Header Ads

The Terminal List | Series Review Bangla | দ্যা টারমিনাল লিস্ট ফুল সিরিজ বাংলা রিভিউ | Chris Pratt | Constance Wu | Taylor Kitsch

 


***হালকা স্পয়লার***
নেভী সিলসের বারজনের একটা টিম একটা ক্লিয়ার ইনফরমেশন পাওয়া গোপন মিশনে গিয়ে অনাকাংখিত এমবুশের শিকার হয়।সেই এমবুশে বারজনের ভেতর দশ জন ই মৃত্যুবরণ করে।পুরোপুরি একটা ট্র্যাজেডিক ঘটনার মাধ্যমে এই সিরিজের সুত্রপাত।
Series - The Terminal list
Genre -Action/Thriller
Imdb - 8 
Season- 1 
Episode - 8
মিশন শেষে বেঁচে ফিরে আসে দুইজন জেমস রীস আর বুজার।এখানে জেমস রীস আমাদের গল্পের প্রটাগনিস্ট।পুরোপুরি যুদ্ধ পরবর্তী মানসিক চাপের কারণে ঘটতে থাকা মেন্টাল ডিজঅর্ডার গুলো জেমস রীসের ভেতর ভালভাবেই দেখা দেয়।তার স্ত্রী এবং একমাত্র কন্যা কে নিয়ে তার সুখের সংসার। তার ফ্যামিলি ই তার জীবনের সব কিছু।অসম্ভব ভালবাসা আর মায়ায় জড়ানো একটা সুখের সংসার।তারপরও যুদ্ধ শেষে সে বাসায় তার স্ত্রী কন্যার কাছে ফিরে এসেও স্বাভাবিক ছিল না।স্বাভাবিক থাকতে পারছিল না।ব্যাপারটা যুদ্ধ পরবর্তী মানসিক চাপের কারণেই এমনটা হচ্ছিল বলে দেখানো হচ্ছিল।অবশ্য রীস স্বাভাবিক থাকার চেষ্টা করে যাচ্ছিল তার সর্বোচ্চ সক্ষমতায়।
এরপরেই নিউজ আসে সেই মিশন থেকে বেঁচে ফিরে আসা দ্বিতীয় জন মানে বুজার নিজ ফ্ল্যাটে মাথায় গুলি করে আত্মহত্যা করেছে।কিন্ত ঘটনাস্থলে গিয়ে জেমস রীসের সন্দেহ হয় বুজার আত্মহত্যা করেনি।বরং তাকে সুকৌশলে এমনভাবে মার্ডার করা হয়েছে, যেন ব্যাপারটা দেখে স্বাভাবিক আত্মহত্যা ই মনে হয়।এখন কোয়েশ্চেন হল এইরকম একটা ট্র্যাজেডিক মিশন থেকে বেঁচে ফিরে আসা একজন সোলজারের যেখানে মেডিকেল আর মেন্টাল হেল্প দরকার তাকে সেখানে হত্যা করা হবে কেন?এবং কে তাকে হত্যা করবে?ব্যাপারটা রীস নেভী সিলস হাই কমান্ড কে জানায়।হাই কমান্ড তার এই সন্দেহকে অমুলক বলে উড়িয়ে দিলে সে তার এই মানসিক খারাপ অবস্থা নিয়েই এই হত্যার তদন্ত করা শুরু করে।সিরিজ টা তখন ই পুরোপুরি টার্ন করে যখন জেমস রীস এসব প্রশ্নের উত্তর পাওয়ার আগেই তার উপর প্রফেশনাল কিলার দ্বারা মার্ডার এটেম্প হয়,এবং তার স্ত্রী এবং একমাত্র কন্যাকে তার ই বাসায় নির্মমভাবে কেউ বা কারা হত্যা করে রেখে যায়।
এই মিস্ট্রি ধরেই এই আট এপিসোডের সিরিজের কাহিনি এগোতে থাকে।
এখানে অনেক গুলো কোয়েশ্চেন এর উপর শৈল্পিক আঁচড় একে প্রথম এপিসোড শেষ করেন পরিচালক। যে ইনফরমেশন এর ভিত্তিতে এই টিম টা একটা মিশনে গিয়েছিল সেটা যদি ট্র্যাপ হয়ে থাকে তাহলে এই ট্র্যাপ তৈরি করেছে কারা?শত্রুপক্ষ?নাকি মিত্রপক্ষ? এই ট্র্যাপ থেকে বেঁচে ফেরত আসা বাকি দুইজনকেও পৃথিবী থেকে সরিয়ে দিতে চাচ্ছে কারা?সামান্য দুইজন সোলজার এর সাথে সেই মিশনের রিলেশন ই বা কি?এই ধরনের আরো দুই চারটা কোয়েশ্চেন ডিরেক্টর প্রথম এপিসোডেই তৈরী করেছেন। সেসব কোয়েশ্চেন ও যদি আমি এখানে উল্লেখ করি তাহলে অনেকের কাছেই হয়তো হালকা স্পয়লার হয়ে যেতে পারে।তাই বাকিটা স্ক্রীনেই দেখা উচিৎ বলে মনে হয় আমার।
মুভিটা জ্যাক কার্স এর দুই হাজার আঠার সালে প্রকাশিত সেইম নাম মানে "দ্যা টার্মিনাল লিস্ট" নামক উপন্যাস এর এডাপটেশন। স্বাভাবিকভাবেই উপন্যাসটি যেহেতু আমার পড়া নেই সেহেতু এডাপটেশন কেমন হয়েছে সেই আলোচনায় যাওয়ার সুযোগ আমার নেই।তবে একশন থ্রিলার সিরিজ হিসেবে এইটা একটা ভাল মানের সিরিজ। অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক, চোখে লেগে থাকার মত ক্যামেরা ওয়ার্ক, সিরিজ হিসেবে যথেষ্ট ভাল মানের ভিজুয়াল এফেক্ট আর গ্রাফিক্স।একশন, থ্রিলার সিরিজ হিসেবে এইটা একটা ভাল মানের প্যাকেজ। জেমস রীসের মেন্টাল ডিজঅর্ডার এর উপর কাজ করতে গিয়ে ডিরেক্টর বেশ কিছু অপ্রোয়জনীয় ফ্ল্যাশব্যাক সিন এনেছেন একটু বেশীবার করে।সেটা মাঝেমধ্যে গল্পের ফ্লো নষ্ট করেছে মনে হয়েছে আমার কাছে।তবে এইটুক বাদ দিলে সিরিজটা জমজমাট। যখনই মনে হচ্ছে গল্প এখানে একটু ঝিমিয়ে গেছে, ঠিক তখন ই ডিরেক্টর গল্প টার্ন করিয়ে থ্রিল ফিরিয়ে এনেছেন স্ক্রীনে।ডিরেক্টর এর এই ব্যাপারটা আমার বেশ ভাল লেগেছে।
পুরো সিরিজ জুড়েই প্রায় এপিসোড বাই এপিসোড ছোটখাটো, মাঝারি, বড় মানের টুইস্ট দিয়ে গেছেন পরিচালক। তবে একেবারে সিরিজের লাস্ট মোমেন্টে গিয়ে যে টুইস্ট টা দিয়েছেন তা আমার মন খারাপ করে দিয়েছে।হয়তো অনেকের ই মন খারাপ করে দেবে,তবে এঞ্জয় করবে শতভাগ। যেমন আমি করেছি।
এই সিরিজে জেমস রীস চরিত্রে অভিনয় করেছেন বিখ্যাত অভিনেতা ক্রিস প্র্যাট। ক্রিস প্র্যাট জুরাসিক ওয়ার্ল্ড, প্যাসেঞ্জার, হার,দ্যা টুমোরো ওয়ার, এইরকম অনেক ভাল ভাল মুভি করলেও সে রীতিমতো মানুষের মস্তিষ্কে গেথে গেছে মার্ভেলের "স্টার লর্ড" চরিত্রের জন্য।সে একজন অসাধারণ অভিনেতা। এই সিরিজে তার যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারে সে যে অভিনয়টুকু করেছে, তাতে আমার একবার ও মনে হয়নি যে," নাহ এইরকম একটা শক্তিশালী ক্যারেক্টারে প্র্যাটের জায়গায় অন্য কেউ হলে ভাল হত।"
আই এঞ্জয়েড।
 
রিভিউটি লিখেছেনঃ Shakiul Bashar
 
সিরিজ ট্রেইলারঃ

 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.