Header Ads

Solo | সোলো বাংলা রিভিউ |Solo Movie Review | Dulquer Salmaan | Dhansika | Sai Tamhankar

 

আজকে আপনাদের সাথে শেয়ার করবো এক মুভি।
যে মুভিতে চার মুভির চার ভিন্ন ভিন্ন স্বাদ পাওয়া যাবে এমন এক গল্পের মুভি।
এই মুভিটি হয়তো প্রায় 'ই মানুষদের দেখা আমি আগেও দেখেছিলাম বাট আগে দেখা শত্বেও সেই ২০১৭ সালের মুভি ২০২২ এই এসে নিউ ভাবে দেখতে গিয়ে আমার কোনো প্রকার কোনো বোর ফিল কাজ করে নি।
movie Solo
Release date: October 5, 2017
Director: Bejoy Nambiar
Cinematography: Girish Gangadharan; Madhu Neelakandan; Sejal Shah
Languages: Malayalam; Tamil
IMDB 7.1/10
PERSONAL 7/10
হালকা স্পয়লার অ্যালার্ট ⚠️
প্রকৃতির পৃথিবী, আগুন, বায়ু এবং জল উপাদানের প্রতিনিধিত্বকারী চার যুবক তাদের জীবনে উত্থান-পতনের মধ্য দিয়ে ঘটে যাওয়া ঘটনা সময় প্রেম, ক্ষতি এবং ক্রোধের সাথে মোকাবিলা করা ইত্যাদি ইত্যাদি নিয়েই এই মুভি।
এই মুভিতে রয়েছে চারটি পৃথক ব্যক্তির জীবন - একজন গ্যাংস্টার,
একজন ছাত্র,
একজন পশু চিকিৎসক
এবং একজন সৈনিক -
এই চারজনের প্রেম, রাগ ভালোবাসা এবং শেষ সময় মোকাবিলা নিয়েই এই মুভি।
এই চারটা ভিন্ন ভিন্ন ক্যারেক্টর একই মুভিতে প্লে করেছেন দুলকার সালমান।
একজন মানুষ কিভাবে একটি মুভিতে ৪ টি ভিন্ন ভিন্ন ক্যারেক্টর একদম নিকুট ভাবে প্লে করতে পারে তার বাস্তব এক উদাহরণ এই মুভি।
ডাইরেক্ট Bejoy Nambiar আমার একজন খুব পছন্দের ডাইরেক্ট এই মুভি 'তে তার ডিরেকশন অসম্ভব অসম্ভব ভালো ছিলো।
এই মুভিটি যেহেতু অল্ড তাই এত্ত বেশী কথা না বাড়িয়ে মেইন পয়েন্টে আসি,,,
তার আগে অবশ্যই জানাবেন এই চার ক্যারেক্টর এর মধ্যে সবচেয়ে আপনার প্রিয় ক্যারেক্টর কোনটি ছিলো?
আমার তো ভাই সৈনিক ক্যারেক্টর টা 🔥
এই মুভির বিজিএম অসম্ভব ভালো ছিলো
স্কিন প্লে একদম পারফেক্ট ছিলো
সিনেমাটোগ্রাফি এক কথায় অসাধারণ
ভি এফ এক্স ও খুব ভালো ছিলো
এক্টিং পারফরম্যান্স এই সালমান জাস্ট 🔥 ছিলো
ডায়লগ ডেলিভারি এক্সপ্রেস অসম্ভব ভালো ছিলো।
চার চরিত্রে চারটি ভিন্ন ভিন্ন লুক গুলো ও দেখার মতো'ই ছিলো।
আর ডিরেকশন ও অসম্ভব অসম্ভব ভালো ছিলো।
স্টোরি প্লট একটা থেকে অসম্ভব ভালো ছিলো।
আগেই বলেছিলাম পুরোনো মুভি আবার নিউ ভাবে দেখার পর ও নো বোরিং।
অন্ধ চরিত্রের রাধিকা ক্রাশ ছিলো🤭
জাস্ট মুভি দেখা অব্দি।
দুলকার সালমান ব্যাতিত বাকি ৪ জন নায়িকার এক্টিং মোটামুটি ভালো ছিলো উদাহরণ স্বরুপ সৈনিক চরিত্রের বিপরীত হিরোইন এর হবু প্রিন্স যখন মা*ইর খায় তখন তার এক্সপ্রেসন কিছুটা গড়মিল ছিলো।
এই ছাড়াও বেশ কয়েকটি সিনে দুলকার সালমান ব্যাতিত বেশ কয়েকজন এর এক্টিং পারফরম্যান্স কিছু কিছু খুব অল্প জায়গায় দুর্বল ছিলো।
এই ছাড়া ব্যাক্তিগত ভাবে আমার কাছে এই মুভিটি অনেক ভালো লেগেছে মাস্ট ওয়াচ বলা যায় এই মুভিকে।
 
রিভিউটি লিখেছেনঃ  MD Omar Khoyam
 
ট্রেইলারঃ 

 



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.