Header Ads

Dora and the lost city of Gold | ডোরা এন্ড দ্যা লস্ট সিটি অফ গোল্ড বাংলা ফুল মুভি রিভিউ | Isabela Merced | Eugenio Derbez

 


Name:-Dora and the lost city of Gold
Genre:-Adventure,fantasy
Release date August 9, 2019 
Languages-English,Spanish,Quechua.
IMDb:-6/10
Personal:-8/10
বই পড়া যখন শুরু করি তখন সবে বানান করে পড়তে শিখেছে।তখন থেকেই বইয়ের নেশা।আর সেই নেশাটা আরও পেয়ে বসে যখন Adventure বই পড়া শুরু করি।
Adventure জগতের সাথে আমার পরিচয় 'চাঁদের পাহাড়' দিয়ে।তারপর অসংখ্য adventure বই পড়েছি,মুভি দেখেছি।অনেকবার ইচ্ছে করেছে ব্যাকপ্যাক পিঠে ঝুলিয়ে বেরিয়ে পড়ি।কিন্তু সাহসের অভাবে আর তা হয়ে উঠেনি😷
এখন আসি মুভির কথায়....
আমার সবচেয়ে পছন্দের জনরা হচ্ছে Adventure এবং Fantasy।আর এই দুটোর স্বাদই পেয়েছি 'Dora and the lost city of golds' মুভিতে।গল্পটা একদম সাধারাণ।হারিয়ে যাওয়া শহর 'পারাপাতা' খোঁজার গল্প।সাধারণ বলছি এইজন্য কারন এরকম গল্পের অসংখ্য মুভি/বই আছে স্বর্ণ নগর 'El dorado' নিয়ে।কিন্তু তবু এই সাধারণ গল্পটাই দারুণ ভাবে দেখানো হয়েছে 'Dora and the lost city of gold' এ।
ডরা,যার বাবা-মা দুজনেই এক্সপ্লোরার, বেড়ে উঠেছে জঙ্গলে।দারুন স্মার্ট আর সেই সাথে নিষ্পাপ,বুনো একটা মেয়ে।ছোটবেলায় বাবার কাছে 'পারাপাতা'র গল্প শুনে ডরা।একদিন ঘুরতে ঘুরতে খুজে পায় একটি মূর্তি।আর সেখান থেকে তার বাবা-মা খুঁজে বের করেন 'পারাপাতা' নগরের ম্যাপ।কিন্তু বিপদজনক সফর হওয়ায় বাবা-মা থাকে শহরে পাঠিয়ে চলে যান পারাপাতার সন্ধানে।হঠাৎ তাদের যোগাযোগ বন্ধ হয়ে পরে।তখন আবির্ভাব হয় আরেকটি চরিত্রের যে নিজেকে ডরার বাবার বন্ধু হিসাবে পরিচয় দেয়।আর তার সঙ্গেই নতুন বন্ধুদের নিয়ে ডরা বেরিয়ে পরে 'পারাপাতা অভিযানে'।
ডরার চরিত্রে অভিনয় করেন Isabela Merced।সবার অভিনয়ই মোটামোটি ভালো ছিলও।তবে ডরার Expression আর চেহার মাঝে যে নিষ্পাপ একটা ভাব ফুটে উঠেছে তা সবচেয়ে বেশি ভালো লেগেছে💜
কিছু দৃশ্য দারুণ মজার ছিলও😅 আর ডরার বানরটা তো এককথায় আসাধারন ছিলও।
আর হলিউডের বেশির ভাগ মুভিই পরিবার নিয়ে দেখতে বসা যায়না।কিন্তু এটার কথা ভিন্ন।শুধু মাত্র শেষের 'চুমুর' দৃশ্যটা বাদ দিলে বলা যায় a total family entertainer💙
Happy MOVIE watching😍😍
 
 

রিভিউটি লিখেছেনঃ Jabir Jidan

 

মুভি ট্রেইলারঃ  




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.