Header Ads

Bullet Train Full Movie Review Bangla | বুলেট ট্রেইন ফুল মুভি রিভিউ | Brad Pitt | Joey King | Aaron Taylor-Johnson | Sandra Bullock

 


Bullet Train (2022)
Languages-English,Japanese,Spanish,Russian.
❌ Spoiler Alert ❌
মুভি মূলত কয়েকজন assassin কে নিয়ে যারা একই ট্রেনে উঠেন, একই ধরণের লক্ষ্য নিয়ে। একটি ব্রিফকেসকে কেন্দ্র করে তাদের দ্বন্দ্ব নিয়েই মুভির কাহিনী আগায়।
রিসেন্ট মেমরিতে আমার দেখা সেরা কমার্শিয়াল কমেডি একশন মুভি হয়ে থাকবে এটি। বর্তমানে এমন যত একশন মুভি আসে সবগুলোর প্লট সাদামাটা একই ধাচের হয়ে থাকে কিন্তু এই মুভির প্লটটা একটু আলাদা। এই টাইপের অন্যান্য মুভিগুলোতে যেখানে শুরুতেই বুঝে যাই যে সামনে মুভিতে কি হবে, সেখানে এই মুভির গল্প যে একচুয়ালি কোথায় গিয়ে গড়াবে তা একেবারেই ভাবতে পারিনি শুরুতে। তার উপরে, সবকিছু এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যেভাবে আস্তে আস্তে সবকিছুর খোলাসা করা হয়েছে তা যথেষ্ট এনগেজিং কিন্তু একেবারে সাকিব খান কিংবা আল্লু অর্জুনের ফ্যানদের লেভেলের ক্যাজুয়াল ফ্যান হলে একটু ধৈর্য্য ধরা প্রয়োজন। গল্পে কমেডি, টুইস্ট, একশন, ইমোশন কিচ্ছুর কমতি নেই। কমেডি মুভি হিসেবে মুভি ভরা হাস্যরসাত্মক সিন রয়েছে একইসাথে অনেক ইমোশনাল সিনও রয়েছে। যেখানে যেখানে সিরিয়াস হওয়া উচিত, সেখানে সিরিয়াস টোন বজায় ছিল।
মুভিতে অনেক বেশি চরিত্র ছিল আর
গুরুত্বপূর্ণ কিংবা মাইনর যেমনই হোক মুভির প্রত্যেকটা চরিত্রের পোর্ট্রায়াল অনেক সুন্দর। গল্পের প্রতিটা চরিত্রকে যেভাবে একে অপরের গল্পের সাথে সম্পৃক্ত করা হয়েছে তা প্রশংসার দাবিদার। মুভির প্রতিটা এক্টর, এক্ট্রেস যেন একে অপরের সাথে পাল্লা দিয়ে এক্টিং করছিলেন! গল্পে একটা সাপেরও ব্যাকস্টোরি দেখানোর চেষ্টা করা হয়। ইভেন একটা পানির বোতল, সেটারও ব্যাকস্টোরি দেখানো হয় আর এই পানির বোতলটাও ক্ল্যাইম্যাক্সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুভিতে প্লট আর্মর নেই বললেই চলে। কখন কোন গুরুত্বপূর্ণ চরিত্র মারা যাবে, তা ভাবতেও পারিনি। আবার কখনো মনে হয়েছে যে এই চরিত্রটা মারা গেছে কিন্তু পরে গিয়ে দেখেছি যে আসলে তা না।
মুভিতে কয়েকটা ক্যামিও ছিল যার ভেতরে একটা ক্যামিও দেখে থ হয়ে ছিলাম কারণ এই ডিরেক্টরের পূর্ববর্তী মুভিগুলোর ব্যাপারে জানার পরে মুভি দেখার সময়ে বেশ কয়েকবার সেই এক্টরের কথা ভাবছিলাম! একটু ভাবলে তার ক্যামিওটা বেশ মজার। উক্ত এক্টর তার ক্যারিয়ারে বেশিরভাগ এই ধরণের মুভিই করেছেন এবং একাধিকবার এই মুভির ডিরেক্টরের সাথে টিম আপ করেছেন কিন্তু এই মুভিতে লিড রোল প্লে করছেন ব্র্যাড পিট ঠিক যেমনটা মুভিতে উক্ত এক্টরের চরিত্র Carver কে রিপ্লেস করেছেন ব্র্যাড পিটের লেডিবাগ।
মুভির বিজিএম, ইফেক্টস, সিনেমাটোগ্রাফি সবকিছু ছিল দেখার মতো। কয়েক জায়গায় বিজিএম একেবারে মন ছুয়ে যাচ্ছিল। বিশেষ করে, ফাইনাল ব্যাটেলের বিল্ডের সময় বিজিএম আমাকে গুজবাম্পস দিচ্ছিল।
মুভির ডিরেক্টর পূর্বে Atomic Blonde এবং Deadpool 1,2 এর মতো প্রশংসিত মুভি ডিরেক্ট করেছেন যার ছাপ দেখতে পেয়েছি এই মুভির অনেক ব্রুটাল এবং গোরি একশনগুলোতে। মাত্রাতিরিক্ত রক্তারক্তি, হেডশট, গলা দিয়ে ছুরি ঢুকিয়ে দেওয়া, কাটাকাটির সিন ছিল অহরহ! আর ব্র্যাড পিটের ফাইট সিনগুলো ছিল মুভির সবচেয়ে ওয়েল কোরিওগ্রাফড আর রিয়্যালিস্টিক হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট সিন! শুনেছি যে এই মুভির স্টান্টগুলো নাকি পিট নিজে শ্যুট করেছেন।
এ বছরে Gray Man, Carter সহ অসংখ্য ফালতু একশন মুভি দেখে হতাশ হওয়ার পরে এই মুভিটা ছিল অনেক বেশি রিফ্রেশিং! মুভিটা বিন্দুমাত্র এডাল্ট সিন কিংবা নুডিটি নেই। অর্থাৎ, এটি এমন একটি মুভি যেটি সবাই দেখতে পারবেন।
PR: 8/10

রিভিউটি লিখেছেনঃ Tamim Hasan

 

মুভি ট্রেইলারঃ 


 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.