Header Ads

The Hangover Movie Review Bangla | দ্যা হ্যাং ওভার ফুল মুভি রিভিউ | Zach Galifianakis | Heather Graham

 


মাত্রতিরিক্ত হাসি স্বাস্থ্য জন্য ক্ষতিকারক!
🎬THE HANGOVER [৩টি সিনেমা]
©⭐⭐⭐⭐
📢স্পয়লার এলার্ট📢
এখন প্রায় সময় বিয়ের আগে ব্যাচেলর পার্টি, লাস্ট ব্যাচেলর ট্রিপ-সহ ভিন্ন, ভিন্ন নামে নানা রকম কর্মকান্ড, করে থাকেন বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা! যা আমার দৃষ্টিতে এক প্রকার চুলকানির রোগ। আরে ভাই তুমি বিয়ে করতেছ, মরণ সহ্যায় শায়িত হচ্ছনা। যে, তুমাকে শেষ বারের মতো ব্যাচেলর পার্টি বা লাস্ট ব্যাচেলর ট্রিপে যেতে হবে। তার মানে হুদাই এহেন কর্মকাণ্ড করার কোনো দরকার আছে! কিন্তু যাই বলিনা কেন তারা এসব করবেই। আর এইসব বেহুদা কর্মকান্ড নিয়েই তৈরি হয়েছে THE HANGOVER ট্রিলজি।
THE HANGOVER
◾কাহিনিঃ ডাগ, স্টু, ফিল, এরা তিন বন্ধু, সাথে রয়েছে ডাগের হবু শ্যালক অ্যালেন। তো, ডাগের বিয়ে ঠিক হয়েছে অ্যালেনের বোনের সাথে। বিয়ের আগে যথারীতি ব্যাচেলর পার্টি নামক চুলকানি রোগে আক্রান্ত হয়ে। পার্টি করতে লাস ভেগাসের উদ্দেশে ডাগ বেড়িয়ে পড়ে দুই বন্ধু এবং হবু শ্যালককে নিয়ে।
◾অতপর পার্টির নামে তারা বহু বেহুদা কর্মকাণ্ড করে! সর্বশেষে তারা ঘুমিয়ে পড়ে। কিন্তু যখন তাদের ঘুম ভাঙ্গে, তখন তাদের মাথায় ঠাডা পরে। কারন রুমের অবস্থা বর্ননাতীত! তারউপর অ্যালেন বোনের হবু জামাই ডাগ গায়েব! অনেক খোজাখুজির পরও পাওযা যাচ্ছেনা তার সন্ধান! এইসবের চেয়েও বড় সমস্যা, তারা সারারাত কি করেছিল তার কিছুই মনে করতে পারছেনা! তাছাড়া, মরার উপর কড়ার গাঁ হয়ে দাড়িয়েছে রুমে কান্নারত ছোট্ট বাচ্চাটি! কোত্থেকে এলো এই বাচ্চা! কোথায় গায়েব হলো অ্যালেনের হবু বোন জামাই ডাগ?
____________________________________
THE HANGOVER II
◾কাহিনিঃ এখানেও সেম কাহিনি। এবার ডেন্টিস [দাতের চিকিৎসক] স্টু'র বিয়ে উপলক্ষে, তার বাকি দুই বন্ধু ডাগ, ফিল, এবং ডাগের শ্যালক অ্যালেন-সহ। সবাই ব্যাংককে উদ্দেশে যাত্রা করে। অতপর এবারও তারা ফেঁসে যায় হ্যাংওভারের চক্করে! চোখ খুলার পর দেখা যায়, দাতের ডাক্তার স্টু'র একটা দাত গায়েব! আগের মতো এবারও মনে করতে পারছেনা, রাতে কি সব কর্মকান্ড করেছিল তারা! যথারীতি এবারও ঘটে হাসিতে পেট ব্যাথা হয়ে যাওয়ার মতো সব ঘটনা!
____________________________________
THE HANGOVER III
◾এবারের কাহিনি ভিন্ন। ডাগ, ফিল এবং স্টু হ্যাংওভারের চক্কর থেকে বেরিয়ে, এখন স্বাভাবিক জীবন জাপন করছে। অন্যদিকে অ্যালেন যেই অ্যালেন সেই অ্যালেনই রয়ে গেল! আস্ত একটা জিরাফ গাড়িতে তুলে বাসায় ফিরছিল অ্যালেন। কিন্তু সামনে ফ্লাইওভারের সাথে সংঘর্ষে, জিরাফটির মাথা আর শরীর বিচ্ছিন্ন হয়ে যায় একে অপরের থেকে! এই ঘটনা নিয়ে ঝগড়াঝাটি হয় অ্যালেন এবং তার বাপের মধ্যে। অতপর ঝগড়া শেষে অ্যালেন সোফাই বসে হেডফোন কানে লাগিয়ে মিউজিক শুনা শুরু করে। আর অন্যদিকে তার পিছন-দিকে হাপাতে হাপাতে মারা যায় তার বাপ!
◾অতপর, বাপকে হারিয়ে অ্যালেন হয়ে যায় শোকগ্রস্ত! আর তখন তার পাশে দাড়াতে এগিয়ে আসে স্টু, ফিল এবং ডাগ। অতপর এই চারজন যখন এক হয় তখন এবারও ঘটে জবরদস্ত সব ঘটনা!
🔰সর্বশেষঃ কমডি জনরার সিনেমা যারা পছন্দ করে। তাদের জন্য THE HANGOVER ট্রিলজি মাস্টওয়াচ বলা যায়। সো, আপনি যদি কমেডি সিনেমা দেখতে পছন্দ করেন। তবে চটজলদি দেখে নিতে পারেন THE HANGOVER ট্রিলজি।
____________________________________ কিছু তথ্য👇
🔰বাজেট [৩টি সিনেমা]
💁$২১৫M
🔰বক্সঅফিস [৩টি সিনেমা]
💁ডোমেস্টিক: $৬৪৩+M
💁ওভারসীস : $৭৭২+M
💁টোটাল : $১.৪১৬+B
🔰পুরষ্কার [৩টি সিনেমা]
💁১টি G.G-সহ মোট ৭০টি নমিনেশন
💁১টিG.G-সহ মোট ২০টি পুরষ্কার জয়
🔰আইএমডিবি রেটিং [৩টি সিনেমা]
📶৬.৬ [১,৫৪৫,৩৪২+ভোট]
Happy Watching
🍿


রিভিউটি লিখেছেনঃ Mohammad Arfan

 

মুভি ট্রেইলারঃ 


 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.