Header Ads

August 14 | আগস্ট ১৪ সিরিজ রিভিউ বাংলা | Review in Bangla | Tasnuva Tisha | Masum Basher | Shatabdi Wadud

 


Series name: 14 August 
Season : 1
Episode: 6
Runtime: 3 hours 32 minutes
⚡এই সিরিজটি বাংলাদেশের ঘটে যাওয়া একটি সত্য ঘটনার উপর নির্মিত।
⚠️ Light Spoiler
একজন পুলিশ অফিসার ও তার স্ত্রীর নিজ বাসায় লাশ পাওয়া কে ঘিরে কাহিনী শুরু হয়। উচ্চ পর্যায়ে কর্মরত পুলিশ অফিসার নিজের ভাষায় সস্ত্রীক নিহত হওয়ার ঘটনা পুলিশ প্রশাসন বিশেষভাবে তদন্ত করা শুরু করে। এই ঘটনার একমাত্র সাক্ষী তার মেয়ে ও কাজের মেয়ে, কিন্তু সকাল থেকেই তারা উধাও। কোন কোন সাক্ষী না থাকায় পুলিশ তদন্তে তেমন কিছু উদঘাটন করতে পারেনা। মিডিয়া সহ উপর মহল থেকে চাপ আসতে থাকে। এর মধ্যে হঠাৎ করে একদিন থানায় তার বড় মেয়ে নিজে থেকেই আসে। পুলিশদের মেয়ের উপর সন্দেহ হয় কিন্তু তারা কোন ইনফরমেশন তার কাছ থেকে বের করতে পারেনা। কিন্তু তদন্তকারী কর্মকর্তা অনেকটাই নিশ্চিত এই মেয়ে এর সঙ্গে কোন না কোনভাবে জড়িত। তাদের উপর মিডিয়া এবং উপর থেকে চাপ আসতে থাকে। কে আসল খুনি? নিজের মেয়ে নাকি অন্য কেউ?
Cast: এই সিরিজে তাসনোভা তিশার অভিনয় প্রশংসার দাবিদার। বড় লোকের ডেয়ারিং মেয়ের চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। শতাব্দী ওয়াদুদ পুলিশ অফিসার হিসেবে দারুণ মানিয়েছিল। আর শেষ দিকে এসে সৈয়দ জামান শাওন ভালো চেষ্টা করেছেন।
Direction, cinematography, colour grading and screen play : পরিচালক শিহাব শাহীনের আমার দেখা প্রথম কাজ এটা। বাংলাদেশি পরিচালক হিসেবে তিনি যথেষ্ট ভালো করেছেন। বাংলাদেশি কনটেন্ট হিসেবে সিনেমাটোগ্রাফি এবং কালার গ্রেডিং মোটামুটি লেগেছে। স্ক্রিনপ্লে স্লো না, সুতরাং বোর হওয়ার চান্স কম। তবে ক্যামেরার কাজ আরেকটু ভালো হতে পারতো।
Negative side: ক্যামেরা ওয়ার্ক আরেকটু ভালো হতে পারতো। এটা বারবার চোখে লাগছিল। পুলিশ কাস্টারিতে জিজ্ঞাসাবাদের সিনগুলো আরো সুন্দরভাবে প্রেজেন্ট করা যেত।
Personal opinion: প্রত্যেকটা কিশোর কিশোরীর জন্য বাবা-মায়ের বন্ধুর মত পাশে থেকে গাইডলাইন দেওয়া কতটা জরুরী সেটা পরিচালক ভালোভাবেই ফুটিয়ে তুলেছেন। সঠিক পরিচর্যার অভাবে একটা ভালো সন্তান শঙ্গদোষে কতটা খারাপ হতে পারে তার প্রমাণ August 14।
🔞 ⚠️ গল্পের প্রয়োজনে কিছু 18 দৃশ্য রাখা হয়েছে
IMDB:7.9/10
Personal rating: 7/10
এই সিরিজটি বাংলাদেশি OTT প্ল্যাটফর্ম Binge এ দেখা যাবে।
 
রিভিউটি লিখেছেনঃ Jubayer Ahmed 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.