Header Ads

Hacksaw Ridge | হক স রাইজ | Bangla Full Movie Review | Andrew Garfield | Sam Worthington | Teresa Palmer

 


কিছু মুভি আছে যে না দেখছে তাকে বলতে ইচ্ছা করে তোমার জীবন ই বৃথা।The dark knight,apocalypto, Avatar,hacksaw ridge, titanic এদের মধ্যে অন্যতম।
Movie : Hacksaw Ridge
Genre :war/Drama
Imdb :8.1
Director : Mel Gibson
Cast: Andrew Garfield, Teresa palmer,Luke bracey
🌿এই মুভি নিয়ে কথা বলতে গেলে এন্ড্রেও গারফিল্ড কে দিয়ে ই শুরু করতে হয়...
মুভিটি তে দর্শক কে সবচেয়ে বেশি অভিভূত করেছে এন্ড্রেও গারফিল্ড এর অমায়িক অভিনয় ।শুধু এই মুভির জন্যে এন্ড্রেও জিতে নেন এক্টর দের জন্য পৃথিবীর সবচেয়ে মূল্যবান এওয়ার্ড একাডেমী এওয়ার্ড সহ আরো অসংখ্য এওয়ার্ড ।পেয়ে যান স্ক্রিন গিল্ড এক্টর এওয়ার্ড। সেই সাথে বেস্ট এক্টর এওয়ার্ড এর নমিনেশন।
🍀🍀🍀 No Spoiler 🍀🍀🍀
🌿মুভিটি আমেরিকান সেনা ডেজমন ডছ এর জীবনী এবং বিশ্ব যুদ্ধে তার অবদান সম্বলিত সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি । ডেজমন ডছ এমন একজন সেনা ছিলেন যিনি তার অভূতপূর্ব ধর্মীয় ও মানবিক বিশ্বাসের কারণে কোন রকম কোন অশ্র হাতে নিতে অস্বীকৃতি জানিয়ে অশ্র ছাড়া ই যুদ্ধে অংশ নেন এবং জীবন ঝুকি নিয়ে পঁচাত্তর জন সেনার জীবন রক্ষা করেন। তিনি যুদ্ধে একজন মেডিক হিসেবে কর্মরত ছিলেন।
🌿মুভিটি তে ডেজমন ডছ এর নিঃস্বার্থতা,নিজস্ব বিশ্বাসে অটুট থাকা , যুদ্ধে অংশ নিতে নানান প্রতিকুলতা এবং যুদ্ধের ময়দানে তার অভূতপূর্ব কলাকৌশল অসাধারণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে ।এছাড়া ও ছিল অসাধারণ রোমান্টিক পরশন এবং শ্বাসরূদ্ধকর থ্রিল।
🌿এন্ড্রেও গারফিল্ড এর হৃদয়স্পর্শী অভিনয় মুভিটিকে এক অনন্য মাত্রায় নিয়ে গেছে । মার্ভেলের স্পাইডার মেন মুভি গুলোতে ই মনে হয়েছিলো এন্ড্রেও ইমোশনাল সিন গুলো খুব ভালো করে । একদম হৃদয় স্পর্শ করে কষ্ট গুলা। এক্টিং জেনে ও ইমোশনাল হয়ে যাওয়ার মত। যেহেতু এই মুভিটি একটি ইমোশনাল সেন্টিমেন্ট এর উপর ভিত্তি করে তৈরি তাই এন্ড্রেও তার পুরোটাই দিতে পেরেছিলেন । মুভিতে যে যা ই রেটিং দিক এন্ড্রেও র অভিনয় কে সবাই দশে দশ দিতে বাধ্য ।
🌿প্রত্যেকের অভিনয়ই অসাধারণ ছিল ।সবই খুব ন্যচারাল । একবারও মনে হয়নি সেট ফেলা হয়েছে ।মনে হচ্ছিল বিশ্ব যুদ্ধের লাইভ স্ট্রিম চলছে । যুদ্ধ ক্ষেত্রের ঘটনার সিকোয়েন্স গুলো আপনাকে প্রতি মুহূর্ত জাগিয়ে রাখবে। শ্বাসরূদ্ধকর অবস্থায় ফেলে দিবে। বোরিং লাগার কোন চান্স নেই।
🌿বায়োগ্রাফি, থ্রিল, রোমান্স, অয়ার এর অসাধারণ সমন্বয় মুভিটি। এন্ড্রেওর অভিনয় এবং মেল গিবসনের জাদুর কাঠির কারিশমায় মুভিটি দর্শক মহলে ব্যপক সাড়া ফেলেছিল। আভাটার,টাইটানিক,এপকেলিপটোর মত বহুল আলোচিত মুভির রেটিং ও ছাড়িয়ে গিয়েছিল। পরবর্তীতে মুভিটি 83 টি নমিনেশন ও এওয়ার্ড সহ অস্কার নমিনেশন ও পায়।
🌿মুভিটি মেল গিবসনের অন্যতম অসাধারণ সৃষ্টি ।তবে যারা মুভি দেখতে দেখতে অন্য এক লেভেলে চলে গেছেন তাদের আর এসব ভালো লাগবেনা ।তারা এখন নিজেরাই মুভি বানানোর যোগ্যতা অর্জন করেছেন।সো..good luck with that
🌿কিছু সিন বোরিং লাগছিল। প্রথম দিকের কিছু কথোপকথন দীর্ঘ । সব মিলিয়ে খুবইভালো একটি মুভি । তবুও রিভিউ দেখে এক বস্তা এক্সপেকটেশন নিয়ে মুভি দেখতে বসা বোকামি ছাড়া কিছু না । কারণ যে রিভিউ দিচ্ছে তার কাছে ভালো লাগছে বলে আপনার কাছে ভালো লাগতেই হবে এমন কোন কথা নাই।
So...Happy watching💓
বিঃদ্রঃ কমেন্টে আমাকে কেউ গালাগাল করিয়েন না😅।আমি শুধু আমার কেমন লাগছে সেটা বলছি আপনার টা না । আর এই মুভিও আমি বানাই নাই 😑

রিভিউটি লিখেছেনঃ Farhana Ruchi


মুভি ট্রেইলারঃ 



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.