Header Ads

Cadaver Bangla Review | ফুল মুভি রিভিউ বাংলা | Amala Paul | Riythvika Panneerselvam | Munishkanth

Cadaver (2022)
Language:- Tamil
Director:- Anoop Panicker
Genere:- Medical Thriller
Streaming Platform:- Disney Hotstar 
 
Spoiler Alert
তামিল ভাষার থ্রিলার ফিল্ম মানেই একরাশ প্রত্যাশা ও উত্তেজনা অপেক্ষা করে থাকবেই দর্শকদের জন্য।আর যেখানে ছবির নাম "ক্যাডাভার" (অর্থাৎ dead body) সেখানে একটা জবরদস্ত ক্রাইম থ্রিলারের আশা করাই যায়!কিন্তু সত্যি কথা বলতে গেলে সেই প্রত্যাশা ৫০% পূরণ করতে পেরেছে অনুপ পানিকর পরিচালিত এই ফিল্ম।তার মানে কি একেবারেই ভাল হয়নি ফিল্মটি?তাও আমি বলব না।বরং এই ফিল্ম দেখে আমার কিছুটা ভাল লাগা ও না লাগা মিশিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া হয়েছে।আসুন বিশদে আলোচনা করা যাক..
গল্প চেন্নাই শহরের বুকে সেন্ট্রাল জেলে আবদ্ধ এক সাজাপ্রাপ্ত কয়েদীকে ঘিরে শুরু হয়,,যার নাম ভেট্রি।ভেট্রি জেলবন্দী থাকা অবস্থাতেই সেলের ভেতর থেকে যাদের যাদের খুনের হুমকি দেয়,,ঠিক তাদেরই একের পর এক অস্বাভাবিক অপঘাত মৃত্যু হতে থাকে।ভিক্টিমেরা সব হাই প্রোফাইল উঁচুতলার মানুষ হবার সুবাদে পুলিশ,প্রশাসন ও মিডিয়া জগতে এই নিয়ে হৈ চৈ পড়ে যায়।পুলিশ বাধ্য হয় এই রহস্য সমাধানের জন্য রাজ্যের সবচেয়ে নামী ফরেন্সিক সার্জেন ডাঃ ভদ্রা তুঙ্গভেল্লির শরণাপন্ন হতে।ডাঃ ভদ্রা কি পারবেন এই প্যাঁচালো রহস্যের জট ছাড়িয়ে এই হত্যালীলা বন্ধ করতে??
প্রথমেই বলি গল্পের প্লট গতানুগতিক ধারার হলেও যথেষ্ট আকর্ষণীয় ছিল।কিন্তু ন্যারেটিভ স্টাইল আমার খুব পছন্দ হল না।আরও ভাল ভাবে ও রুদ্ধশ্বাস ভাবে গল্পটি বলা যেতে পারত।সেইরকম মালমশলা গল্পে মজুত ছিল একেবারেই।যাইহোক যেকোনো কারনেই হোক সেই প্লট এক্সিকিউশন টা missing ছিল।চিত্রনাট্য একটু স্লো পেসের ছিল।এছাড়া প্রথম থেকেই কে আসল অপরাধী সেটা দর্শক বুঝতে পেরে যান,,ছবির মূল বিষয়বস্তু সীমাবদ্ধ থাকে কেন এই অপরাধ সংগঠিত হয়েছে তাকে নিয়েই।এটাও একটা কারন হতে পারে কম থ্রিলের।তবে এই ছবি একটি ট্র্যাডিশানাল চিন্তাভাবনার মূলে কুঠারাঘাত করেছে তা হল থ্রিলার ফিল্ম মানেই যে শুধু সাস্পেন্স আর থ্রিলের বাড়াবাড়ি থাকবে তা নয়!বরং অনেকটা মানবিক উপাদান ও আবেগপ্রবণ মুহূর্তে ভরপুর ছিল এই ফিল্মটি।এখানেই এই ফিল্ম অন্যান্য থ্রিলারের চেয়ে একটু আলাদা।পুরো ছবি জুড়ে অনেক ছোটবড় টুইস্ট থাকলেও একদম ফাইনাল টুইস্টটি লাজবাব ছিল নিঃসন্দেহে।
কিছু কিছু প্লট লুপহোলস চোখে পড়ে বেশ,,যেমন...
Spoiler alert
1.এই ফিল্মে মূল গল্প ফ্ল্যাশব্যাকে দেখানো হয়।যে মূল অপরাধটি দুনিয়ার চোখ থেকে লুকিয়ে রাখার জন্য এই গল্পের অবতারণা,,সেই অপরাধের যে শিকার সেই অ্যাঞ্জেল নামটি ভেট্রিকে ইন্টারোগেট করার সময় তদন্তকারী অফিসার জানলেন কি ভাবে?
2.চার্চের পাদ্রী ভদ্রলোককে কে ও কেন মারল সেটা ধোঁয়াশা হয়ে রয়ে গেল
3.যে মূল বেআইনি কার্যকলাপ নিয়ে পুরো গল্পের বিস্তার তার আরও বিস্তারিত presentation ফিল্মে থাকলে ঠিকঠাক হত।
4.ঠিক কি কারনে ভেট্রি জেলবন্দী সেটা পরিষ্কার করা হয়নি।স্ত্রীকে চেন স্ন্যাচারের হাত থেকে বাঁচাতে গিয়ে চোরটি অনিচ্ছাকৃত অ্যাক্সিডেন্টে মারা যায়।সেটাই কি জেলযাত্রার কারণ?
অভিনয়ে মূল নায়িকা চরিত্রে নজর কাড়লেন অভিনেত্রী ও এই ফিল্মের প্রযোজিকা অমলা পাল।ছোট বব কাট চুল ও চশমায় বেশ অন্যরকম ও সুন্দর দেখতে লেগেছে ওনাকে।অভিনয়ও চুটিয়ে করেছেন উনি।ফরেন্সিক অটপ্সি সার্জেনের অনুসন্ধিৎসু ভূমিকায় ভাল মানিয়েছিল ওনাকে।পাশাপাশি ডাঃ ভদ্রার মানবিক ও সংবেদনশীল দিকটিও প্রাঞ্জল ভাবে ফুটিয়ে তুলেছিলেন অমলা।এসিপি বিশালের চরিত্রে রূপদান করেছিলেন কাইথি ফিল্মের গ্যাংস্টার আদাইকালাম খ্যাত হরিশ উত্থামন।বরাবর নেগেটিভ অবতারে ধরা দিলেও এখানে পজিটিভ চরিত্রে যথাযথ কাজ করেছেন হরিশ।ভেট্রির স্বল্প দৈর্ঘ্যের চরিত্রে মন খারাপ করা অভিনয় করলেন থ্রিগুণ।বিশেষ করে ওনার শেষ দৃশ্যে কান্নার অভিনয় অনেকের চোখেই জল আনবে!অ্যাঞ্জেলের রোলে অথুল্য রভিকে প্রাণচঞ্চল লেগেছে।
ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর বেশ ভাল।তবে কিছু কিছু জায়গায় অমলা অভিনীত বিখ্যাত তামিল থ্রিলার "রাতসসান" এর ফ্লেভার পাওয়া যাচ্ছিল।অ্যাকশন কোরিওগ্রাফি সুন্দর ও অ্যাক্সিডেন্টের দৃশ্যটি সুন্দরভাবে কোরিওগ্রাফ করা হয়েছে।
এই ছবির আরেক বিশেষত্ব ফরেন্সিক মেডিসিনের অনেক Terminology ''র সাথে পরিচয় করিয়ে দেওয়া দর্শকদের!Adipocere এর সুন্দর ভাবে ব্যাখা দেওয়া হয়েছে।সবমিলিয়ে Cadaver খুব খারাপ লাগল না দেখে আবার একেবারে মুগ্ধ হবার মতও মনে হল না।
 
আমার রেটিং ৬-৬.৫

রিভিউটি লিখেছেনঃ Arindam Patra
 
মুভি ট্রেইলারঃ  

 


 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.