Header Ads

Jagga Jasoos | Full Movie Bangla Review | বাংলা রিভিউ | Ranbir Kapoor | Katrina Kaif | Saswata Chatterjee

 


Jagga Jasoos, a superb making which was a mistake. ‌
No_Spoiler
সব ভালো কাজই প্রশংসিত হয় না, কিছু কাজ ভুলের ঝুড়িতে পড়ে যায়। Jagga Jasoos এমনই একটি ভুল। কেন? সেটির ব্যাখ্যাই পোস্টে দিচ্ছি।
Jagga Jasoos চলচিত্রটি আজ থেকে পাঁচ বছর আগে ২০১৭ সালে মুক্তি পায়। পরিচালক অনুরাগ বসু বলিউডের প্রথম মিউজিকাল মুভি বানানোর দুঃসাহস করেন। ১০০ কোটি রুপি খরচ করে মুভি তৈরি করে একদম পারফেক্ট মিউজিকাল মুভি বানান অনুরাগ। এতে কোনো সন্দেহ নেই যে এই চলচিত্রটি বলিউডের ইতিহাসে একটি মাইলস্টোন। এক মুভিতে এত এক্সপেরিমেন্ট করার সাহস দেখাননি এর আগে কেউ। কিন্তু বলিউডের দর্শকরা এই জনরার চলচিত্রের জন্য একেবারেই প্রস্তুত নয়। তারা এখনও স্টেরিওটাইপ মুভি দেখেই তৃপ্তি পায়। তারা এই মুভি দেখে বিরক্ত হয়েছে। এজন্যই এটি A superb making which was a mistake
Jagga Jasoos ট্রেডিশনাল ন্যারেটিভ স্টাইলের ধারে কাছেও পা বাড়ায়নি। ন্যারেশনে ব্যাবহার করা হয়েছে গান। অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও একদল শিশুকে নেচে গেয়ে কাহিনী বর্ণনা করতে দেখা যায়। এই মিউজিক আপনাকে এক অন্য দুনিয়ায় নিয়ে যেতে চাইবে। যদি আপনার ভেতরের শিশু মন এখনও বেঁচে থাকে তাহলে আপনি সেই দুনিয়ার টান অনুভব করবেন। কিন্তু যদি আপনি ভীষণ রকমের এডাল্ট এবং স্টেরিওটাইপ হয়ে থাকেন তাহলে এই মুভির টোন আপনি ধরতে পারবেন না, বিরক্ত হবেন। মুভিতে এব্যাপারে একটা টিপস বা ক্লুও দেয়া আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ। মুভির টুটিফুটি চরিত্র বলছে, আমাদের ব্রেইনের দুটো পার্ট; রাইট আর লেফট। লেফট সাইডটা ভীষণ লজিকাল এবং রিয়েলিস্ট। এটা এদিক সেদিক তাকায় না, সোজা হাঁটে। একটা নির্দিষ্ট প্রোগ্রামের বাইরে এই ব্রেইন চিন্তা করতে চায় না। আর রাইট সাইডটা ক্রিয়েটিভ, ভীষণ ওপেন মাইন্ডেড। সবসময় আউট অব বক্স চিন্তা করে। এই মুভির দুনিয়াটা হচ্ছে এই রাইট সাইডের ব্রেইনের। Jagga Jasoos বানানো হয়েছে রাইট সাইডের ব্রেইন দিয়ে। আপনাকে দেখতেও হবে এটা রাইট সাইডের ব্রেইন দিয়ে। একদম বক্সের বাইরে গিয়ে দাঁড়াতে হবে।
মুভিতে Jagga Jasoos এর জীবনের তিনটে অংশ দেখানো হবে। এ তিনটে ঘটনা ঠিক পরপর ঘটছে না। আবার ঠিক কত সময় ব্যাবধান আছে মাঝে এটাও বলা হয়নি। কিন্তু মজার ব্যাপার হলো এ নিয়ে আপনার বিন্দুমাত্র মাথাব্যাথা হবে না। আপনি মুভির ফ্লো তে এগিয়ে যাবেন। অনুরাগ বসুর ন্যারেটিভ স্টাইলের মুন্সিয়ানা এখানেই।
মুভির আরেকটা মুগ্ধ করার বিষয় হচ্ছে এর সিনেমেটোগ্রাফি। ক্যামেরার কাজ অসাধারণ। আলোর ব্যাবহার তো আজকাল আর কেউ রিয়েলভাবে করে না। সবই ভিএফএক্স এর কামাল। সে যাই হোক, বেশ কিছু সিনের ক্যামেরার ফ্রেম আমাকে মুগ্ধ করেছে।
মুভিতে অভিনয় হয়েছে একদম ১০০ তে ১০০। রনবীর কাপুর কোনো ডায়লগ না বলেও শুধু ফেসিয়াল এক্সপ্রেশন দিয়েই বাজিমাত করে দিয়েছেন। ক্যাটরিনা কাইফকে যেটুকু স্পেস দেয়া হয়েছে সেটুকুতে তিনি নির্ভুল ছিলেন। শাশ্বত চট্টোপাধ্যায় যে একজন জাত অভিনেতা তার প্রমাণ তিনি আবারও দিয়েছেন। এছাড়াও ছোট, মাঝারি যত চরিত্র ছিলো সবগুলোতেই ভীষণ পলিশড অভিনয় উপভোগ করার মতো।
মুভির একমাত্র নেগেটিভ ব্যাপার হলো অপ্রাসঙ্গিক মিউজিকাল সিকোয়েন্স। যেমন "সাব খানা খাকে দারু পিকে চালে গায়ে"র কোনো দরকারই ছিলো না। এরকম কিছু সিনের কারনে মুভির রান টাইম বেড়ে গেছে। এমনিতেই আউট অব বক্স মুভি, তার ওপর বেশি রান টাইম মড়ার উপর খাঁড়ার ঘা।
বক্স অফিসে জাগগা জাসুস মুখ থুবড়ে পড়ে। ১০০ কোটির লগ্নি ঢেলে উঠে আসে ৫৪ কোটি। অবশ্য এই মুভি যে ফ্লপ হবে সেটা অনুরাগ বসুর নিজেরও জানার কথা। কারন মিউজিকাল মুভি ইউরোপ আমেরিকাতেও অনেকটাই হাতে গোনা। আর সেগুলো যে খুব ব্যাবসা সফল এমন নয়। তবে পুরস্কার এই জনরার মুভি বেশ ভালই পায়। La La Land এর প্রকৃষ্ট উদাহরণ। সে যাকগে, পুরস্কার টার্গেট করলে এতো লগ্নি করতেন না অনুরাগ বসু।উনি দর্শকদের ব্যাপারে ওভার কনফিডেন্ট ছিলেন।
যাই হোক, মেকিং এর দিক থেকে Jagga Jasoos কে ১০ এ ০৮ চোখ বুঁজে দিয়ে দেওয়া যায়। অভিনয়ে ১০ এ ০৯। মিউজিকে ১০ এ ১০।
সব মিলিয়ে ১০ এ ৯ রেটিং দিচ্ছি।
★মুভিটি দেখতে চাইলে একটু বক্সের বাইরে এসে দাঁড়ান।
 
রিভিউটি লিখেছেনঃ Sheikh Yeasir Mortoza
 
 
মুভি ট্রেইলারঃ 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.