Header Ads

Kumbalangi Nights | কুম্বালাংগি নাইটস | Full Movie Bangla Review | Shane Nigam | Fahadh Faasil | Anna Ben

 

K͛u͛m͛b͛a͛l͛a͛n͛g͛i͛ ͛N͛i͛g͛h͛t͛s͛ ͛(͛2͛0͛1͛9͛)͛

 IMDB: 8.5

Language: Malayam

ফাইনালি Ratsasan দেখার হতাশা কাটায় আবার সাউথের ফিল্মে মজে গেলাম। Kambalangi Nights প্রত্যাশায় সম্পূর্ণ উৎরে গেলো।
বলিউডে Karwaan দেখার পর কেউ এটা সাজেস্ট করেছিলেন, কারণ কেরালার প্রেমে পড়ে গিয়েছিলাম ওই ফিল্ম দেখে। ঠিক একইরকম বা তার চেয়ে বেশি অনুভূতি হলো এই ফিল্ম দেখে। আহা, যদি থাকতে পারতাম ওই চার ভাইর সাথে গাঁও গেরামে, ফুটবল খেলতাম ছোট ভাইটার সাথে, বড় ভাইর সাথে মাছ ধরতে যেতাম, ববির সাথে হ্যামকে শুয়ে গান শুনতাম। বনির সাথে ছবি তুলে বেড়াতাম। তবে দূরে থাকতাম ওই ফাহাদ ফাসিল থেকে। ভুলেও ওই সেলুনে পা মাড়াতাম না। ব্যাটা পুরাই সাইকো , এরকম আত্মকেন্দ্রিক, কন্ট্রোল ফ্রিকরে ধইরা মুছ কামায় দেয়া উচিত ছিলো কারো।
কামবালাঙ্গি নাইটসে সম্পূর্ণ ঢুকতে সময় লেগেছে, কারণ এটা কোনো ফাস্ট পেইসড মুভি না, জায়গাটার ভাব বুঝতে, দুই পরিবারের সম্পর্কের গণিত বোঝার ছিলো। আমি মালায়াম/তামিল এসব সবার চেয়ে কম দেখি বলে ইংরেজি সাবটাইটেল দিয়ে দেখার মানসিকতা থাকতে হয়। তবে এটা ড্রামা বলে সাবে সমস্যা হয়নি। মুভিটায় ভালোমতো মনোযোগ এসেছে প্রেমটা শুরু হওয়ার পর। ওই ছেলেটাকে শেষ Ishq এ দেখেছিলাম। আর ফাহাদ ফাসিলকে Super Deluxe এ। তবে এখানে ফাহাদ আর বড় ভাইটা সব পাদপ্রদীপ কেড়ে নিয়েছে।
এই মুভি সহজেই একটা তথাকথিত লাভ স্টোরি হতে পারতো, যেখানে মূল হিরো ইশকের ছেলেটা। তাতে এটা জনপ্রিয়তা হয়তো অনেক বেশি পেতো, কিন্তু কাল্ট উপাধি পেতো না। পেয়েছে, পাচ্ছে আমি মনে করি এর গল্পের বিস্তারের কারণে। একদিক দিয়ে ভাবলে এটা দুই পরিবারের দ্বন্দ্বের কাহিনী। তাই বলে এখানে ঝগড়াঝাঁটি গালাগালি মেলোড্রামা নেই। আছে শান্ত মনস্তাত্ত্বিক চরিত্র বিস্তার, নিজেকে খুঁজে পাওয়া, পরিবারের জন্য দায়িত্ববান হওয়া, ভাতৃত্ববোধ, একতা, আত্মশুদ্ধি, মানবিকতা।
অনেকটাই Once Upon A time in Hollywood এ যেমন chill করতে ইচ্ছা হয়েছে, এখানেও প্রায় সেটাই। শুধু পরিচালক এখানে কোনো সেচ্ছাচারিতা করেন নি। কোনো দৃশ্যই বেশিক্ষণ স্থায়ী হয়না, অথচ এতো সুন্দর নদীমাতৃক এলাকায় আরেকটু থাকতে পারলে ভালো লাগতো। তাই যত শেষ হয়ে আসে, খারাপ লাগতে থাকে যে আহা আরেকটু থাকতে পারলাম না ওদের সাথে। ভালোমতো তো জানাই হলো না ছোট ভাই আর বনি ছেলেটাকে, যে কোনো এক অজ্ঞাত কারণে কথা বলে না। মনে হয়েছে এটা মুভি না, ওয়েব সিরিজ হলে বেশি ভালো হতো। ২ ঘন্টা ১২ মিনিটের ফিল্মটির সিকোয়েল যদি আসতো!
অথচ কাউকে বলতে গেলে গল্পটা আহামরি কিছু লাগবে না, মনে হবে এমন গল্প তো বাংলা নাটকে অনেক দেখেছি। কিন্তু এখানে দেখানোর সূক্ষ্মতা আর স্টাইলই মাত করে দিয়েছে। যারা ড্রামা আর গল্পের জন্য ফিল্ম দেখেন, তাদের এটা ভালো লাগার কথা না। কারণ কুমবালাঙ্গি নাইটসের চাকা গল্পের জন্য ঘোরে না, চরিত্রের বিকাশেই মনোযোগী সে।
সবাই দেখে ফেলেছে বলে শুধু মুভিটা দেখার অনুভূতিই শেয়ার করলাম। চরিত্র আর গল্প তো সবারই জানা। Kumbalangi Nights এমন একটা ড্রামা, কমেডি, যেটা একবার দেখে পোষায় না। কারণ এখানে অনেক সূক্ষ্ম চরিত্রায়ন রয়েছে, যা ২য় দফায় বেশি চোখে পড়বে।
আমার গ্রেডিংঃ A
 এরকম শান্ত সুশীল রিয়েলিস্টিক সাউথ ইন্ডিয়ান ফিল্মই সাজেস্ট করবেন, Rᴀᴛsᴀsᴀɴ এর মতো বাণিজ্যিক ধার করা জোড়াতালি মুভি না। বড়সড় থ্রিলার হলে Sᴜᴘᴇʀ Dᴇʟᴜxᴇ, Vɪᴋʀᴀᴍ Vᴇᴅᴀ এর মতো ক্রিয়েটিভ কিছু।
Aʀᴊᴜɴ Rᴇᴅᴅʏ এর মতো র ক্যারেক্টার স্টাডি, রোমান্স হলে Oᴋ Kᴀɴᴍᴀɴɪ, Vɪɴɴᴀɪᴛʜᴀᴀɴᴅɪ Vᴀʀᴜᴠᴀᴀʏᴀᴀ এর মতো। ইস্যুভিত্তিক ফিল্ম হলে Sᴀɪʀᴀᴛ এর মতো কিছু, যেখান থেকে মাটির গন্ধ পাওয়া যায়। হরর/সাইকোলজিক্যাল থ্রিলার হলে Gᴀᴍᴇ Oᴠᴇʀ, Isʜǫ।
Bᴀʜᴜʙᴀʟɪ, Ratsasan মতো ফ্যান্টাসি কিছু না।


রিভিউটি লিখেছেনঃ Abhie Zibran
 
 
মুভি ট্রেইলারঃ 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.