Header Ads

Raatchasan | Ratsasan | Bangla Full Movie Review | বাংলা রিভিউ | Vishnu Vishal | Amala Paul | Sangili Murugan

 

সিরিয়াল কিলিং নিয়ে ভারতবর্ষের এযাবৎকালের অন্যতম সেরা ক্রাইম থ্রিলার মুভি 👑
🎬Ratsasan (2018) [Eng - Demon]
Genre - Crime, Thriller, Action
Lang - Tamil, Hindi
IMDb - 8.5
Filmed By - Ram Kumar
⚠️ হালকা স্পয়লার
 
শহরে ১৫ বছর বয়সের অনেক মেয়ে নিখোজ হওয়ার দু'দিন পর ফিরে আসে তবে জীবিত অবস্থায় নয়, মৃত। ভয়াবহভাবে খুব ব্যাথা দিয়ে চোখ, চুল উপড়ে দেয়া সেই ভয়ঙ্কর সিরিয়াল কিলারকে কিছুতেই ধরতে পারছেনা পুলিশ ডিপার্টমেন্ট। অপর দিকে থ্রিলার ফিল্ম বানাতে ইচ্ছুক ডেবুটেন্ট ডিরেক্টর এই কেসের সমাধান করতে এগিয়ে আসে..!
অতিরঞ্জিত নয়, হিরোইক নয়। ১০০% রিয়েল ফিল পেতে চাইলে দেখতে বসে পড়ুন Ratsasan নামের এই তামিল মুভিটি। নিঃসন্দেহে বোর হবেন না গ্যারান্টি।
অভিনয়ঃ বিষ্ণু বিশাল তার ক্যারিয়ারের বেস্ট পারফর্মেন্স দিয়েছেন। এমন ক্যারেক্টারে খুব ভালো মানিয়েছে। ভয়ঙ্কর সিরিয়াল কিলারের ক্যারেক্টারে সারভানান ও বেশ দারুণ অভিনয় করেন। ভয়াবহ লুকস দিয়েই ঘায়েল করে দেয় যেন। অমলা পাল ও বেশ ভালো অভিনয় করেন। বাকি সাপোর্টিং কাস্টে সবাই বেশ সাবলীল ছিলেন।
মেকিংঃ মুভির মেকাররা বেশ পরিশ্রম করে রিয়েলিস্টিক ফিলিং দেয়ার চেস্টা করেছে। নবাগত ডিরেক্টর রাম কুমার প্রথম মুভি দিয়েই বাজিমাৎ করলেন। Ratsasan ইন্ডিয়ার টপ 2 no. মুভি(IMDb)। এই মুভির জন্য প্রডিউসার খুজতে অনেক সময় লেগেছে ডিরেক্টরের এত এত পরিশ্রমের ফলস্বরূপ, বেশ কয়েকটি এওয়ার্ড জিতে এবং বক্স অফিসেও সফল। খুব ভালো ডিরেকশনের কারণে একটি ভালো মুভি উপহার পেয়েছে তামিলিয়ানরা। মুভির স্ক্রিনপ্লে বেশ স্মুথ। ডায়লগ গুলোও মানানসই। মুভির একশন গুলা এতই ভালো লেগেছে যে বারবার রিওয়াইন্ড করে দেখেছি। খুব ফাস্ট একশন গুলো। বেশ কয়েকটি ম্যাজিক ট্রিক্স ব্যবহার করা হয়েছে সেগুলোও 'জাস্ট ওয়াও' টাইপের। মুভির লোকেশন ও মানানসই ছিল। সিনেমাটোগ্রাফীও খুব ভালো লেগেছে। মুভির ব্যাকিগ্রাউন্ড মিউজিক ছিল নজরকাড়া। বিশেষ করে পিয়ানো বিজিএমটা এখনো কানে বাজে। 💥
খারাপ দিকঃ মুভিতে জোর করে একটা লাভ স্টোরি ঢোকানো হয়েছে। এর জন্য রানটাইম ও একটু বেড়েছে। এটা ছাড়া বেশ ভালো ভাবেই স্টোরি ডেভেলপমেন্ট হচ্ছিল। তাছাড়া তেমন আর খারাপ দিক নেই।
ওভারঅল, ক্রাইম থ্রিলার মুভি পছন্দ করলে কোনো কিছু না ভেবে এখুনি দেখতে বসে পড়ুন Ratsasan। না দেখে থাকলে অনেক কিছু মিস করেছেন। 🥰
পার্সোনাল রেটিং - 8½/10।


রিভিউটি লিখেছেনঃ Nirob Ahmed

মুভি ট্রেইলারঃ 



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.