Header Ads

Don't Look Up | ডোন্ট লুক আপ ফুল মুভি রিভিউ বাংলা | Leonardo DiCaprio | Jennifer Lawrence | Meryl Streep

 

ওরি! উল্কাপিন্ড আসতেছে! 'ডোন্ট লুক-আপ'
🎬DON'T LOOK UP
®⭐⭐⭐
⚠স্পয়লার এলার্ট⚠
◾PhD ক্যান্ডিডেট 'ক্যাট' হুদাই টেলিস্কোপ নিয়ে গাটাগাটি করার সময়। হঠাৎ আবিস্কার করে এভারেস্টের সমান একটি উল্কাপিন্ড! ধেয়ে আসছে পৃথিবীর দিকে! আগামী ৬-মাসের মধ্যে এটির আঘাতে ধংস হবে গোটা পৃথিবী!
◾তো, ক্যাট এবং তার প্রফেসর ম্যান্ডি দৌড়ে যায়, হোয়াইট হাউজে প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্ট তাদের সব কথা শুনে বলে,
"ধুর! এসব বেহুদা জিনিস নিয়ে চিন্তা করার সময় আমার নেই। আমি তোমাদের মতো বেকার নয়"!
অতপর, হোয়াইট হাউজের লোকেরা ক্যাটম্যান্ডি জুটিকে ঝেঠিয়ে-জুতিয়ে বের করে দেয়!
◾এবার ক্যাটম্যান্ডি জুটি 'ডেইলি রিপ' টেলিভিশন চ্যানেলের লাইভ শো-তে হাজির হয়ে। পৃথিবী-বাসীকে আগত উল্কাপিন্ডের ভয়াবহতা সম্পর্কে, জানানোর চেষ্টা করে। কিন্তু চ্যানেলের বুক ফুলানো এক আন্টি এবং তার কালো সহকর্মীর, একের পর এক করা বেহুদা প্রশ্নে উত্তেজিত হয়ে যায় ক্যাট! পরে চিল্লাপাল্লা করে সেখান থেকেও বিদায় নেয় ক্যাটম্যান্ডি। অন্যদিকে লোকজন ক্যাটম্যান্ডিকে পাগল-ছাগল বলে হাসি তামাশা করে!
◾কিন্তু, কিছু সময়পর ঘটনাচক্রে প্রেসিডেন্ট-সহ, সবাই বুঝতে পারে ক্যাটম্যান্ডির কথা সত্য! তাই প্রেসিডেন্টের আদেশে মিলিটারিরা রকেটে পরমানু ক্ষেপনাস্ত্র সংযোজন করে। এবং সেই রকেটগুলোকে লঞ্চ করে উল্কাপিন্ডটি ধংস করার উদ্যেশে। রকেট যখন মাঝপথে। ঠিক তখনই পিটার নামক এক বুড্ডা এসে প্রেসিডেন্ট ম্যাডামকে কোণায় ডেকে বলে,
"পৃথিবীর দিকে আগত ঔ উল্কাপিন্ডে রয়েছে $১৩০ট্রিলিয়ন ডলার সম-মূল্যের সম্পদ"!
এই কথা শুনে এবং বুড্ডা পিটারের বাতাসে প্রেসিডেন্ট উল্কাপিন্ডটি ধংস করার মিশন মাঝপথেই বন্ধ করে দেয়!
◾তো, এসব বিষয় জেনে, ক্যাট এবং ম্যান্ডি দুঃখে ভারাক্রান্ত মনে প্রেসিডেন্টকে অনেক বুঝানোে চেষ্টা করে। যে, উল্কাপিন্ডটি ধংস না-করলে গোটা পৃথিবী নষ্ট হবে! কিন্তু বুড্ডা পিটারের দেওয়া বাতাস। এবং $১৩০ট্রিলিয়ন ডলারের লোভে দুষ্টু প্রেসিডেন্ট, ক্যাটম্যান্ডির কথা না-শুনে অনুসরণ করে বুড্ডা পিটারের পরামর্শ!
◾আর এতে করেই অনিবার্য হয়ে পড়ে পৃথিবী ধংস হওয়া। পৃথিবী ধংস হলে'ও ব্যাক-আপ প্ল্যান মোতাবেক। বুড্ডা পিটার এবং দুষ্ট প্রেসিডেন্ট-সহ বেশ কয়েজন, ঘুমিয়ে প্রায় ২২-হাজার বছরের যাত্রা করে পৌছে যায় অন্য গ্রহে! কিন্তু সেখানে গিয়ে'ও শেষ রক্ষা হয়'না দুষ্টু প্রেসিডেন্টের। অন্যদিকে পৃথিবীতে সর্বশেষ মানব হিসেবে বেঁচে-থাকে, প্রেসিডেন্টের হাতি মার্কা বেকুব ছেলে জ্যাসন।
📌সিনেমাটিতে কোনো অ্যাকশন সিকুয়েন্স নেই। আসলে সিনেমাটিতে দেখানো হয়েছে। যে, মানুষের দায়িত্ব জ্ঞান কিভাবে লোপ পেয়েছে! মানু্ষ গুরুত্বপূর্ণ বিষয়কে'ও কিভাবে অবহেলা করছে! যেকোনো বিষয়কে মানুষ কিভাবে তামাশায় পরিণত করছে!
🔰সর্বশেষঃ সিনেমাটি কমেডি ড্রামা হিসেবে আমার কাছে ভালোই লেগেছে। লিওনার্দো ডিকাপ্রিও বরাবরের মতোই, অনবদ্য সাবলীল অভিনয় করেছে♥ তো, সবার জন্য সিনেমাটি One time Watchable বলে আমি মনে করি।
_____________________________________ কিছু তথ্য👇
🔰বাজেট
🔸$৭৫M
🔰বক্সঅফিসঃ
📌সীমিত রিলিজ+ওটিটি[Netflix]
🔸বিশ্বব্যপি : $৭.২+M
🔸ওটিটি ভিউস : 263.32+
🔰আইএমডিবি রেটিং
🔸৭.৩ [২৮৯,৪৫৩+ভোট]
ধন্যবাদ 
 
 

রিভিউটি লিখেছেনঃ Mohammad Arfan

মুভি ট্রেইলারঃ 



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.