Header Ads

Dhamaal Full Movie Review Bangla | ধামাল ফুল মুভি রিভিউ বাংলা | Sanjay Dutt | Riteish Deshmukh | Suhasini Mulay

 


পিওর কমেডি ফিল্ম কে না পছন্দ করে। ন্যাচারাল কমেডিগুলো মন হাসিখুশি রাখার জন্য একটা টোকেন হিসেবে কাজ করে। হিন্দি ইন্ডাস্ট্রিতে এখন কমেডির নামে বেশিরভাগ ভাঁড়ামো আসলেও একসময় দারুন সব কমেডি ফিল্ম আসতো। ধামাল তন্মধ্যে একটি।
Dhamaal (2007)
Imdb: 7.4/10
ধামাল এডভেঞ্চার কমেডি ড্রামা জনরার ফিল্ম। আরশাদ ওয়ারসি, রিতেশ, সঞ্জয় অভিনীত এ ফিল্ম আগাগোড়া হাসির৷ পিওর কমেডি, এটা যেকোনো মানুষের ভালো লাগবে৷ এক কথায় - মাস্টওয়াচ।
হালকা স্পয়লার...
কাহিনী সংক্ষেপ: চার রুমমেট। চারজনই নানা কারণে বাড়িছাড়া। চারজনেরই কোনো কাজ নেই, রুটিরুজি ও নেই। যার ফলে বাসা ভাড়া দেওয়ার ও সামর্থ্য হয়না। বাসা ছাড়তে হয়। খোলা আকাশের নিচে এসে যখন কি করবে খুঁজে পায়না তখন ঘটনাক্রমে তারা সন্ধান পায় লুকায়িত সম্পদের ঠিকানা। পড়িমরি করে রওনা হয় তারা। তবে তা পাওয়া এতো মসৃণ হয়না কারণ ইন্সপেক্টর কবির ও তার সন্ধান জেনে যায়। শুরু হয় সকলের গুপ্তধন উদ্ধার মিশন।
_*_
ইন্টারেস্টিং ফিল্ম। প্লট সিম্পল, কিন্তু এই সিম্পল প্লটটাকে কমেডিগুলো জমিয়ে তুলেছিলো। অতিরঞ্জিত করে ফেলেনি এটা পজিটিভ দিক। এজন্য লেখক পরিতোষ এবং ডিরেক্টর ইন্দ্র কুমার উভয়েই ধন্যবাদ প্রাপ্য। এবার যদি এক্টিং এ আসি তাহলে কেউ কমতি রাখেনি। দেখা শেষে কিছুক্ষণ ভাবলাম যে কে সবচেয়ে বেশি হাসিয়েছে। 🤣
আরশাদ তো এমনিতেই কমেডি জনরার এক্টর হিসেবে পরিচিত। আরশাদের পারফরম্যান্স ও ভালো হয় কমেডি মুভিগুলোয়। এখানে আদি চরিত্রকেও দারুণভাবে এন্টারটেইনিং করে তুলেছে সে। ফানি এটিচিউট আর সংলাপ পুরো মারাত্মক। সাথে রিতেশ, অশিষ, জাভেদ পুরো ফিল্মকে নিয়ে গেছে অট্টহাসি হাসানের পর্যায়ে। এদিকে গুপ্তধন উদ্ধার হবে সেখানে যদি এডভেঞ্চার আর চোর-পুলিশ খেলা হয় তাহলে অডিয়েন্স নিশ্চয়ই আরও মজা পাবে। এ অভাবটা পূরণ করে দেয় সঞ্জয় দত্ত ইন্সপেক্টরের চরিত্রে অভিনয়ের মাধ্যমে। সঞ্জয়ের এটিচিউট নিয়ে নতুন কিছু তো বলার নেই।
সঞ্জয় মিশ্রের বাবু ডাকাত ফিল্মে যোগ করে আরেক মাত্রা। তার এন্ট্রি না হলে হয়তো অনেকগুলো হাসি মিস হয়ে যেতো। ওদিকে মাত্র কয়েক মিনিট স্ক্রিন টাইম নিয়ে বিজয় রাজ এমনভাবে হাসিয়েছে যে সত্যিই প্রশংসা না করে পারা যায়না। এই সিনটা মুভি না দেখে শুধু ক্লিপ দেখলেও হাসি আসবে। তারজন্য নিশ্চয়ই অসাধারণ অভিনয় বড় ফ্যাক্টর ছিলো।
এ ফিল্মটা দেখা উচিত। যদি গুটিকয়েক মুভি দেখার মতো কোনো অডিয়েন্স হয় তার জন্যেও একই কথা। কারণ এরকম ন্যাচারাল এক্টিং, পিওর কমেডি সহজে মিলবেনা। আবারও সেই একই কথা,
মাস্টওয়াচ!
ব্যক্তিগত রেটিং: ৯/১০


মুভিটি রিভিউ করেছেনঃ ডেমন টারগারিয়েন

 

 

মুভি ট্রেইলারঃ


 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.