦️𝗘𝗽𝗶𝘀𝗼𝗱𝗲𝘀 : 40
♦️𝗗𝘂𝗿𝗮𝘁𝗶𝗼𝗻 : 40 minutes
♦️𝗠𝗗𝗟 𝗥𝗮𝘁𝗶𝗻𝗴 : 8.5
♦️𝗗𝗶𝗿𝗲𝗰𝘁𝗼𝗿 : Yang Yang (female)
♦𝗦𝗰𝗿𝗲𝗲𝗻𝘄𝗿𝗶𝘁𝗲𝗿 : Zhang Wei (female)
♦️𝗥𝗲𝗹𝗲𝗮𝘀𝗲 𝗗𝗮𝘁𝗲 : Jun 2- Jul 3, 2022
♦𝗢𝗿𝗶𝗴𝗶𝗻𝗮𝗹 𝗡𝗲𝘁𝘄𝗼𝗿𝗸: Tencent Video
♦️𝗖𝗮𝘀𝘁 :
𝗟𝗶𝘂 𝗬𝗶𝗳𝗲𝗶 as 𝗭𝗵𝗮𝗼 𝗣𝗮𝗻 𝗘𝗿
𝗖𝗵𝗲𝗻 𝗫𝗶𝗮𝗼 as 𝗚𝘂 𝗤𝗶𝗮𝗻 𝗙𝗮𝗻
𝗔𝗱𝗮 𝗹𝗶𝘂 as 𝗦𝘂𝗻 𝗦𝗮𝗻 𝗡𝗶𝗮𝗻𝗴
𝗝𝗲𝗹𝗹𝘆 𝗟𝗶𝗻 as 𝗦𝗼𝗻𝗴 𝗬𝗶𝗻 𝗭𝗵𝗮𝗻𝗴
♦️𝗔𝘃𝗮𝗶𝗹𝗮𝗯𝗹𝗲 𝗼𝗻 : YouTube (with sub)
♦️𝗽𝗹𝗼𝘁 : ছোট বেলা থেকেই Zhao Pan Er এর জীবন সুখকর ছিল না। Qiantang এ ছোট খাটো ব্যবসা করে সে চলে। একসময় Zhao Pan Er এবং তার দুই বান্ধবী ভিন্ন ভিন্ন ভাবে প্রতারণার স্বীকার হয়। Low Status এর হওয়াতে জীবনে চলার পথে তারা বহু বাধার সম্মুখীন হয়। কিন্তু এতেও তারা দমে যায়নি, নিজের পায়ে দাঁড়াতে তারা ৩জন একসাথে চেষ্টা চালিয়ে যায়...
ড্রামাটা নারী কেন্দ্রীয় ড্রামা হলেও এখানে মেইল ক্যারেক্টারগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। ড্রামার যখন প্রথম ট্রেইলারটি দেয় তখন নায়কের তেমন সিন দেখানোই হয়নি৷ ভেবেছিলাম নায়ককে ড্রামাতে তেমন গুরুত্ব দেওয়া হবে না। কিন্তু ড্রামার শুরুতেই সেই ভুল ভেঙে যায় এবং মনে হলো নায়ককে নিয়ে তেমন কিছু ট্রেইলারে না দেখিয়ে ড্রামাটাকে আরো ইন্টারেস্টিং করেছে।
♦️𝗠𝗮𝗶𝗻 𝗖𝗵𝗮𝗿𝗮𝗰𝘁𝗲𝗿𝘀 :
🔸𝖹𝗁𝖺𝗈 𝖯𝖺𝗇 𝖤𝗋 : একটি teahouse এর মালিক, বুদ্ধিমতী এবং সাহসী একজন মেয়ে। Low status হওয়া তাকে দমিয়ে রাখতে পারে নি। এই ক্যারেক্টারটা আমার খুবই পছন্দের। তার নিজের সিদ্ধান্তের প্রতি আস্থা এবং আত্মসম্মানবোধ আমার অনেক ভালো লেগেছে। নরম মনের মানুষ হয়েও সে বড় বিপদগুলোতে নিজেকে সামলে নিয়েছে, বুদ্ধি খাটিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করেছে।
"𝗢𝗻𝗰𝗲 𝗶 𝗺𝗮𝗸𝗲 𝗮 𝗱𝗲𝗰𝗶𝘀𝗶𝗼𝗻, 𝗵𝗼𝘄𝗲𝘃𝗲𝗿 𝗶𝘁 𝗲𝗻𝗱𝘀 𝘂𝗽, 𝗶 𝘄𝗶𝗹𝗹 𝗻𝗼𝘁 𝗿𝗲𝗴𝗿𝗲𝘁 𝗶𝘁."~Zhao Pan Er
𝗪𝗵𝗲𝗻 𝘆𝗼𝘂 𝗹𝗶𝗸𝗲 𝘀𝗼𝗺𝗲𝗼𝗻𝗲, 𝘆𝗼𝘂 𝘄𝗼𝗻'𝘁 𝘁𝗵𝗶𝗻𝗸 𝘁𝗼𝗼 𝗺𝘂𝗰𝗵 𝗮𝗯𝗼𝘂𝘁 𝘄𝗵𝗮𝘁 𝘆𝗼𝘂 𝗰𝗮𝗻 𝗴𝗲𝘁, 𝗯𝘂𝘁 𝘄𝗵𝗮𝘁 𝘆𝗼𝘂 𝗰𝗮𝗻 𝗱𝗼 𝗳𝗼𝗿 𝗵𝗶𝗺.~Zhao Pan Er
🔸𝖦𝗎 𝖰𝗂𝖺𝗇 𝖥𝖺𝗇: ক্যারেক্টার টা আমার অনেক ইন্টারেস্টিং লেগেছে। সে Capital security office এর একজন কর্মকর্তা। পেশা, পোশাক, ব্যবহার, চালচলন তার ক্যারেক্ট্যারকে অনেক ইন্টারেস্টিং বানিয়েছে। তার চোখ যেন কথা বলে। বসার স্টাইলটা দারুণ লেগেছিল আমার কাছে। Chen xiao এই ক্যারেক্টারের জন্য একদম পারফেক্ট।
"𝗜𝗻 𝘁𝗵𝗶𝘀 𝘄𝗼𝗿𝗹𝗱, 𝗵𝘂𝗺𝗮𝗻𝗶𝘁𝘆 𝗶𝘀 𝘁𝗵𝗲 𝗺𝗼𝘀𝘁 𝗳𝗿𝗮𝗴𝗶𝗹𝗲." ~Gu Qian Fan
🔸𝖲𝖺𝗇 𝖲𝖺𝗇 𝖭𝗂𝖺𝗇𝗀 & 𝖲𝗈𝗇𝗀 𝖸𝗂𝗇 𝖹𝗁𝖺𝗇𝗀: এ দুজন নায়িকার বান্ধবী। তিনজনপর মধ্যে san niang সবার বড়, মাঝে মাঝে অল্পতে রেগে যাওয়া মানুষ সে, মাঝে মাঝে সে mature একজন মানুষ । Yin zhang তিনজনের মধ্যে সবচেয়ে ছোট, বেশি বুঝা পাবলিক, নিজে যেটা ভালো বুঝে সেটাই তার কাল হয়ে দাড়ায়। এই ক্যারেক্টারটা দেখে বেশিরভাগ সময়ই মেজাজ খারাপ হয়েছিল আমার।
🔸𝖢𝗁𝗂 𝗉𝖺𝗇: ফানি ক্যারেক্টারগুলোর মধ্যে এ ছিল অন্যতম। বড় হলেও তার স্বভাব চরিত্র বাচ্চাদের মতো। হাসির খোরাক হয়েছিল সে ড্রামাতে৷
সব ক্যারেক্টার গুলোর মধ্যে আমার 𝖹𝗁𝖺𝗈 𝖯𝖺𝗇 𝖤𝗋, 𝖦𝗎 𝖰𝗂𝖺𝗇 𝖥𝖺𝗇, 𝖢𝗁𝗂 𝗉𝖺𝗇 প্রিয়।
♦️𝗣𝗲𝗿𝘀𝗼𝗻𝗮𝗹 𝗼𝗽𝗶𝗻𝗶𝗼𝗻 :
🔹𝖠𝖼𝗍𝗂𝗇𝗀 : 𝖹𝗁𝖺𝗈 𝖯𝖺𝗇 𝖤𝗋, 𝖦𝗎 𝖰𝗂𝖺𝗇 𝖥𝖺𝗇, 𝖢𝗁𝗂 𝗉𝖺𝗇 এই তিনটি চরিত্রের অভিনেতা অভিনেত্রীর অভিনয় আমার সবথেকে পছন্দ হয়েছে। Chen Xiao এর অভিনয় নিয়ে আলাদা করে বলতেই হয়।তার অভিনয় এই প্রথম দেখা, অভিনয় খুব ন্যাচারাল ছিল। আমার কাছে তার অভিনয় খুব ভালো লেগেছে। তার expression গুলো খুব সুন্দর ছিল, চোখগুলো যেন তার কথা বলে। এছাড়া liu yifei আমার পছন্দের অভিনেত্রী, অভিনয় জীবনে ১৬ বছর পর তার ড্রামা বের হলো। তার যত কাজ দেখেছি এর মধ্যে এই ড্রামাতে তার অভিনয় আমার সবথেকে বেশি ভালো লেগেছে। এছাড়া সবার অভিনয় ড্রামাতে ভালোই ছিল, old character গুলোর অভিনেতারা যথেষ্ট ভালো অভিনয় করেছে।
🔹𝖢𝗁𝗒𝗆𝗂𝗌𝗍𝗋𝗒: Chen Xiao আর liu yifei কে অনেক বেশি মানিয়েছে। চায়নিজ ড্রামাতে আমার দেখা One Of The Best Chemistry এই জুটির। অবশ্যই বলবো এবছরের আমার দেখা সব কন্টেন্ট এর মধ্যে এটা Best Chemistry ছিল। দুজনে একে অপরের দিকে তাকানো, তাদের সুইট মুমেন্ট গুলো অনেক বেশি পছন্দের। আমার পছন্দের কিছু ডায়লগ :
🤦🏻‍♀ : "𝗜𝗳 𝘆𝗼𝘂 𝘀𝗮𝘆 𝗶𝘁 𝗮𝗴𝗮𝗶𝗻 , 𝗜 𝘄𝗼𝗻'𝘁 𝗽𝗮𝘆 𝘆𝗼𝘂𝗿 𝗺𝗼𝗻𝗲𝘆 𝗯𝗮𝗰𝗸."
🙆🏻‍♂ : "𝗜𝘁 𝗱𝗼𝗲𝘀𝗻'𝘁 𝗺𝗮𝘁𝘁𝗲𝗿 𝗮𝘀 𝗹𝗼𝗻𝗴 𝗮𝘀 𝘆𝗼𝘂 𝗽𝗹𝗲𝗱𝗴𝗲 𝘁𝗼 𝗺𝗮𝗿𝗿𝘆 𝗺𝗲."
~Zhao Pan Er & Gu Qian Fan
🤷🏻‍♀ :"𝗬𝗼𝘂'𝘃𝗲 𝗵𝗲𝗹𝗽𝗲𝗱 𝗺𝗲 𝘁𝗼𝗼 𝗺𝗮𝗻𝘆 𝘁𝗶𝗺𝗲𝘀. 𝗜 𝗱𝗼𝗻'𝘁 𝗸𝗻𝗼𝘄 𝗵𝗼𝘄 𝘁𝗼 𝗽𝗮𝘆 𝘆𝗼𝘂 𝗯𝗮𝗰𝗸."
🤷🏻‍♂ :"𝗗𝗶𝗱 𝗶 𝗮𝘀𝗸 𝘆𝗼𝘂 𝘁𝗼 𝗽𝗮𝘆 𝗺𝗲 𝗯𝗮𝗰𝗸?"
~Zhao Pan Er & Gu Qian Fan
"𝗜 𝗳𝗲𝗹𝗹 𝗶𝗻 𝗹𝗼𝘃𝗲 𝘄𝗶𝘁𝗵 𝘆𝗼𝘂.
𝗜 𝘄𝗮𝗻𝘁 𝘁𝗼 𝗺𝗮𝗿𝗿𝘆 𝘆𝗼𝘂.
𝗜 𝘄𝗮𝗻𝘁 𝘁𝗼 𝘁𝗶𝗲 𝘁𝗵𝗲 𝗸𝗻𝗼𝘁 𝘄𝗶𝘁𝗵 𝘆𝗼𝘂.
𝗜 𝘄𝗮𝗻𝘁 𝘁𝗼 𝗴𝗿𝗼𝘄 𝗼𝗹𝗱 𝘄𝗶𝘁𝗵 𝘆𝗼𝘂."
~Gu Qian Fan to Zhao Pan Er
"𝗬𝗼𝘂 𝘀𝗮𝗶𝗱 ," 𝘄𝗵𝗲𝘁𝗵𝗲𝗿 𝘁𝗵𝗲 𝘁𝗲𝗮-𝗹𝗲𝗮𝘃𝗲𝘀 𝗮𝗿𝗲 𝗽𝗶𝗰𝗸𝗲𝗱 𝗶𝗻 𝘁𝗵𝗲 𝗺𝗼𝘂𝗻𝘁𝗮𝗶𝗻 𝗼𝗳 𝗤𝗶𝗮𝗻𝘁𝗮𝗻𝗴, 𝗼𝗿 𝗶𝗻 𝘁𝗵𝗲 𝗶𝗺𝗽𝗲𝗿𝗶𝗮𝗹 𝘁𝗲𝗮 𝗴𝗮𝗿𝗱𝗲𝗻, 𝗮𝘀 𝗹𝗼𝗻𝗴 𝗮𝘀 𝘁𝗵𝗲𝘆 𝗵𝗮𝘃𝗲 𝗮 𝗹𝗼𝗻𝗴 𝗹𝗮𝘀𝘁𝗶𝗻𝗴 𝗮𝗿𝗼𝗺𝗮 𝘁𝗵𝗲𝘆 𝘄𝗶𝗹𝗹 𝗮𝘁𝘁𝗿𝗮𝗰𝘁 𝗮𝗽𝗽𝗿𝗲𝗰𝗶𝗮𝘁𝗼𝗿𝘀." 𝗜 𝘄𝗮𝗻𝘁 𝘁𝗼 𝗯𝗲 𝘆𝗼𝘂𝗿 𝗮𝗽𝗽𝗿𝗲𝗰𝗶𝗮𝘁𝗼𝗿."
~Gu Qian Fan to Zhao Pan Er
"𝗬𝗼𝘂'𝗿𝗲 𝗮𝗹𝘄𝗮𝘆𝘀 𝗮 𝗵𝗲𝗿𝗼 𝗶𝗻 𝗺𝘆 𝗵𝗲𝗮𝗿𝘁. 𝗗𝗶𝗲 𝗳𝗼𝗿 𝗮 𝗴𝗼𝗼𝗱 𝗰𝗮𝘂𝘀𝗲,𝗻𝗼𝘁 𝗹𝗶𝘃𝗲 𝗳𝗼𝗿 𝗻𝗼𝘁𝗵𝗶𝗻𝗴."~ Zhao Pan Er To Gu Qian Fan
🔹Action: চায়নিজ হিস্টরিকাল ড্রামা গুলোর একশন সবসময়ই ভালো হয়। আমি একশন লাভার, ড্রামাতে একশন থাকলে অনেক ইনজয় করি। এই ড্রামার একশন সিনগুলো আমার অনেক ভালো লেগেছে ৷ । এই ড্রামার একশন সিনগুলো সব রাতের, ডার্ক ফাই*টিং সিন আমার খুব পছন্দের, ভালো লেগেছে সিন গুলো দেখতে ৷ কস্টিউমস গুলোও খুব মানিয়েছে ডার্ক ফাই*টিং সিন গুলোতে। সিনগুলোতে হালকা wuxia এর ছোঁয়াও ছিল ।
🔹𝖫𝗈𝖼𝖺𝗍𝗂𝗈𝗇, 𝖲𝖾𝗍 𝖺𝗇𝖽 𝖢𝗈𝗌𝗍𝗎𝗆𝖾 : এ ড্রামার অন্যতম আকর্ষন ছিল এর লোকেশন-সেট গুলো। লোকেশন-সেট গুলো ছিল চোখ জুড়ানো। মনে প্রশান্তি এনে দিয়েছিল। ইচ্ছে করেছে ইশ্ আমি যদি এমন এক জায়গায় থাকতে পারতাম। কস্টিউম গুলো খুবই সুন্দর ছিল, একদম পারফেক্ট।
🔹Ost : নিয়ে নতুন কিছুর বলার নেই চায়নিজ হিস্টরিকাল ost গুলো সবসময়ই অনেক শ্রুতিমধুর হয়, এ ড্রামার Ost গুলোও খুব সুন্দর। এ ড্রামায় ৫ টা Ost আছে, এর মধ্যে আমার এন্ডিং OST টা বেশি পছন্দের।
🔹𝖢𝗎𝗅𝗍𝗎𝗋𝖾 : ড্রামাটা চায়না Song Dynasty নিয়ে নির্মিত। Song Dynasty এর রাতের কারফিউ থেকে শুরু করে চা, মরিচ, কাপড়, পিপা, এক্সাম সিস্টেম, অফিশিয়াল র্যাংকিংয়ের নয়টি ধাপ, হ্যাট ডেমন, কবিতা, পেইন্টিং ইত্যাদি কালচারাল জিনিসগুলো নিখুঁত ভাবে দেখানো হয়েছে। ডিরেক্টর Song Dynasty দৈনন্দিন জীবনযাত্রা ড্রামাতে অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। এসব নিয়ে বিস্তারিত জানতে চাইলে ইউটিউবের একটি চ্যানেল রিকমেন্ড করবো, যেখানে ড্রামায় কিভাবে song Dynasty এর কালচার তুলে ধরেছে তা বিস্তারিত জানতে পারবেন, চ্যানেল : AvenueX । ড্রামাটি অফিশিয়ালি চা, কাপড়, পিপা সহ কালচার নিয়ে কজন এক্সপার্টের explanation ভিডিও দিয়েছে সেগুলোও দেখে নিতে পারেন। এতে song Dynasty এর কালচার সমন্ধে অনেক ইন্টারেস্টিং বিষয় জানতে পারবেন+ ড্রামা আপনাকে কি দেখাতে চাচ্ছে তা সহজে বুঝতে পারবেন।
🔹𝖣𝗂𝗋𝖾𝖼𝗍𝗈𝗋 : এই ব্যক্তিটির কথা বলতেই হয় তিনি ছোট ছোট ডিটেইলস গুলো এতো খেয়াল রেখেছে, যতটা পারে নিখুঁত ভাবে করার চেষ্টা করেছে। কিছু উদাহরণ দিতেই হয় : বাহিরের সব সিনের মধ্যে আপনি দেখতে পাবেন শহরের ব্যাস্ত জনজীবন। এমনকি লেকের সিনগুলোতে দেখতে পাবেন কিছু নৌকা যারা যাত্রী আনা নেওয়ায় ব্যস্ত। অনেক সুন্দর ভাবে Song Dynasty তুলে ধরেছেন তিনি। কাস্ট, লোকেশন - সেট- কস্টিউম সবকিছু পারফেক্ট সিলেক্ট করেছেন। ডিরেক্টর হলেও সে মানুষ ড্রামায় ২/৩ টা ছোট ভুল ছিল, সেটা কোন ব্যাপার না বড় মুভি, সিরিজেও এমন টাইপ ছোট খাটো ভুল থাকে যেটা অনেক সময় চাইলেও পরিবর্তন করা সম্ভব হয়ে উঠে না। এসব ভুল অনেক দর্শকেরই চোখে পড়ে না। এই ছোট ভুল ছাড়া আমি আর ড্রামায় কোন নেগেটিভ দিক খুঁজে পাই নি।
যারা মিনি ড্রামা বা শুধু একশন- থ্রিলার পছন্দ করে তাদের কাছে হয়তো ড্রামার মাঝে একটু স্লো লাগতে পারে। কিন্তু যারা সবরকমের ড্রামা দেখতে অভ্যস্ত বা রিফ্রেশিং হিস্টোরিকাল ড্রামা দেখতে চান তারা ড্রামাটি অনেক ইনজয় করবেন। ড্রামায় সৌন্দর্য, অভিনয় কোন কিছুরই কমতি ছিল না। আমার কাছে ড্রামাটি খুব ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও লাগবে। ❤️


রিভিউটি লিখেছেনঃ Nusrat Jahan Nisha

 

সিরিজ ট্রেইলারঃ


 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.