Header Ads

AAMIS Full Bangla Review | আমিষ মুভি রিভিউ বাংলা | Lima Das | Arghadeep Baruah | Neetali Das


মুভিটা পুরাই আগুন এই নিয়ে দুইবার দেখলাম এবং ভবিষ্যতে যে কতবার দেখবো তার হিসেব নেই। মুভিটা প্রথমবার যখন দেখি তখন সত্যিই আফসোস হচ্ছিল যে, কেন এতদিন পর এরকম বাকরুদ্ধ মুভি দেখলাম কেন আগে দেখিনি। বাপরে বাপ কি মারাত্মক গল্প এরকম গল্পের মুভি ভারতীয় উপমহাদেশ তো দূরে থাক পুরো বিশ্বে এর আগে নির্মিত হয়নি। এই মুভি দেখার মাধ্যমে আসামের মুভি শিল্পের সঙ্গে পরিচয় এবং বতর্মানে আসামের সিনেমা আমার খুবই প্রিয় সিনেমা শিল্পের মধ্যে একটি। 🤗
--------------------------------*-------------------------*---------------
চলচ্চিত্র : আমিষ।
পরিচালক : ভাস্কর হাজারিকা।
অভিনয় : লিমা দাস, অর্ঘদ্বীপ বড়ুয়া ও নিতালী প্রমুখ।
জনরা : ড্রামা ফ্যান্টাসি ও হরর।
গুগল লাইক : ৮৯ %
দেশ : ভারত।
ভাষা : অসমীয়।
দৈর্ঘ্য : ১০৮ মিনিট।
মুক্তিসন : ২২শে নভেম্বর ২০১৯
---------------------------------------------------------------------------
নো স্পয়লার
প্রেম বড় অদ্ভুত! প্রেমের অনুভূতি কেবল প্রেম দিয়েই অনুভব করা সম্ভব। প্রেমের কোনো ভাষা নেই, প্রেমের কোনো বয়স নেই, প্রেমের নেই কোনো প্রকার লিঙ্গ জাতপাত ও বর্ণের সীমাবদ্ধতা, প্রেমের একটাই ভাষা সেটা হচ্ছে প্রেম। প্রেমে পড়ার মতো এত আনন্দ পৃথিবীতে আর কোনো কিছুইতে নেই এবং এই প্রেমেই মানুষকে মানুষ বানায় আবার এই প্রেমেই মানুষকে অমানুষ বানায়। প্রেমের ভাঙা গড়া অনেকাটা খরস্রোতা নদীর মতো একুল ভাঙে তো ওকুল গড়ে এইতো প্রেম নামক নদীর খেলা। তেমনি এক প্রেমের লোমহর্ষক স্পন্দন নিয়ে এই চলচ্চিত্র। এই মুভির গল্প নিয়ে কিছু বলতে চাইনা কেননা এই মুভির নাম কেন আমিষ রাখা হয়েছে? এই আমিষ নাম রাখার কারণ কি? এই মুভির সঙ্গে ওতোপ্রোতো ভাবে কেনই বা আমিষ জড়িত তা জানতে এই ভয়ংকর সুন্দর মুভিটা দেখতে হবে। শুধুমাত্র একবার আমিষ মুভিটা দেখতে বসুন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি ত হয়ে যাবেন এবং কিছুদিনের জন্য আপনার আমিষ খাওয়া বন্ধও হয়ে যেতে পারে। 😃
এই মুভির চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন ভারতের আসামের জননন্দিত স্বনামধন্য চলচ্চিত্রকার ভাস্কর হাজারিকা। এত ভয়াবহতার সঙ্গে মনোমুগ্ধকর প্রেমের মিশ্রণ ঘটিয়ে তিনি এত নিখুঁত ভাবে আমিষ মুভির চিত্রনাট্য লিখেছেন যার জন্য তিনি সত্যিই প্রশংসার দাবিদার এবং তার অসাধারণ নির্মাণশৈলির জন্য তিনি অবশ্যই ধন্যবাদ নামক শব্দটির প্রাপক দাবিদার। ভাস্কর হাজারিকা মানেই ভিন্নধর্মী ভিন্ন স্বাদের কিছু যা তিনি তার কর্মের মাধ্যমে তিনি বারবার প্রমাণ করেছেন এবং এই এক আমিষ দিয়েই তিনি আমার আজীবন প্রিয় হয়ে থাকবেন। এছাড়াও এই সিনেমার সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে বিজিএম, কালার গ্রাউন্ডিং ও স্ক্রিনপ্লে ছিল দুর্দান্ত বিশেষ করে বিজিএম। ভাইরে ভাই এত সুন্দর বিজিএম আমি কবে শুনেছি আমার মনে নেই এত সুন্দর যেন অন্তরকে প্রতিনিয়ত স্পর্শ করে। ❣
এবার আসি অভিনয় প্রসঙ্গে, আমিষ চলচ্চিত্রের মূল আর্কষণেই ছিল এর অভিনয়। এই মুভির প্বার্শচরিত্র থেকে শুরু করে প্রধানচরিত্র সবাই অনবদ্য অভিনয় করেছে এবং এই মুভির দুই প্রধান চরিত্র তথা নির্মালি চরিত্রে লিমা দাস এবং সুমন চরিত্রে অর্ঘদ্বীপ বড়ুয়া জাস্ট মাইন্ড ব্লোয়িং অভিনয় করেছে স্পেশালি লিমা দাস। লিমা দাসের এটাই প্রথম ছবি অতচ তার অসাধারণ অনবদ্য অভিনয় দেখি বুঝতেই পারি যে এটা তার প্রথম ফিল্ম সর্বপরি লিমা দাসের সৌন্দর্যের আমি মুগ্ধ তার নীল চোখের প্রেমে পড়তে যে কেউ বাধ্য। লিমার অভিনয়ে আমি শাবনূর কে দেখতে পেয়েছি এত সুন্দর অভিনয় শাবনূরের পর শেষ আমি এই লিমা দাসের মধ্যেই দেখেছি লিমার অভিনয় যেন আমিষের প্রতি লোভটা দ্বিগুণ করে দিয়েছিল। 🥰
এই মুভিটি অসংখ্য পুরস্কার অর্জন করেছেন যথা : প্রাগ সিনে পুরস্কার [বিজয়ী] সেরা পরিচালক বিভাগে ভাস্কর হাজারিকা।বিশেষ পুরস্কার [বিজয়ী] শ্রেষ্ঠ অভিনেতা শাখায় অর্ঘদীপ বড়ুয়া। এছাড়াও অজস্র চলচ্চিত্র উৎসবে মনোনীত ও প্রশংসীত যেমন : ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যাল (2019) [মনোনীত] ভাস্কর হাজারিকা, মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, কানাডা ইত্যাদি। 🔥
সবমিলিয়ে আমার এই মুভিটা এত ভালো লেগেছে যা ভাষায় প্রকাশ করতে পারবো না তাই আমি আপনাদের হাইলি রিকোয়েস্ট করবো এই সিনেমাটা দেখুন। এবং ইতিমধ্যে যদি আমিষ দেখা হয়ে থাকে তবে অবশ্যই মতামত জানাবেন এবং যদি এখনো দেখা না হয়ে থাকে তবে অবশ্যই দেখতে বসুন একদম পয়শা উসুল সিনেমা। এই মুভি আপনাকে পুরোদস্তুর বিনোদনে বিনোদিত করবে এককথায় মাস্টারপিস। 😍
আইএমডিবি রেটিং : ৮/১০.
্যাক্তিগত রেটিং : ১০/১০
হ্যাপি ওয়াচিং 😃


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.