Header Ads

3 Idiots Full Movie Review Bangla | থ্রী ইডিয়টস | Aamir Khan | Kareena Kapoor | Madhavan | Omi Vaidya

 


🎬3 IDIOTS
®⭐⭐⭐⭐⭐
📢স্পয়লার এলার্ট📢
মূলত গল্পটা রাজু, ফারহান এবং র্যাঞ্চো নামক তিন কলেজ ছাত্রের।
চৈতন ভগৎ-এর খ্যাতনামা উপন্যাস ‘FIVE POINT SOMEONE’ থেকে অনুপ্রাণিত হয়ে। ২০০৯ সালে, রাজকুমার হিরানী, আমির খান, আর মাধবন, শারমান জোশি, কারিনা কাপুর, বোমান ইরানীদের নিয়ে নির্মান করেন বলিউডের কালজয়ী সিনেমা '3 IDIOTS'। তো, আজ সিনেমাটির সংক্ষিপ্তকারে রিভিউ, এবং খুঁটিনাটি কিছু বিষয়ে লিখব।
◾রাজু⇨ নিন্মবিত্ত ঘরের সন্তান। বাবা অসুস্থ হয়ে চিরতরে আকড়ে ধরেছে, কুড়ে ঘরের এক কোণার একটি বিছানাকে। মা বহুকষ্টে ঘরসংসার টিকিয়ে রেখেছে। ঘরে মধ্যবয়স্ক বোন রয়েছে, যার এখনো হয়নি বিয়ে। তো সর্বোপরি পারিবারিক বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে। তার উপর নিজের ভবিষ্যতের চিন্তাই প্রায় সময় চিন্তিত রাজু। তাই ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে, নিজের এবং পরিবারের ভাগ্য বদলানোর উদ্দেশ্য। রাজু ভর্তি হয় প্রফেসর ভাইরাসের কলেজে।
◾ফারহান⇨ অর্থবিত্তের তেমন কোনো সংকট নেই, অবশ্য মধ্যবিত্ত পরিবারের সন্তান। তারপরও তার বাবার রয়েছে, বেশ ভালো টাকা-পয়সা। তো, বাবার ইচ্ছে ছেলে ফারহান ডিগ্রি নিয়ে হবে নামকরা ইঞ্জিনিয়ার। অন্যদিকে ফারহানের স্বপ্ন সে হবে একজন ফটোগ্রাফার। কিন্তু বাবার ভয়ে প্রকাশ্য করতে পারেনা নিজের স্বপ্নের কথা। তাই ফারহানও ছাত্র হিসেবে নাম লেখায় প্রফেসর ভাইরাসের কলেজে।
◾্যাঞ্চো⇨ উৎফুল্ল, উৎদিপ্ত, আত্মবিশ্বাসী র্যাঞ্চো। যার মনে কখনো থাকেনা কোনো দুশ্চিন্তা। সে হয়না কখনো ভাবগম্ভীর, সব কিছু সহজ সরল ভাবে চিন্তা করেই হয় সস্তি র্যাঞ্চোর। তো, রাজু এবং ফারহানের মতো র্যাঞ্চোও প্রফেসর ভাইরাসের কলেজে ভর্তি হলেও। র্যাঞ্চো আসেনি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিতে, বরং র্যাঞ্চো এসেছে শিক্ষা নিতে।
◾কলেজে ভর্তির কিছু দিনের মধ্যে এক এক করে বন্ধুত্ব হয়েযায় রাজু, ফারহান এবং র্যাঞ্চোর মধ্যে। যারা হোস্টেল থেকে পড়ালেখা করেছে। তারা খুব ভালো জানে হোস্টেল লাইফ কতটুকু রঙিন হতে পারে। অবশ্য বাবা মায়ের আলাভোলা, শিক্ষকদের প্রাণ প্রিয় ছাত্র হলে, তার জন্য রঙিন শব্দটি প্রযোজ্য নয়। কিন্তু র্যাঞ্চোর মতো হাড়দুষ্টুদের ক্ষেত্রে রঙিন শব্দটি ব্যাবহার্য। তবে মনে রাখবেন এই দুষ্টু র্যাঞ্চো প্রতিটা কর্মকান্ডে মধ্যে রয়েছে, শিক্ষা নেওয়ার মতো অনেকগুলো বিষয়।
🔰সর্বশেষঃ বলিউডে সোশ্যাল-কমেডি, ড্রামা জনরার উপর নির্মিত। কোনো সিনেমা যদি মাস্টারপিসের দাবীদার হয়। তবে আমার মতে, থ্রী ইডিয়টস-ই সেই সিনেমা। কেন তা আমি বলবনা, বরং আপনি নিজ দায়িত্বে দেখেই বুঝেনিন।
অন্যান্য ফ্যাক্ট
1️⃣ ‘র‌্যাঞ্চো’ চরিত্রটির জন্য রাজু হিরানী প্রথম পছন্দ ছিল শাহরুখ খান। কিন্তু শাহরুখ হিরানীর প্রস্ততাব ফিরিয়ে'দেন। অতপর হিরানী যান আমিরের কাছে। আমির সাথে সাথেই রাজি হয়ে যান।
2️⃣ অন্যদিকে আগে থেকেই হিরানীর সাথে কাজ করার ইচ্ছা থাকায়। এই সিনেমার 'পিয়া’ চরিত্রটি পাওয়ার জন্য পরিচালকের কাছে নিজেই আগ্রহ প্রকাশ করেন কারিনা কাপুর।
3️⃣ ফারহান ও রাজু এই দু’টি চরিত্রের একটির জন্য প্রথমে আরশাদ ওয়ার্সিকে প্রস্তাব দেওয়া হয়। কিন্তু শিডিউল জটিলতার কারনে আরশাদ প্রস্তাব ফিরিয়ে'দেন। তারপরে চরিত্র দু’টি প্রস্তাব যায় জন আব্রাহাম ও সাইফ আলী খানের কাছে। কিন্তু তাঁরাও না করে দিলে চরিত্র দু’টি পান মাধবন ও শারমান।
4️⃣ অপরদিকে, ‘র‌্যাঞ্চো’ চরিত্রটিতে অভিনয় করার জন্য আমির খানের নিজের ওজন কমনোর প্রয়োজন পড়ে। তাই, তাঁকে মেনে চলতে হয় কড়া খাদ্যাভাস। এমনকি আমির নিজের জন্মদিনের কেক'ও খেতে পারেন'নি। তখন এক সাক্ষাৎকারে আমির বলেছিলেন,
"আমি দুধ আর কয়েকটা কলা খেয়ে বেঁচে আছি"!
5️⃣ দর্শকদের মতে, '3IDIOTS' সিনেমায় সবচেয়ে আলোচিত দৃশ্য হল সন্তান ডেলিভারির সময়কার দৃশ্যগুলো! উক্ত দৃশ্যটি আসলে হিরানী ‘MUNNA BHAI MBBS’ সিনেমার জন্য ভেবেছিলেন। কিন্তু পরে সেটা উক্ত সিনেমার সাথে অপ্রয়োজনীয় মনে হওয়ায় বাদ দেন!
6️⃣ সঞ্জয় দত্তকে সিনেমাটিতে একটি ক্যামিও চরিত্র করার জন্য বিবেচনা করা হয়েছিল।
7️⃣ '3 IDIOTS' সিনেমার অনন্য একটি রেকর্ড হলো, এই সিনেমাটি বলিউডের প্রথম নেট=২০০শত কোটি রুপি আয় করা সিনেমা।
3 Idiots
____________________________________ কিছু তথ্য👇
🔰বাজেট
💁‍♂️₹৫৫+/-Cr
🔰বক্সঅফিস
💁‍♂️ডোমেস্টিক : ₹২৭৪+/-Cr
💁‍♂️ওভারসীস : ₹১৮৬+/-Cr
📟️টোটাল : ₹৪৬০+/-Cr
🏆পুরষ্কার
🎖️৩টি National Award-সহ মোট ৮৯টি নমিনেশন
🎖️৩টি National Award-সহ মোট ৬৩টি পুরষ্কার জয়
🔰আইএমডিবি রেটিং
📶৮.৫+/- {৩৭৯,৯৩৯+ভোট}
Happy Watching
🍿
Thanks


রিভিউটি লিখেছেনঃ Mohammad Arfan

 




 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.