Header Ads

Gargi | গার্গী ফুল মুভি রিভিউ বাংলা | Gargi Movie Review Bangla | Sai Pallavi | Kaali Venkat | Kavithalaya Krishnan

 


অনেক দিন পর মন মতো একটা মুভি দেখলাম,
যাহা সম্পূর্ণ বর্তমান বাস্তব পেক্ষাপটের সাথে যায়।
Movie Gargi
IMDB 8.2/10
PR 9/10
Initial release: July 15, 2022
Budget 5Cr
Box office collection Frist 6Day 4.33cr
Language Tamil
হালকা স্পয়লার এলার্ট ⚠️
গার্গী হল একটি 2022 সালের ভারতীয় তামিল-ভাষার আইনি ড্রামা/ফিল্ম
যা হরিহরন রাজু এবং গৌথম রামচন্দ্রন দ্বারা রচিত, গৌথম রামচন্দ্রন পরিচালিত ব্ল্যাকি, জেনি এবং মাই লেফট ফুট প্রোডাকশন দ্বারা প্রযোজিত এবং এই ড্রামাতে সাই পল্লবী প্রধান চরিত্রে অভিনয় করেছেন।
একজন কিশোরী যিনি একজন স্কুলের শিক্ষক তার বাবা একদা একটা হাই প্রোফাইল মা*মলায় আ*টক হয়ে যান তখন তিনি প্রথমে সহজেই একজন ভালো আইনজীবী পেয়ে গেলেও পরবর্তীতে সেই ভালো দক্ষ আইনজীবী এই মা*মলা থেকে সড়ে দাড়ান।
এরপর শুরু হয় নতুন আইনজীবী'র সন্ধান,
বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য এই তরুণীর যা যা করা লাগে তিনি তা তা করেন।
এই পুরো মুভি দেখার সময় বিশ্বাস করেন একটা মুহুর্তের জন্যও মনে হয় নি যে এই মুভি 'তে নায়ক নাই মুভিটা কেমন জানি।
কিংবা এই মুভি 'তে তো একশন নাই, রোমাঞ্চ নাই, কমেডি নাই তো এই মুভি দেখবো কেন?
এমন প্রশ্ন এক মুহুর্তের জন্যে ও মনে জাগে নি।
পুরো মুভি চলাকালীন একটু সময়ের জন্যও বোরিং ফিল হয়নি।
একটা মুভি সবসময় সবচেয়ে বেশী ডিফেন্ট করে গল্প কাস্টিং এবং ডিরেকশন এর উপর এই তিনটা জিনিস একটা মুভির জন্য মেইন।
এই তিনটা ছিলো গার্গী মুভিতে দুর্দান্ত।
সাই পল্লবী এর এক্টিং পারফরম্যান্স ডায়লগ ডেলিভারি এক্সপ্রেসন ছিলো জাস্ট অসাধারণ এই মুভি দেখার সময় মনে হয়েছে এই চরিত্রের জন্য বোধহয় একমাত্র সাই পল্লবী'ই বেস্ট অফ ওয়ান অপশন।
যদিও বা সাই পল্লবী যেকোনো চরিত্র নিজের বেস্ট টা দিয়ে পারফেক্ট ভাবে প্লে করে।
আর এই মুভির গল্প এবং ডিরেকশন ও ছিলো অসম্ভব অসম্ভব ভালো।
এখন অনেকে বলতে পারেন,,,
সিনেমাটোগ্রাফি, বিজিএম, VFX, এডিটিং, আরও অনেক কিছু সবকিছু'ই ভালো হওয়া আবশ্যক কেননা একটা মুভি 'তে বিজিএম ভালো না হলে সিনেমাটোগ্রাফি ভালো না হলে সেই মুভি যতই ভালো হউক না কেন সেই মুভি দেখার সময় তেমন একটা আকর্ষণ ফিল কাজ করে না।
সেই দিক থেকে বললে ব্যাক্তিগত ভাবে আমার কাছে
Cinematography, BGM, VFX, Editing, বলেন কিংবা যাই বলেন না কেন সবকিছুই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে এই মুভিতে।
সবশেষে বলবো গার্গী একটি মাস্ট বি ওয়াচ মুভি✌️


রিভিউটি লিখেছেনঃ MD Omar Khoyam

 

মুভি ট্রেইলারঃ 


 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.