Header Ads

Ayla: The Daughter of War | আয়লা ফুল মুভি বাংলা রিভিউ | Çetin Tekindor | Ismail Hacioglu | Damla Sönmez

 

যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে জানি এবার দেখলাম ভালোবাসা।
Ayla: The Daughter of War (2017)
আমার জীবনের অন্যতম সেরা মুভির তালিকায় নতুন করে যোগ হইলো এইটা৷ তুর্কীর অনেক সিরিয়াল দেখেছি। কোনো মুভি দেখেছিলাম না এইটা প্রথম। মুভিটি সত্য ঘটনার প্রেক্ষাপটে। বলতে গেলে বায়োপিক মুভি। আর তা অসাধারণ ভাবে নির্মাণ করেছে ক্যান উল্কায়।
যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে আমরা অনেকেই অবগত। কতো কিছুর বিসর্জন দিতে হয়। কিন্তু এর মধ্যেও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে। সেরকম একটি ঘটনা কে কেন্দ্র করে এই মুভি। যুদ্ধ ক্ষেত্রে এক পরিবার হারা শিশুর দেখা পায় কিছু সৈনিক। আর তাকে ঘিরে যোদ্ধাদের মধ্যে কতো আনন্দ বেদনা। সবার পছন্দের হয়ে উঠে। শুরু থেকে শেষ পর্যন্ত শুধু ভালোই লেগেছে।
**হালকা স্পয়লার**
সময় টা ২য় বিশ্বযুদ্ধের ৫ বছর পর ১৯৫০ সালে শুরু হয়েছে কোরিয়া যুদ্ধ। উত্তর এবং দক্ষিণ প্রান্তের মধ্যে যুদ্ধে জাতিসংঘ থেকে দক্ষিণ কোরিয়ার জন্য সৈন্য পাঠানো হচ্ছে। এর মধ্যে তুর্কী সৈন্যও ছিল। তুর্কী থেকে সৈন্য কোরিয়ার পৌছানোর পর তারা যুদ্ধ ক্ষেত্রে একটা পরিবার হারা শিশুকে পায়। সে শিশুর সকল দায়িত্ব নেয় কমান্ডার সোলেয়মান। আস্তে আস্তে সেই শিশুও সোলেয়মান কে ভালোবেসে ফেলে। তুর্কী সৈন্যরা তার নাম দেয় আয়লা। যত দিন যায় সোলেয়মান আয়লার কাছে তত প্রিয় হয়ে উঠে। এবং বাবা বলেও ডাকতে শুরু করে। এইভাবে এক বছর হয়ে যায়। সৈন্য পরিবর্তনের জন্য সোলেয়মান কে দেশে ফিরতে হবে কিন্তু আয়লা কে সে ছাড়তে পারে না। আয়লাও তাকে ছাড়তে পারে না। কিন্তু তবুও চলে যেতে হয় সোলেয়মান কে। তাহলে পরে কি তাদের আর দেখা হবে? হইলেও তা কত বছর পর? নাকি হবেই না?
সোলেয়মানের চরিত্রে ইসমাইল হ্যাসিওগলু ছিল একদম নিখুঁত। হয়ে গেছিলেন সত্যিকারের সোলেয়মান। চোখ ধাধানো অভিনয় ছিল। তার চোখে মায়া আর দরদ ভরপুর ছিল। ছোট মেয়ে কিম সিওল ছিল অনবদ্য। অসাধারণ অভিনয়ে মুগ্ধ করেছে। এছাড়াও আলী চরিত্রে যিনি অভিনয় করেছেন তাকে ভালো লেগেছে। অন্য সবাই মোটামুটি ভালোই অভিনয় করেছে।
সিনেমাটোগ্রাফি অসম্ভব ভালো ছিল৷ ১৯৫০ সাল কে ভালো ভাবে ফুটিয়ে তুলেছে। স্ক্রিনপ্লে চমৎকার। বিজিএমও খুব ভালো ছিল। সব কিছুই ভালো লেগেছে। আর মুভি শেষ করে চোখে দেখি কিছু পানি জমে গেছে। আপনার যারা দেখেছেন জানাবেন কেমন লেগেছে। যারা দেখেন নাই তাড়াতাড়ি দেখে ফেলুন।
Highly Recommended🖤


রিভিউটি লিখেছেনঃ Mostasin Mahady

 

ধন্যবাদ ❤❤

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.