Header Ads

Chup Full Moview Review Bangla | চুপ মুভি রিভিউ বাংলা | Amitabh Bachchan | Pooja Bhatt | Sunny Deol | Dulquer Salmaan

 


এই মুভিতে রেটিং দিতে কিছুটা ভয় কাজ করতেছে আবার কখন কি জানি হয়ে যায় আমার😌 যারা মুভিটা দেখেছে তারা এই কথার আসল মানে টা বুঝবে।
MOVIE Chup: Revenge of the Artist
Run time 2h 15m
Release date: September 23, 2022
IMDB 8.7/10
PR 5/10
No Sopiler!!
Chup এইটা একটা সাইকো থ্রিলার সিনেমা।
সাইকো থ্রিলার সিনেমাতে সাধারণত সবার মনের ভিতর ঘুরপাক খায় এরপর কি হবে! এর পর কি হবে? এই সিনেমাতে তার ব্যতিক্রম কিছুই দেখতে পেয়েছি।
কারণ মুভিটির শুরুতেই আমি যে কাহিনী মনে মনে ধারণা করেছি মুভি শেষে ঠিক তাই তাই হয়েছে।
একটার পর একটা সিন কি আসবে কি হবে তা আমার কাছে এই মুভি প্রথম বার দেখা সত্ত্বেও আমার কাছে ব্যাক্তিগত ভাবে মনে হয়েছে আমি আগে থেকেই সবকিছু জানি।
তবে স্টোরি, স্ক্রিনপ্লে মোটামুটি বেশ ভালো ছিল।
কিছু কিছু টুইস্ট ও ভালো'ই ছিলো।
সানি দেওয়াল ভালো অভিনয় করেছে, তবে তেমন বেশী ভালো না উনি একজন ক্রাইম রাজ পুলিশ অফিসার সো,,, সে যেহেতু একজন অনেক বড় সাইকো কিলার কে ধরার মিশনে আছে তার ক্যারেক্টর টা আরও ভালো ভাবে ফুটিয়ে তোলার ধরকার ছিলো।
তার একটা আলাদা লেভেল এর অ্যাটিটিউড থাকা ধরকার ছিলো ইত্যাদি ইত্যাদি।
নায়িকার অভিনয় এর কথা বলতে গেলে সবকিছু ঠিকঠাক ছিল।
আর এই সিনেমাতে দূলকার সালমান বরাবরের মতই ভালো অভিনয় করেছে।
তবে বেশি ভালো অভিনয় করেছে বললে,
বলাটা ভূল হবে।
কারণ সে এর থেকে অনেক ভালো ভালো অভিনয় করেছে তার আগের অনেক সিনেমাতে।
আমার মনে হয় সালমান 'কে বলিউড ঠিকঠাক কাজে লাগাতে কিছুটা ব্যর্থ হয়েছে। তবে এই সিনেমার শেষের কিছু সিনে দূলকারের অভিনয় ছিলো দূর্দান্ত।
স্টোরি লাইন ভালো থাকা সত্ত্বেও তেমন একটা ভালো ভাবে ফুটিয়ে তুলতে পারেনি।
আমার মতে,,, এমন স্টোরি 'তে পুলিশ ক্যারেক্টরে ফাহাদ ফাসিল হলে বেশ ভালো হতো।
এবং ইনভেস্টিগেশন টা যদি আরও জমিয়ে তুলতো, তাইলে মুভিটা কিছুটা জমে যেতো।
এই ছাড়াও এমন টাইপের মুভিতে বেশীরভাগ সময় উচিৎ কিলার কে এমন ভাবে লুকিয়ে রাখা যাতে মুভি শেষে অডিয়েন্স শক হয়ে যায়।
যা এই মুভিতে সম্পূর্ণ বিপরীত ঘটেছে।
 
উপরের রিভিউটি লিখেছেনঃ MD Omar Khoyam 
 
 
ধরেন আপনি একজন ক্রিটিক্স। কোনো মুভিতে ⭐/ ⭐⭐ দিলেই আপনি মারা যাবেন। কি ভাবতেই অবাক লাগছে তাই না....?
🎬 Movie : Chup
Genre : Phyco Thriller
P. Rating: ?????????
⚠️ স্পয়লার ফ্রি ⚠️
⭕এই সিনেমা নিয়ে বলতে গেলে বলবো একদম ইউনিক একটা কনসেপ্ট ছিল। পারর্সোনালি এই "কনসেপ্ট" টা আমার বেশ ভালো লেগেছে। সাধারণত এই ধরনের কনসেপ্ট খুব ই কম দেখা যায়। As usual থ্রিলার মুভিতে একটার পর একটা টুইস্ট থাকে! আমাদের মাথায় ঘুরপাক খায় এরপর কি হবে এর পর কি হবে..? তবে এখানে একটু বিচিত্র, মার্ডারার কে সেটা প্রথম থেকেই বোঝা যাচ্ছিল। মার্ডারার পর্যন্ত পৌঁছানো নিয়েই মূলত কাহিনি আগে বাড়ে।
➡️ আর এই মুভি দেখার পর পার্সোনাল রেটিং দেওয়ার সাহস পেলাম না। ক্রিকিক্স দের রিভিউ দিয়ে কখনো মুভি চলে না,কন্টেন্ট ম্যাটারস।বাট সামটাইমস উল্টো টাও হতে পারে। একজন ক্রিটিক্সের নেগেটিভ রিভিউর ফলে ভালো কন্টেন্ট ও যেমন ফ্লপ হয় তেমনি ঐ মুভির পেছনে হাড় ভাঙ্গা পরিশ্রম দেওয়া লোক গুলোর ক্যারিয়ার ও নষ্ট হয়ে যেতে পারে। I still remember, (2016) একি সাথে দুইটা মুভি রিলিজ হয়, 1.Sanam teri kasam 2. Sanam re.সানাম তেরি কাসাম এর কন্টেন্ট সানাম রে থেকে যথেষ্ট ভালো হওয়া সত্ত্বেও ফ্লপ হয়। So,,, U must be careful about giving Stars ⭐!
➡️ দুলকারের অভিনয় বরাবরের মতোই দারুন ছিল!💥 অভিনয় এতো ন্যাচরাল ছিল দেখে রিয়ালাস্টিক ফিল আসছিল। শ্রেয়া,সানি ডুয়েল, বাচ্চান সাহেবের ক্যামিও 🔥এন্ড আদারস সবার এক্টিং ই ভালো ছিল। সিনেমাটুগ্রাফি, স্ক্রিন প্লে আর বিজিএম এতো ভালো ছিল যে স্ক্রিন থেকে চোখ ফেরানো মুশকিল। সব মিলিয়ে ফুল প্যাকেজ 🖤
 
 
উপরের রিভিউটি লিখেছেনঃ  সুলতানা নওরা
 
 
Chup: Revenge of the Artist
IMDB : 8.9
Spoiler alert
এইটা তহ আমরা সবাই জানি যে একটা মুভি নির্মানে অনেক টাকা লাগে, ডিরেক্টরের অনেক বছরের পরিশ্রম লাগে। আর একজন ক্রিটিক্স ঘরে বসে কোন পরিশ্রম ছাড়াই মুভি উল্টাপাল্টা রিভিউ দিয়ে মানুষের মধ্যে নেগেটিভ ধারনার জন্ম দেয়।এভাবেই শত কোটি টাকার বাজেটের মুভির ভবিষ্যত অনেকটাই নির্ভর করে একজন ক্রিটিক্স এর উপর।বর্তমানে এইটা একটা ব্যাবসার রূপান্তরিত হয়েছে। ক্রিটিক্সদের এই এক কাহিনি নিয়েই মুভি।
এখন আসা যাক মুভির রিভিই এ..
ট্রেইলার দেখেই কাহিনি মোটামোটি আন্দাজ করা যাচ্ছিল যে মূল কাহিনি কি। মুভির প্লট ছিল অসাধারণ এবং ইন্টারেস্টিং।মুভির কনসেপ্ট ছিল খুবই ইউনিক।সম্পূর্ন মুভির মূল কাহিনি হল মুভি ক্রিটিক্সদের নিয়ে৷ যারা ভালো মুভিকে খারাপ বলে, খারাপ মুভিকে ভালো বলে।মুভির প্রতিটা কাস্টিং অসাধারণ এক্টিং করেছে। ডাইলগ, সাসপেন্স,স্টোরি, স্ক্রিন প্লে এর জন্য মুভিটি সেরাদের কাতারে থাকবে।হয়ত খুব সহজেই হিট হয়ে যাবে। এই টাইপের মুভি ইন্ডিয়ান মুভি ইন্ডাস্ট্রি তে এই প্রথম।
1959 সালে রিলিজ হয় একটা মুভি, Kaagaz Ke Fool। মুভিটি ভালো হওয়া সত্ত্বেও কিছি পেইড ক্রিটিক্স নেগেটিভ রিভিউ দেয়, যার ফলে ডিজেস্টার হয় মুভিটি। মুভির লিড এক্টর ছিলেন Guru Datt। এইটাই ছিলো তার লাস্ট মুভি৷ Chop মুভিতে বলা হয় যে Kaagaz Ke Phool মুভি ডিজেস্টার হওয়ার কারনে তিনি ডিপ্রেশন এ গিয়ে আত্মহত্যা করেন। এইটা মুভিকে সেন্টারে রেখেই ফুল মুভি।
Happy watching! ❣️
 
 উপরের রিভিউটি লিখেছেনঃ Hasan Uzzaman Saz
 
 
 
🎬 ~ Chup (2022)
♻️ কেন জানি এই সিনেমার রেটিং দিতে ভয় হচ্ছে, মনে হচ্ছে একটু উল্টাপাল্টা হলেই কেল্লাফতে হয়ে যাবো😅
সিরিয়াল কিলিং নিয়ে বলিউডের মুভিগুলোর মধ্যে এই সিনেমা অনেক দিন রাজ করবে নিশ্চিত আর তার একমাত্র কারণ হলো এটি ইন্ডাস্ট্রি রিলেটেড। একটা সিনেমা রিলিজের পর ক্রিটিক্সদের কি করা উচিত-অনুচিত সেটা এই সিনেমা দেখার পর যেকোনো ক্রিটিকসই ভালো বুঝবে।
⚠️ Light Spoiler ⚠️
বোম্বেতে প্রতি সাপ্তাহে একজন করে মুভি ক্রিটিক্স খুন হচ্ছে, তাও আবার বিভিন্ন স্টাইলে। কে করছে, কেনো করছে সেসব তদন্তে নেমেছে পুলিশ।
সিরিয়াল কিলিং মুভি হিসেবে খুব এনজয়েবল মুভি এটি, সেই সাথে ছোট্ট একটি লাভ স্টোরিও আছে। আর মুভিতে ব্যাবহার করা মিউজিক ট্র্যাকগুলোও অসাধারণ ছিলো, কিন্ত তারপরেও আমার কাছে কিছু একটা কমতি মনে হয়েছে, মুভি শেষ হওয়ার পর মনে হচ্ছিলো যদি এন্ডিংটা অন্যরকম হতো তাহলে হয়তো সত্যিই একটা সিরিয়াল কিলিং টাইপ ফিল আসতো। হ্যাপি এন্ডিং দিতে গিয়ে সিরিয়াল কিলিং মুভির আসল স্বাদ নষ্ট করে দিয়েছে।
তারপরেও সবদিক মিলিয়ে খুব ভালো মুভি এটি।
My Rating: ➡️ 🌟🌟🌟½ 
 
 
 উপরের রিভিউটি লিখেছেনঃ Aman Chowdhury
 
 
 
📌Movie: Chup: Revenge of the Artist (2022)
📌PR: ⭐⭐⭐⭐
[NO SPOILER]
'Guru Dutt' ছিলেন ইন্ডিয়ার একজন লিজেন্ড ডিরেক্টর। উনার শেষ মুভি 'Kagaj Ke Phool' যেটি ছিলো তার জীবনের অনেক সাধনার একটি মুভি। কিন্তু তৎকালীন মুভি ক্রিটিকস দের নেগেটিভ রিভিউ এর কারণে মুভি ফ্লপ হয়। এতে তিনি ডিপ্রেশনে চলে যান এবং কিছুদিন পর মারা যান। কি হবে যদি হঠাৎ ৬০ বছর পর কেউ 'Guru Dutt' এর হয়ে প্রতিশোধ নিতে আসে?
শহরে একের পর এক মুভি ক্রিটিকস দের খুন হচ্ছে এবং পুলিশের ধারণা এটি কোনো সাইকোপ্যাথ সিরিয়াল কিলার এর কাজ। কিলার এর ভয়ে শহরের বাকি ক্রিটিকস রাও মুভিতে নেগেটিভ রিভিউ দিতে ভয় পেয়ে গেছে! পুলিশ কি কিলার পর্যন্ত পৌছাতে পারবে? পরবর্তী শিকারকে কি কিলার এর হাত থেকে বাচাতে পারবে?
পজিটিভ দিকঃ মুভির কনসেপ্ট টিপিকাল বলিউড সাসপেন্স থ্রিলার মুভিগুলোর থেকে সম্পূর্ণ আলাদা এবং ইউনিক। সাসপেন্স- থ্রিলার এর পাশাপাশি রোমান্টিক লাভ এঙ্গেলস রয়েছে। সবার অভিনয়ই দুর্দান্ত ছিলো। বিশেষ করে এ যেন অন্য এক সানি দেওল কে দেখতে পেলাম! দুলকার সালমান, শ্রেয়া উভয়ই যার যার যায়গা থেকে একদম ন্যাচারাল অভিনয় করেছে। গান টাও অনেক ভালো লেগেছে।
নেগেটিভ দিকঃ মুভির কনসেপ্ট ইউনিক হলেও মুভিতে তেমন কোনো টুইস্ট ছিলো না। মুভির প্রথমার্ধে যেভাবে কিলিং আর ইনভেস্টিগেশন দেখানো হচ্ছিলো দ্বিতীয়ার্ধে এসে একের পর এক রোমান্টিক পার্ট আসা শুরু করে। ক্লাইম্যাক্সগুলো ভালোই আন্দাজ করা যাচ্ছিলো।
তবে সবমিলিয়ে মুভি ছিলো দারুন। বর্তমানে বলিউড এর যে অবস্থা! একের পর এক রিমেক মুভি বানিয়ে যাচ্ছে - সেই তুলনায় 'CHUP' নেক্সট লেভেল কন্টেন্ট। সকল সাসপেন্স থ্রিলার লাভার দের জন্য ওয়াচেবল একটা মুভি।
মুভি থেকে ইন্সপায়ার্ড হয়েই ফার্স্ট টাইম রিভিও দিলাম! কোনো ভুল থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
Happy Watching... ❤️
 
 উপরের রিভিউটি লিখেছেনঃ RA Mahid
 
 
 
Film : Chup : Revenge of The Artist
IMDB : 8.7 (যেটা পরিবর্তন হতে পারে)
বর্তমানে কিছু প্লাস্টিক ক্রিটিক্স আছে যারা কিনা ভালো ফিল্মকে কম ষ্টার দেয় আর খারাপ ফিল্মকে বেশি ষ্টার দেয়। এক কথায় ভালো কে খারাপ আর খারাপকে ভালো বলে। বর্তমানে এই ধরনের প্লাস্টিক ক্রিটিক্স অহরহ দেখা যায়। এই মুভিটি সেসব প্লাস্টিক ক্রিটিক্সদের উদ্দেশ্য করে বানানো।
"চুপ" একটি বলিউড সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার ফিল্ম। আমার মতে এই ফিল্মের কোনো নেগেটিভ দিক নেই। সব-ই পজিটিভ দিক পাবেন। গল্প, স্ক্রিনপ্লে, এক্সকিউশন, ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইত্যাদি সব ডিপার্টমেন্টে ভালো কাজ হয়েছে।
সানি দেওল ও দুলকার সালমানের পারফরমেন্স প্রশংসার দাবিদার রাখে। তবে মুভি অসাধারণ হওয়ার পেছনে একজনের বেশি হাত রয়েছে আর সে হলো আর বালকি। গল্প, স্ক্রিনপ্লে ও ডিরেকশন আর বালকি নিজেই লিখেছে বা দিয়েছে।তার এক্সকিউশন এক কথায় বেশি প্রশংসার দাবিদার রাখে।
Attention : মুভিতে লাশের ব্রুটাল অনেক দৃশ্য রয়েছে। দুর্বল হৃদয়ের মানুষরা লাশের দৃশ্য স্কিপ করে দেখতে পারেন।
Happy Watching
 
 
 উপরের রিভিউটি লিখেছেনঃ শুভ আচার্য্য
 
 
 
 
Chup: Revenge of the Artist
Director:- R Balki
Genere:- Murder Mystery thriller
Release Date:- 23.09.2022
Spoileralert
ক্রাইম থ্রিলার মুভির বরাবরের ভক্ত আমি।কিন্তু শেষ কবে একটা থ্রিলার মুভি দেখে এতটা ইমোশানাল হয়ে পড়েছিলাম,,মনে পড়ছে না!হ্যাঁ এবারে হাল্কা হাল্কা মনে পড়ছে,,,মুখুজ্যে বাবু ছিলেন সেই মুভির পরিচালক,,শেষ দৃশ্যে সিরিয়াল কিলারের নিথর রক্তাক্ত দেহ,,টিপ টিপ বৃষ্টি শুরু হল আর তার সাথে আমার চোখেও!বুঝতেই পারছেন বাইশে শ্রাবণের কথা বলছি।কিন্তু আজ আলোচনা করব "চুপ" নিয়ে,,,ছবির পুরো নাম কিন্তু "চুপ:Revenge of the Artist"!
ট্রেলার টিজারের কল্যাণে এই ফিল্মের প্লটলাইন এখন মোটামুটি সবাই জেনে গেছেন।মুম্বাই শহরে পর পর নৃশংস হত্যাকান্ড ঘটতে থাকে।প্রতি ক্ষেত্রে ভিক্টিম একজন ফিল্ম রিভিউয়ার বা চলচ্চিত্র সমালোচক।অজানা খুনী পৈশাচিক ভাবে তাদের মারার পাশাপাশি কপালে ১,দেড় অথবা ক্ষেত্রবিশেষে চার স্টার খোদাই করে দিয়ে যায়,তাদের রিভিউ এর সাথে সামঞ্জস্য রেখে।মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের সিনিয়র ডিটেকটিভ অরবিন্দ মাথুর দায়িত্ব নেন এই হত্যালীলার পেছনের আসল খলনায়ক (নাকি নায়ক?) কে পাকড়াও করার।এর পাশাপাশি পর্দায় সমান্তরালভাবে চলতে থাকে এক ফুল ব্যাবসায়ী ড্যানি ও উঠতি ফিল্ম জার্নালিস্ট নীলা'র প্রেমকাহিনী।একটা কথা না বলে পারছিনা,,যারা যারা বলিউডকে রিমেকউড বলেন,,তাদের এই ছবি দেখা উচিত সময় করে।কোনোদিন হয়ত থ্রিলারের জন্য সুবিখ্যাত মালায়ালাম ইন্ডাস্ট্রিও রিমেক করবে এই অরিজিনাল প্লট লাইন সম্বলিত ফিল্মটির।
পরিচালক আর বালকি নিঃসন্দেহে একজন celebrated director..চিনি কম,পা অথবা প্যাডম্যানের মত সোশ্যাল ড্রামা বানানোর পরে ক্রাইম থ্রিলারের জগতে সদ্য পা রাখলেন তিনি এই ছবির মাধ্যমে।আর আমি বলব প্রথম পরীক্ষাতেই শুধু লেটার মার্ক্স না রীতিমতো ৯০% নাম্বার নিয়ে পাশ করলেন তিনি!বালকি সাহেবের কাজ সহজ করে দিয়েছিল অবশ্য একদম ইউনিক আর ফ্রেশ একটা প্লট।তার সাথে সাথে উনি নিজস্ব কায়দায় সাদাকালো ছবির জমানার এক লিজেন্ডারি পরিচালককে জড়িয়ে যেভাবে প্লটলাইন তৈরি করেছেন তা পর্দায় দেখতে অত্যন্ত দৃষ্টিনন্দন লেগেছে।সেই বিষয়ে বিস্তারিত আলোচনায় পরে আসছি।
এই ছবির চিত্রনাট্য কিন্তু স্লো বার্ন প্রকৃতির।যদি মুহুর্মুহু টুইস্ট বা থ্রিল আশা করেন তাহলে এই ছবি আপনার জন্য না।পরিচালক ধীরেসুস্থে সময় নিয়ে চিত্রনাট্যের ক্যানভাসে গল্প ও চরিত্রদের এঁকেছেন।এই ছবি হু ডান ইট ফর্ম্যাটে তৈরি নয়,,বরং অনেক বেশি হোয়াই ডান ইট গোত্রে ফেলা যায় একে।আর সেইজন্য ক্যারেক্টর ডেভেলপমেন্ট এর দিকে বেশি নজর দিয়েছেন বালকি সাহেব।ছবির প্রথম থেকেই বোঝা যায় যে কে খুনী কিন্তু তাতে ছবির মজা এতটুকুও নষ্ট হয়না।
অভিনয় প্রসঙ্গে এলে সবার প্রথমে বলতে হবে যাঁর কথা তিনি আমার অন্যতম প্রিয় এক অভিনেতা,মালায়ালাম ইন্ডাস্ট্রির রাজপুত্র দুলকার সালমান।নিঃসন্দেহে এই বছরটা DQ এর কেরিয়ারে স্পেশাল হয়ে থাকবে।গত বছরের কুরুপ থেকে শুরু করে এ বছরে স্যালুট,সীতা রামাম হয়ে শেষমেশ চুপ!সমালোচকদের রীতিমতো চুপ করিয়ে দিয়েছেন চার্লি খ্যাত দুলকার তাঁর স্ক্রিপ্ট চয়েসের রেঞ্জ দেখিয়ে!এই ড্যানি চরিত্রটা যেন শুধু DQ এর জন্যই লেখা হয়েছিল।নিজের সাথে নিজে কথা বলা আধপাগলা এক ফ্লোরিস্ট,,,কিন্তু তারও ভালবাসতে ইচ্ছে করে,,মন দিতে ইচ্ছে করে মনের মানুষকে।যার জীবনে রয়েছে কিছু গূঢ় রহস্য,,,নিকষ কালো অন্ধকার অতীতের হাতছানি।স্যানিটি আর ইনস্যানিটির মধ্যে যে একটা সূক্ষ্ণ ব্যাবধান তা যেভাবে অভিনয়ের মধ্যে দিয়ে তুলে ধরেছেন দুলকার তার জন্য কোন প্রশংসাই যথেষ্ট নয়!এরকম একটা মাল্টিলেয়ারড ক্যারেক্টরকে অসাধারণ দক্ষতার সঙ্গে চিত্রায়িত করেছেন মালায়ালাম প্রিন্স দুলকার।তাই শেষমেশ বাইশে শ্রাবণের প্রবীর বাবু অথবা ডরের রাহুলের সাথে একাসন লাভ করেছে চুপ ফিল্মের ড্যানিও।দ্বিতীয় যার অভিনয় দারুণ লাগল তিনি ওটিটি প্ল্যাটফর্মের নামী অভিনেত্রী শ্রেয়া ধ্বন্বন্তরী।ফ্যামিলি ম্যান বা স্ক্যাম ১৯৯২ খ্যাত শ্রেয়াকে ফিল্ম জার্নালিস্ট নীলার চরিত্রে দারুণ মানিয়েছিল।আর শ্রেয়া অভিনয়টাও করেছেন চুটিয়ে।দুলকারের সাথে শ্রেয়ার ফ্রেশ জুটি খুব সুন্দর লেগেছে দেখতে অন স্ক্রিন।ইন্সপেক্টর অরবিন্দ মাথুরের চরিত্রে বহুদিন বাদে পর্দায় দেখতে পেলাম আমার প্রিয় স্টার সানি দেওলকে।নৃশংস সিরিয়াল কিলারকে ধরতে উদ্যত এই সানিকে ইন্ডিয়ান বা চ্যাম্পিয়ন এর সানির সাথে গুলিয়ে ফেললে কিন্তু চলবে না!এই সানি বয়েসের সাথে সাথে আরও শান্ত ও স্থিতধী হয়েছেন।দুঃখের ব্যাপার একটাই DQ এর সাথে সানির মুখোমুখি অভিনয় দৃশ্যর স্থায়িত্ব বেশ কম সময়ের।ক্রিমিনাল সাইকোলজিস্টের ছোট্ট রোলে প্রায় চিনতে না পারা চেহারা নিয়ে হাজির হবেন পুজা ভাট।
তবে এই ছবিতে আরও একজন আছেন।পর্দায় সশরীরে উপস্থিতি তাঁর ছিল না,,কিন্তু গোটা ছবির আত্মা ছিলেন তিনিই।তিনি ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম পথিকৃত ও কিংবদন্তী পরিচালক অভিনেতা গুরু দত্ত সাহেব!এই ছবি আর বালকি ও টিমের তরফ থেকে তাঁর প্রতি একটি ছোট্ট শ্রদ্ধাঞ্জলী বলা যায়।কিন্তু তাঁর সাথে ছবির গল্পের কানেকশন কি?সেটা আর বলছিনা,বললে সেটাই হয়ে যাবে সবচেয়ে বড় স্পয়েলার।
অবশ্যই উল্লেখযোগ্য এই ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক।কে জানত শচীন কত্তা সৃষ্ট প্যায়াসা ছবির "জানে ক্যায়া তুনে কহি" গানের শুরুর ওই ছোট্ট মিউজিকটা এইভাবে গায়ে কাঁটা দেওয়ার মত অনুভূতি সৃষ্টি করবে!!?এছাড়াও গুরু দত্ত সাহেবের কাগজ কে ফুল ও অন্যান্য ছায়াছবির গানগুলিকে আবহসঙ্গীতে দুর্ধর্ষ ভাবে ব্যাবহার করেছেন সঙ্গীত পরিচালক।এই ছবির আরেক সম্পদ এর সংলাপ।খুব মনকে নাড়া দিয়ে যায় ওই সংলাপটি "ফিল্ম কতটা ব্যাবসা করল সেটা দেখা তোমার কাজ না!তোমার কাজ ছবিকে অনুভব করা,তার গভীরতা মাপা,আর দর্শককে সঠিক পথ দেখানো!"
শুধু গুরু দত্তের প্রতি নয়,যারা সত্যিই অন্তর থেকে সিনেমাকে ভালবাসেন এই ছবি তাদের উদ্দেশ্যে নিবেদিত।কত ঘাম,রক্ত,পরিশ্রম জড়িয়ে থাকে একটা ছবি তৈরির পেছনে,,আর কত সহযে নামী দামী ক্রিটিক বা সোশ্যাল মিডিয়ায় গজিয়ে ওঠা আমার মত অনামী মানুষজন কলমের এক খোঁচায় সেসব নস্যাৎ করে দিই!!আর পাঁচটা পেশার মত এই পেশাকেও আজ গ্রাস করেছে অসৎ মনোভাব!সেইসব অসৎ ক্রিটিকস দের উদ্দেশ্যে একটা জোরালো থাপ্পড় "চুপ"!
 
 
  উপরের রিভিউটি লিখেছেনঃ Arindam Patra
 
 
 মুভি ট্রেইলারঃ
 

 
 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.