Header Ads

Dhuruvangal Pathinaaru Full Movie Review Bangla | বাংলা মুভি রিভিউ | Rahman | Prakash Raghavan | Sharath Kumar

 


সেই ২০১৬ এর নতুন ডাইরেক্ট'র এর নতুন মুভি আজ ২০২২ এই ও অব্দি সমান তালে প্রিয় এমন ক্রাইম থ্রিলার মুভি খুব কম পাওয়া যায়।
Movie dhuruvangal pathinaaru
Crime Thriller Movie
Run Time 1h 45mnt
Director: Karthick Naren
Language: Tamil
Hindi available
Release date: December 29, 2016
IMDB 8.2/10
PR 6.5/10
হালকা স্পয়লার এলার্ট⚠️
গল্পটি শুরু হয় দীপক তার কোয়েম্বাটুরে একজন পুলিশ অফিসার হিসেবে চাকরি করার সময় ঘটে যাওয়া একটি ঘটনার গল্প বর্ণনা করে। দীপক গল্পটি এমন একজন ব্যক্তির কাছে বর্ণনা করেছেন যিনি অন্য একজন পুলিশ অফিসারের ছেলে যিনি তার কাছ থেকে পেশাগত পরামর্শ নিতে এসেছেন।
তিন যুবক - ফ্যাবিয়ান, মানো এবং মেলভিন - একটি পাড়ায় বৃষ্টির দিনে যে গাড়িটি চালাচ্ছিলেন তার সাথে একজন লোককে ধাক্কা দেয়।
ধরা পড়ার ভয়ে তারা লাশ বাড়িতে নিয়ে যায়।
দীপক তার দৃষ্টিকোণ থেকে গল্প চালিয়ে যায়।
সে সকালে তার অফিসে আসে এবং তার অধীনস্থ অফিসার তাকে কৃষ নামে এক ব্যক্তির আত্মহত্যার বিষয়ে জানায় যা এলাকায় ঘটেছে এবং সেই ব্যক্তির লাইসেন্স হস্তান্তর করে।
তথ্যদাতা,
যিনি একজন পেপারবয়,
তাকে তার তথ্য দেওয়ার জন্য ডাকা হয়।
বের হওয়ার সময়, পেপারবয় অপরাধের দৃশ্য থেকে গাড়িটি দেখে এবং পুলিশকে চিৎকার করে, কিন্তু পুলিশ তাকে উপেক্ষা করে।
দীপক অপরাধের দৃশ্য পরিদর্শন করে এবং নতুন পুলিশ অফিসার গৌতমের সাথে দেখা করে।
গৌতম তার প্রবৃত্তি অনুসরণ করেন এবং সেই ৩ যুবকদের কথা উল্লেখ করেন। তারা তাদের তদন্ত করতে যান এবং সন্দেহজনক আচরণ করেন। কিছু না পেয়ে তারা অফিসে ফিরে আসে। যাওয়ার সময় তারা একটি ফোন পেয়ে তাদের অন্য একটি ঘটনার কথা জানায়। তারা সেখানে গিয়ে দেখে যে শ্রুতি নিখোঁজ এবং তার বেডরুমে রক্তের দাগ রয়েছে। তার বন্ধু বৈষ্ণবী এই পরিচয় দেয়। পরে দীপকের কাছে ফোন আসে যে আগের দিন সন্ধ্যায় শ্রুতি মানো নামে একজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। দীপক ওই তিন যুবকদের একজনের নাম বলে চিনতে পারে এবং তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে এইভাবে এই ঘটনাটি ধীরে ধীরে সামনের দিকে এগুতে থাকে,,,
বিজিএম অসম্ভব ভালো ছিলো
কালার গ্রেডিং ও ভালো ই ছিলো
কিন্তু স্কিন প্লে স্লো ছিলো
এক্টিং পারফরম্যান্স এর ক্ষেত্রে মোটামুটি ভালোই ছিলো সবার এক্টিং পারফরম্যান্স তবে একদম নিকুট ছিলো ডিরেকশন পুরো মুভি দেখার সময় আপনার একবার ও মনে হবে না যে এইটা কোনো একদম নতুন ডিরেক্টর এর নতুন/প্রথম কাজ আবার তা ও ক্রাইম থ্রিলার মুভি।
পুরো এক ঘন্টা ৪৫ মিনিট এর মুভিতে শেষ সিন আসা অব্দি সাসপেক্ট কে অনেক ভালো ভাবে লুকিয়ে রেখেছিলো।
তবে মুভির শেষ ফিনিশিং এই একটা বিষয় ভালো লাগেনি সেইটা বললে মূল স্পয়লার হয়ে যাবে এই সাবজেক্ট টা বাদ দিলাম।
যতদূর জানি আমি কার্তিক নারায়ন এই মুভির আগে কখনো কোনো মুভি ডিরেকশন করে নি।
এই মুভি যখন কার্তে নারায়ন জেগেছেন করতেছিলো তখন তার বয়স ছিল ২০/২১ সামটিং তারপরও এত্ত নিকুট ডিরেকশন ছিলো সত্যিই প্রশংসনীয়।

রিভিউটি লিখেছেনঃ MD Omar Khoyam

 

মুভি ট্রেইলারঃ


 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.