Header Ads

Adithya Varma | Movie Review Bangla | আদিত্য ভারমা | Dhruv Vikram | Banita Sandhu | Priya Anand

 

Movie - Adithya Varma
Year - 2019
Genre - Drama, Romance
Language - Tamil
IMDB Rating - 6.3
®⭐⭐⭐⭐⭐⭐

তামিল অভিনেতা বিক্রমের ছেলে ধ্রুব বিক্রমের প্রথম মুভি আদিত্য ভার্মা।

কেমন ছিলো মুভিটা?

Adithya Varma মুভিটা তেলেগু মুভি Arjun Reddy এর রিমেক।
Arjun Reddy মুভিটা অনেকেই দেখে ফেলেছেন।
Arjun Reddy মুভিতে অসাধারন অভিনয় করেছিলেন বিজয় দেবরকোন্ডা।বলিউডের শাহিদ কাপুর Kabir Singh মুভিতেও অসাধারন অভিনয় করেছেন।
বিজয় দেবরকোন্ডা আর শাহিদ কাপুরের অভিনয় ছিলো দেখার মতন।
ধ্রুব বিক্রম তার প্রথম মুভিতে কতটুকু সেরা অভিনয় দর্শকদের দিতে পেরেছে?
মুভিতে অভিনয় করেছেন - ধ্রুব বিক্রম,বনিতা সান্ধু।
🔴🔴🔴 Spoiler Alert 🔴🔴🔴
প্লট-
আদিত্য একজন সার্জন।সে অনেক ভাল একজন ছাত্র।তার একটাই সমস্যা সেটা হচ্ছে প্রচণ্ড রাগ।রাগ উঠলে সে যেকোনো কিছু করতে পারে।
কলেজে ফুটবল খেলায় আদিত্য এর সাথে একজনের মারামারি হয়।এটা নিয়ে আদিত্য রাগ করে কলেজ থেকে চলে যেতে চায়।
হঠাৎ এক সুন্দর,সাধারণ একটা মেয়েকে দেখে আদিত্য অনেক পছন্দ করে ফেলে এবং ধীরে ধীরে তাকে ভালোবেসে ফেলে।
এরপর সবসময় মেয়েটার সাথে আদিত্য কথা বলে এবং বিভিন্ন জায়গায় বাইক নিয়ে ঘুরতে যায়।মেয়েটির নাম হচ্ছে মীরা।মীরার বাসায় একদিন আদিত্য আসে।
হঠাৎ ছাদের মধ্যে মীরার বাবা দুইজনকে কিস করতে দেখে যার ফলে সে আদিত্যকে ঘর থেকে বের করে দেয়।আদিত্য অনেক বুঝানোর চেষ্টা করে মীরার বাবাকে।
কিন্তু মীরার বাবা এইরকম ছেলের সাথে তার মেয়ের বিয়ে দিবে না।এদিকে মীরার বাবা বিয়ে ঠিক করে তার মেয়ের জন্য।আদিত্য ওই বিয়ের মধ্যে উপস্থিত হতে পারেনি কারণ দুইদিন তার কোন হুশ ছিলো না।মীরার বিয়ে হয়ে যায় অন্যকারো সাথে।এই বিয়ে মানে না আদিত্য কিন্তু কিছু করার নেই।
যাইহোক,আদিত্য এর একমাত্র সঙ্গী হচ্ছে মদ, সিগারেট এবং নেশা জাতীয় বিভিন্ন প্রকার মাদক দ্রব্য।এগুলা নিয়েই সে সবসময় পরে থাকে।আদিত্য অনেক ভালোবাসতো মীরাকে।মীরাকে সে কখনোই ভুলতে পারবে না।
এখন এইরকম অবস্থায় তাদের ভালোবাসার কি হবে?
মুভিটা দেখতে পারেন।
হ্যাপি ওয়াচিং। 🙂🙂🙂
প্রথম মুভি হিসেবে ধ্রুব বিক্রম ভালো অভিনয় করার চেষ্টা করেছে।
বিজয় দেবরকোন্ডা আর শাহিদ কাপুরের অভিনয়ের সাথে তুলনা না দেয়াটাই ভালো আমি মনে করি।
মুভির কাহিনী সম্পর্কে তেমন কিছু বলার নেই।


মুভিটি রিভিউ করেছেনঃ Tanvir Rahman Turjo

 

মুভি ট্রেইলারঃ 




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.