Header Ads

One and Only Full Series Review Bangla | ওয়ান এন্ড অনলি রিভিউ বাংলা | Lu Bai | Jialun Ren

 


*নো স্পয়লার*
♦️𝗗𝗿𝗮𝗺𝗮 : One And Only
♦️𝗖𝗼𝘂𝗻𝘁𝗿𝘆 : China 🇨🇳
♦️𝗚𝗲𝗻𝗿𝗲𝘀 : Historical, Action, Romance
প্রিন্স Nan Chen এর ছেলে Zhou ShengChen (নায়ক) একজন দক্ষ জেনারেল যিনি দেশের প্রতি অনুগত। একটি সম্মানিত পরিবারের মেয়ে Chui ShiYi জন্মের পর থেকেই Crown Prince (সম্পর্কে নায়কের ভাতিজা) এর সাথে বিয়ের চুক্তিতে আবদ্ধ । যেহেতু তাদের উভয় পরিবার পরিচিত, ShiYi কে কিছু দক্ষতা শেখার জন্য Zhou ShengChen এর কাছে পাঠানো হয়। সেখানে, এই শিক্ষক -ছাত্রীর বন্ধুত্ব গড়ে উঠে । ShiYi ধীরে ধীরে Zhou ShengChen এর প্রতি দূর্বল হয়ে পড়ে। কিন্তু তাদের সম্পর্ক তাদের নিজ নিজ দায়িত্বের কারণে বাধা হয়ে দাঁড়ায়।
রাজনীতি,একশন,রোমান্স, সুন্দর ডায়লগ, তাক লাগানো সিনেমাটোগ্রাফি, সুন্দর কস্টিউমস-সেট-লোকেশন এর দারুণ কম্বিনেশনে বানানো এই ড্রামাটি।
♦️𝗗𝗶𝗿𝗲𝗰𝘁𝗼𝗿 : Guo Hu
♦️𝗘𝗽𝗶𝘀𝗼𝗱𝗲𝘀 : 24
♦️𝗗𝘂𝗿𝗮𝘁𝗶𝗼𝗻 : 40 minutes
♦️𝗠𝗗𝗟 𝗥𝗮𝘁𝗶𝗻𝗴 : 8.4
♦️𝗥𝗲𝗹𝗲𝗮𝘀𝗲 𝗗𝗮𝘁𝗲 : Aug 18, 2021 - Aug 27, 2021
♦️𝗖𝗮𝘀𝘁 :
Allen Ren as Zhou ShengChen🤴
Bai Lu as Cui ShiYi👸
♦️𝗔𝘃𝗮𝗶𝗹𝗮𝗯𝗹𝗲 𝗼𝗻 : iQIYI app/ website , (you can watch 1-4 epi on iqiyi YouTube channel )
♦️𝗦𝗲𝗾𝘂𝗲𝗹 𝗱𝗿𝗮𝗺𝗮 : Forever and ever
~~ Adapted from the novel "One Life, One Incarnation – Beautiful Bones" by Mo Bao Fei Bao
🔸Action & Camera work : চায়নিজ হিস্টরিকাল ড্রামার একশন বরাবরই অনেক ভালো লাগে। এই ড্রামার কিছু একশন গুলো অনেক অনেক জোস লেগেছে। সেগুলো আমি ১০/১২ বার দেখেছি। ক্যামেরা ওয়ার্ক সত্যিই খুব ভালো ছিল।
🔸Acting & Chemistry : এই ড্রামার প্রতিটা চরিত্রে যারা অভিনয় করেছে সবার অভিনয় অনেক অনেক ভালো হয়েছে। সবাই তাদের বেস্ট দেওয়ার চেষ্টা করছে। নায়ক - নায়িকা দুজনেরই আমি আগে কয়েকটি ড্রামা দেখেছি এই ড্রামাতে তাদের অভিনয় আমার সবথেকে ভালো লেগেছে। এককথায় তাদের অভিনয়ে আমি অনেক মুগ্ধ হয়েছি । ড্রামার শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন চরিত্র আমাকে ইমোশনাল করেছে খুব। নাকের পানি চোখের পানি এক হয়ে গিয়েছিল কয়েকবার। 🙂 নায়ক নায়িকাকে এক সিনে বন্দি না দেখেও আপনি তাদের Chemistry অনুভব করতে পারবেন।
🔸BGM & OST : এক কথায় অসাধারণ। সবচেয়ে পছন্দের Ost হলো As it is এই Ost শুনলে মাঝে মাঝেই goosebumps হয়। কতবার যে শুনেছি! ২য় পছন্দের Ost হলো As always, এটি নায়ক নিজেই গেয়েছে। অভিনেতার পাশাপাশি সে একজন গায়ক।
🔸Set and Location & Costume : ড্রামার শুরুর প্রথম মিনিটেই আপনি একটা ধারণা পেয়ে যাবেন, এই ড্রামার সেট, লোকেশন, কস্টিউমস কতটা সুন্দর। এশিয়ান আর কোন ড্রামায় এতবেশী ভালো লাগেনি আমার সবকিছু। মাঝে মাঝেই সিন গুলো কয়েকবার দেখেছি। এতো সুন্দর সুন্দর জায়গায় ড্রামার শুটিং গুলো করেছে। এতো সুন্দর সেট, সবকিছু কতটা পারফেক্ট ছিল! টি সেট থেকে শুরু করে প্রতিটা সেটের ডেকোরেশন, প্রতিটা ছোট খাটো জিনিস এতো নিখুঁত ভাবে সাজানো হয়েছে সেটা ড্রামা দেখলেই বুঝতে পারবেন । কস্টিউমস এর কথা কি বলবো এতটা ভালো লেগেছে বার বার মনে হচ্ছিলো ইস্ আমি যদি পড়তে পারতাম, খুব আফসোস হচ্ছিলো। আর কোন ড্রামাতে আমার এতটা ভালো লাগেনি কস্টিউম যতটা এই ড্রামায় লেগেছে। সবার লুক ছিল দারুণ, বিশেষ করে BaiLu এর ভিন্ন ভিন্ন লুক অনেক জোস লেগেছে।
♦️𝗙𝗮𝘃 𝗗𝗶𝗮𝗹𝗼𝗴𝘂𝗲:
𝙏𝙝𝙧𝙤𝙪𝙜𝙝𝙤𝙪𝙩 𝙢𝙮 𝙡𝙞𝙛𝙚, 𝙄'𝙫𝙚 𝙣𝙚𝙫𝙚𝙧 𝙡𝙚𝙩 𝙖𝙣𝙮𝙤𝙣𝙚 𝙙𝙤𝙬𝙣, 𝙗𝙪𝙩 𝙎𝙝𝙞𝙔𝙞.
~𝘡𝘩𝘰𝘶 𝘚𝘩𝘦𝘯𝘨𝘊𝘩𝘦𝘯 (𝘮𝘢𝘪𝘯 𝘮𝘢𝘭𝘦 𝘭𝘦𝘢𝘥)
𝙕𝙝𝙤𝙪 𝙎𝙝𝙚𝙣𝙜𝘾𝙝𝙚𝙣, 𝙞𝙛 𝙬𝙚 𝙨𝙩𝙞𝙡𝙡 𝙘𝙤𝙪𝙡𝙙 𝙢𝙚𝙚𝙩 𝙞𝙣 𝙩𝙝𝙚 𝙣𝙚𝙭𝙩 𝙡𝙞𝙛𝙚, 𝙬𝙤𝙪𝙡𝙙 𝙮𝙤𝙪 𝙡𝙞𝙠𝙚 𝙩𝙤 𝙢𝙖𝙧𝙧𝙮 𝙢𝙚 𝙛𝙞𝙧𝙨𝙩?
~𝘚𝘩𝘪𝘠𝘪 (𝘮𝘢𝘪𝘯 𝘧𝘦𝘮𝘢𝘭𝘦 𝘭𝘦𝘢𝘥)
𝙄𝙣 𝙩𝙝𝙞𝙨 𝙬𝙤𝙧𝙡𝙙, 𝙩𝙝𝙚 𝙢𝙤𝙨𝙩 𝙙𝙞𝙛𝙛𝙞𝙘𝙪𝙡𝙩 𝙩𝙝𝙞𝙣𝙜 𝙩𝙤 𝙙𝙤 𝙞𝙨 𝙩𝙤 𝙗𝙚 𝙝𝙤𝙣𝙚𝙨𝙩.
~𝘡𝘩𝘰𝘶 𝘚𝘩𝘦𝘯𝘨𝘊𝘩𝘦𝘯 (𝘮𝘢𝘪𝘯 𝘮𝘢𝘭𝘦 𝘭𝘦𝘢𝘥)
এই ড্রামা আমার দেখা সবচেয়ে সুন্দর হিস্টরিকাল ড্রামার মধ্যে অন্যতম। যারা হিস্টোরিকাল ড্রামা পছন্দ করেন তাদের জন্য মাস্ট ওয়াচ ড্রামা।
 
 
রিভিউটি লিখেছেনঃ  Nusrat Jahan Nisha
 
 
সিরিজ ট্রেইলারঃ

 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.