Header Ads

Kannum Kannum Kollaiyadithaal Full Movie Bangla Review | BanglaMovieGhor | Dulquer Salmaan | Ritu Varma

 


লজিক্যালি ভাবে চিন্তা করে এই মুভিটি দেখলে আপনার কাছে তেমন একটা ভালো না ও লাগতে পারে।
Movie, Kannum Kannum Kollaiyadithaal
Directed Written by Desingh Periyasamy
Release date 28 February 2020
Running time 160 minutes
Language Tamil
IMDB 7.7/10
PR 6/10
হালকা স্পয়লার এলার্ট ⚠️
অনলাইন শপিং স্ক্যামের সাথে জড়িত দুই প্রতারক দুই বান্ধবীর প্রেমে পড়ে যায় এইভাবে'ই গল্প এগুতে থাকে বেশীরভাগ এমন গল্পের মুভিতে প্রথম হাল্ফ টা স্লো থাকে অথবা হালকা বোর টাইপের থাকে কিন্তু এই মুভি সম্পূর্ণ তার বিপরীত।
এই মুভিতে DCP চরিত্রে অভিনয় করেন Gautham Vasudev Menon পুরো মুভি জুড়ে তার অ্যাটিটিউড এক্সপ্রেসন ডায়লগ ডেলিভারি এক্টিং পারফরম্যান্স অসাধারণ ছিলো।
এবং কি তার পাশাপাশি সবসময়ের মতো এই মুভিতে ও দুলকার সালমান এর এক্টিং পারফরম্যান্স পুরো 'ই আগুন ছিলো।
দুলকার সালমানের পাশাপাশি Rakshan, Ritu Varma, Niranjani Ahathian এর এক্টিং পারফরম্যান্স অনেক ভালো ছিলো।
পুরো মুভি জুড়ে সবচেয়ে দুর্বল পয়েন্ট ছিলো DCP চরিত্র টি 'কে এই মুভিতে অনেক স্ট্রং ভাবে তুলে ধরা হলেও সে সামান্য এই দুই স্ক্যামের বলেন কিংবা অই দুই প্রতারক বলেন তাদের ধরার জন্য এইদিক থেকে অইদিক দৌড়াদৌড়ি করে জিজ্ঞাসাবাদ করে সিসিটিভি ক্যামেরা এর কথা বাদ 'ই দিলাম যেকোনো কাউকে দিয়ে স্কেচ তৈরি করালে ও তো হয়।
মুভিতে শো আপ করা হয় আই পেড, আই ফোন, আই ফোন কোম্পানির ল্যাপটপ ইত্যাদি ইত্যাদি অত্যাধুনিক জিনিস তাহলে তো একদম সিম্পল স্ক্যামের&প্রতারক দের যারা দেখেছে তাদের কে জিজ্ঞাসাবাদ এর পাশাপাশি তাদের দিয়ে স্কেচ ডিজিটাল পদ্ধতিতে তৈরি করালে তো ৯০% নির্ভূল স্কেচ তৈরি হয়ে যায়।
কিন্তু উনি একজন ডিসিপি হয়ে ও এই সামান্য একটা জিনিস তিনি এড়িয়ে গিয়ে উল্টো স্ক্যামের দের ধরা মুশকিল নেহি না মুনকিন হ্যায় (উদাহরণ স্বরূপ) এমন ডায়লগ মারতে যায় কোন দুঃখে?
এই সামান্য বিষয় টি এড়িয়ে গিয়ে পুরো গল্প এইদিক থেকে অইদিক মোড় নেওয়া টা কিছুটা বিরক্তিকর ফিল করিয়েছে।
তবে সাউথের মুভি বলে কথা ডিরেকশন ১০০% পারফেক্ট থাকাতে আপনি এই বিষয় টা এড়িয়ে গিয়ে মুভি টি ইনজয় করলে অনেক ভালো ইনজয় করতে পারবেন।
একটার পর একটা টুইস্ট তো আছেই গল্প কোন দিক থেকে কোনদিকে মোড় নেয় সত্যিই দেখার মতো।
মেইন দূর্বল টার্নিং পয়েন্ট টি তুলে ধরলাম না গল্পের মূল স্পয়লার হয়ে যাবে তাই।
ডিরেকশন, স্কিন প্লে, বিজিএম, এক্টিং, মিউজিক, এডিটিং ভালো ছিলো তবে স্টোরি টা আমার কাছে তেমন একটা ভালো লাগে নি।
শেষের টুইস্ট টা দেখে ডিসিপি কে ডিসিপি না একজন হাবিলদার মনে হলো।🥱


রিভিউটি লিখেছেনঃ MD Omar Khoyam

 

মুভি ট্রেইলারঃ 



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.