Header Ads

THE SANDMAN Bangla Full Series Review | দ্যা স্যান্ড ম্যান | সিরিজ রিভিউ বাংলা | Tom Sturridge | Boyd Holbrook | Vanesu Samunyai

 

 Series Name : THE SANDMAN 
Season 1
Episode: 11 
Genre: Dark, Fantasy, Drama
Imdb: 7.8/10
( Little Spoiler)
5D!! ওয়েট এই 5D টা আসলে কী?? এটা আসলে D দিয়ে শুরু হওয়া পাঁচটা শব্দ, আমি সংক্ষেপে 5D বল্লাম এটা আসলে সিরিজে বলা হয়নাই, আমিই বলতাছি 😅। যাই হোক এ D গুলো হচ্ছে Dream(স্বপ্ন), Death ( মৃত্যু), Desire ( কামনা), Despair ( হতাশা), Destiny ( গন্তব্য)। এই ৫ টা জিনিসের আলাদা করে জগত আছে এবং একজন নিয়ন্ত্রণকারী Lord আছে। এরা ৫ জন হচ্ছে ভাইবোন, সবাই তাদের রাজ্যে আলাদা আলাদা বসবাস করে এবং তাদের কাজগুলো তারা সেখান থেকে নিয়ন্ত্রণ করে। যেমন Dream স্বপ্নকে নিয়ন্ত্রণ করে, তো Death মৃত্যুকে।মানে মানুষের আয়ু শেষ হলে আর শরীর থেকে আত্মাকে বাইর করে দেয়৷ আর Desire কামনাকে, despair হতাশাকে এবং Destiny গন্তব্যকে নিয়ন্ত্রণ করে৷
এখন এ সিরিজের গল্পটা মুলত Dream কে নিয়ে। Dream World এর Lord Morpheus কে নিয়ে। যে মুলত মানবজাতির স্বপ্নকে নিয়ন্ত্রণ করে, তাকে The Sandman ও বলা হয়, কারণ সে Sand ( বালি) দিয়ে, যেকোনো কিছু সৃষ্টি করে, এক স্থান থেকে আরেক স্থানে টেলিপোর্ট হতে পারে। তার বিশেষ তিনটা জিনিস হল Helmet, Pearl, এবং একটা বালির পোটলা। তার রাজ্যের দেখাশোনা করে Lucian নামে এক লাইব্রেরিয়ান,এবং সহকারী হিসাবে থাকে রেভেন নামক প্রজাতির একটা কাক। সেই Lord Morpheus কে নিয়েই এ সিরিজের গল্প৷
গল্পসংক্ষেপঃ এক জাদুকর তার ছেলে ryan এর প্রাণ ফবরে পাবার জন্য মন্ত্রবলে সে Death কে বন্দী করার চেষ্টা করে কিন্তু ভুলক্রমে সে Dream মানে Sandman কে বন্দী করে ফেলে। তো স্বপ্নকে বন্দী করার কারণে মানবজাতির মধ্যে বড় একটা রোগ দেখা দেয়। কেউ কখনো ঘুম থেকে উঠতে পারেনা, আবার কেউ ঘুমাতেই পারেনা কিংবা কেউ ঘুমের মধ্যেই হাঁটে। তার হেলমেট, মুক্তা এবয় বালির পোটলাটাও চুরি হয়ে যায়।
তো এখন Sandman কীভাবে বন্দী অবস্থা থেকে বের হবে?? তার যন্ত্রগুলো কীভাবে সে খুজে পাবে???
ব্যস আর বেশি কিছু বল্লাম না। বাকিটা সিরিজে দেখে নিয়েন।
তো এবার রিভিউতে আসি। সিরিজটা বলতে গেলে আমার কাছে বেশ ভাল লেগেছে। গল্পটা ফার্স্ট পেজ ছিল, ডার্ক এবং ফ্যান্টাসির ভাল একটা কম্বিনেশন দেখাইছে ✌️।বিশেষ করে Dream world, Dream, ও পৃথিবীর মধ্যে যে কম্বিনেশনটা দেখানো হয়েছে সেটা পারফেক্ট ছিল৷ স্বপ্ন মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা বেশ কিছু জায়গায় ফিল করা যাবে। আর Sandman এর রোলটা যে করেছে তাকে দেখে মনে হচ্ছিল সেই যেন এই রোলটার জন্য জন্মগ্রহণ করেছে, পারফেক্ট হেয়ারস্টাইল, বডি ল্যাঙ্গুয়েজ অ্যাটিটিউড,কথা বলার ভঙ্গিমা সব একদম দারুণ ছিল। এছাড়া বাকি চরিত্রগুলোও পারফেক্ট ছিল। তবে Johana Contastane এর উপর ক্রাশ খাইছিলাম কিন্তু পরে দি আবার 😬,
তো এবার আসি নেগেটিভ পয়েন্ট। নেগেটিভ হচ্ছে যে এপিসোড ৬ থেকে স্টোরিটা কেমর যেন Slow হয়ে গেছে। Dream Vortex এর ব্যাপারটাকে ডেভেলপমেন্ট করতে একটু বেশিই টাইম নিয়ে নিয়েছে। মানে প্রথম ৫ পর্বে একটা টান টান উত্তেজনা ছিল, সেকনড ৫ এপিসোডে জিনিসটা অনেকটা মিসিং পাবেন। সেকেন্ড ৫ এপিসোডকে Human দের এঙ্গেলে বেশি দেখানো হয়েছে। তবে এন্ডিংঢে সিজন ২ এর হিন্টস আছে। সিজন ২ আসবে।
তো আমি বলব সিরিজটা দেখেই ফেলুন। ভাল লাগবে৷ Dream concept নিয়ে নতুন একটা অভিজ্ঞতা হবে।
Per rating: 7.5/10 
 
রিভিউটি লিখেছেনঃ  Ovijit Nath
 
 
 সিরিজ ট্রেইলারঃ

 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.