Header Ads

Thor: Love and Thunder | থর লাভ এন্ড থান্ডার মুভি রিভিউ | Full Movie Review Bangla | Chris Hemsworth | Natalie Portman

 


𝙈𝙮 𝙁𝙧𝙞𝙚𝙣𝙙 𝘿𝙬𝙖𝙮𝙣𝙚 𝙏𝙝𝙚 𝙍𝙤𝙘𝙠.....😆
🔶𝙈𝙤𝙫𝙞𝙚 : 𝙏𝙝𝙤𝙧 𝙇𝙤𝙫𝙚 𝘼𝙣𝙙 𝙏𝙝𝙪𝙣𝙙𝙚𝙧
🔶 𝙂𝙚𝙣𝙧𝙚 : 𝘾𝙤𝙢𝙚𝙙𝙮, 𝘼𝙘𝙩𝙞𝙤𝙣 , 𝘼𝙙𝙫𝙚𝙣𝙩𝙪𝙧𝙚
®️ 𝙋.𝙍 : 7/10
(𝙎𝙥𝙤𝙞𝙡𝙚𝙧 𝙁𝙧𝙚𝙚 𝙍𝙚𝙫𝙞𝙚𝙬)
🔰 থর মার্ভেলের এমন একটা ক্যারেক্টার ছিলো যে অনেক পাওয়ারফুল হওয়ার শর্তেও তাকে শুধু ওই এভেঞ্জারের অংশ হিসাবেই মানুষের কাছে পরিচিত ছিলো। কিন্তু টাইকা ওয়াটিটি রেগনারক দিয়ে এমন একটা সিরিয়াস ক্যারেক্টারকেও ফানি বানিয়ে তুলছে আর থর ক্যারেক্টার টাকে যেন নতুন ভাবে মার্ভেলে ইন্ট্রডিউছ করাইছে। যেইটা প্রায় সকল দর্শকই দেখে পছন্দও করে। আর ইনফিনিটি ওয়ার আর ইন্ডগেম দেখার পর তো অধিকাংশেরও বেশি মার্ভেল ফ্যান থরের ভক্ত হয়ে গেছে। যেমনটা আমার সাথেও হইছে। তো এমন একটা সুপারহিরো ক্যারেক্টার কে নিয়ে আগ্রহ বা এক্সপেকটেশন বেশি থাকাটাই স্বাভাবিক। আর এই মুভিতে সবেচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম গর ক্যারেক্টার টাকে নিয়ে আর সেইটা যখন ক্রিস্টিয়ান বেল প্লে করতাছে সেইটা শুইনা তো আর এক্সাইটমেন্ট ধরে রাখার কোনো সুযোগ নেই।
🔰𝙋𝙡𝙤𝙩: এন্ডগেম শেষ হওয়ার পরে আমাদের থর ভাই অলমোস্ট সকল কাছের মানুষকে হারিয়ে যোগ দেয় গার্ডিয়ান অফ দ্যা গেলাক্সি টিমে। সেই টিমের সাথেই সে ঘুরতাছে, মজা করতাছে আর এখন তার নিজের জীবনের পারপাস খুজতাছে এর মধ্যেই সে জানতে পারে গর দ্যা গড বুচার নামে একজন নেক্রসোয়ার্ড এর ব্যবহার করে সকল গডদের মাইরা ফেলতাছে আর এর পরেই সে এজগার্ডের পালা। তারপর আর বলা যাবে না বললে স্পয়লার হয়ে যাবে।
🔰𝙋𝙤𝙨𝙞𝙩𝙞𝙫𝙚 : এই মুভিকে আপনি ক্লাসিকাল যেই মার্ভেল ট্রোপ টাইপ মুভি আছে সেইগুলারই একটা বলতে পারেন। কারণ এই মুভি আপনাদের এই রকম অনেক মূহুর্ত দিবে যেখানে আপনি হাসতাছেন আবার পরক্ষনেই ইমোশনাল ফিল করতাছেন। আর যেটা আমি প্রথমেও বললাম গড বুচার ক্যারেক্টারে ক্রিস্টিয়ান বেল এর পারফরম্যান্স দেখার মতো ছিলো। বাকি সবার এক্টিংও এজ ইউসুয়াল ভালো ছিলো। মুভিতে বেকগ্রাউন্ড মিউজিক অনেক ভালো ছিলো। আর নতুন ইন্ট্রো মিউজিক টাও ভালো ছিলো। ওভারল মুভির একশেন সিন গুলাও ভালো ছিলো।
🔰𝙉𝙖𝙜𝙚𝙩𝙞𝙫𝙚 : টাইকা ওয়াটিটির মুভিতে কমেডি থাকবে সেইটাই নরমাল। যেইটা এই মুভিতেও ছিলো ভালো পরিমাণেই ছিলো কিন্তু একটা মোমেন্টে মনে হইতাছিলো এই কমেডির মাত্রাটা একটু বেশিই দিয়ে ফেলছে কিছু কিছু ইমোশনাল জায়গায়তেও মনে হইতাছিলো জোর করে কমেডি ঢুকানোর চেষ্টা করছে। যার কারণে মুভির কিছু সিরিয়াস পয়েন্টও আমি সেই সিরিয়ানেস টা তেমন একটা ফিল করি নাই এবং ইমোশনাল সিনগুলাতেও তেমন একটা ইমোশন কাজ করে নাই । আর সবচেয়ে বেশি ডিসাপয়েন্ট লাগছে গর দ্যা গড বুচারের ক্যারেক্টার টা। মানে গড বুচারের মতো একটা ক্যারেক্টার সাথে সেইটা প্লে করতাছে ক্রিস্টিয়াব বেল আর আপনি সেই ক্যারেক্টার টাকে ভালো ভাবে ব্যবহারই করেন নাই। তাছাড়া গরের যেই বেক স্টোরি টা ছিলো আরেকটু বড় করার দরকার ছিলো যাতে আরো ভালোভাবে অডিয়েন্স সেইটার সাথে কানেক্ট করতে পারে। এই মুভির পোটেনশিয়াল ছিলো একটা মূহুর্তে অনেক ভালো কিছু ডেলিভার করা কিন্তু শেষ পর্যন্ত সেইটা পুল অফ করতে পারে নাই।
🔰 সব মিলিয়ে মুভি একবারে দেখাই যাবে না তেমন না কিন্তু বেশি এক্সপেকটেশন রাখলে তা ফুলফিল করতে পারবে না এই মুভি। কিন্তু আপনি যদি শুধু এন্টারটেইনমেন্ট বা ইনজয় করার জন্য মুভি দেখতে চান তাহলে সেই দিক দিয়ে আপনাকে এইটা ডিসাপয়েন্ট করবে না।
 

রিভিউটি লিখেছেনঃ Albhi Islam Evan

 

 মুভি ট্রেইলারঃ



 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.