Header Ads

Love Between Fairy and Devil Full Series Bangla Review | Dylan Wang | Esther Yu | Xiaoting Guo

 


*নো স্পয়লার*
♦️𝗗𝗿𝗮𝗺𝗮 : Love Between Fairy And Devil
♦️𝗖𝗼𝘂𝗻𝘁𝗿𝘆 : China 🇨🇳
♦️𝗠𝗗𝗟 𝗥𝗮𝘁𝗶𝗻𝗴 : 8.9
♦️𝗚𝗲𝗻𝗿𝗲𝘀 : Xianxia (Fantasy,Romance,Action)
বহুকাল আগে Moon tribe এর Moon Supreme - DongFang QingChang এক ভয়ংকর রূপে পরিনত হয়, যার কোন ফিলিংস নেই। সে তার বাবাকে নিজ হাতে খু*ন করে, সিংহাসনে বসে। ১ লক্ষ সৈন্য নিয়ে Fairy Realm - Shuiyuntian এর দিকে আক্রমণ শুরু করে। যার কারণে Fairy Realm (shuiyuntian), Moon Tribe (Cangyan Sea), Mortal World (Yunmeng Lake) অনেক বড় বিপদে পড়েছিল। সবাইকে বাঁচানোর জন্য Fairy realm এর গড অফ ওয়ার Chidi Woman নিজের primordial spirit শেষ করে DongFang QingChang এর সাথে মারা যায়, সাথে Moon tribe এর ১লক্ষ সৈন্যকে সিল করে দেয় । কিন্তু DongFang QingChang এর primordial spirit মারা যায়নি। সে যদি আবার জীবিত হয় তাহলে সবাই বড় বিপদে পড়বে। কিন্তু fairy realm এর এক লো-র্যাংঙ্কের পরী অনিচ্ছাকৃতভাবে তাকে জীবিত করে ফেলে...
♦️𝗘𝗽𝗶𝘀𝗼𝗱𝗲𝘀 : 36
♦️𝗗𝘂𝗿𝗮𝘁𝗶𝗼𝗻 : 35+ minutes
♦️𝗗𝗶𝗿𝗲𝗰𝘁𝗼𝗿 : Yi Zheng
♦𝗦𝗰𝗿𝗲𝗲𝗻𝘄𝗿𝗶𝘁𝗲𝗿 : Bai Jin Jin (female)
♦️𝗥𝗲𝗹𝗲𝗮𝘀𝗲 𝗗𝗮𝘁𝗲 : 7-29 August, 2022
♦𝗢𝗿𝗶𝗴𝗶𝗻𝗮𝗹 𝗡𝗲𝘁𝘄𝗼𝗿𝗸: iQIYI
♦️𝗖𝗮𝘀𝘁 :
Esther yu as Xiao LanHua (Orchid)🌱
Dylan Wang as DongFang QingCang (Moon Supreme)🌕
Zhang Ling He as ChangHeng (god of war)
Xu Hai Qiao as Rong Hao (1st god of war's student)
Cristy Guo as Chidi Woman (1st god of war)
♦️𝗔𝘃𝗮𝗶𝗹𝗮𝗯𝗹𝗲 𝗼𝗻 : iQIYI app /website, Cdrama eng sub app, kisskh website, Netflix (from 9 Sept.)
~~ Adapted from the novel "Cang Lan Jue" (苍兰诀) by Jiu Lu Fei Xiang
♦️𝗣𝗲𝗿𝘀𝗼𝗻𝗮𝗹 𝗼𝗽𝗶𝗻𝗶𝗼𝗻 :
এ পর্যন্ত আমার দেখা বেস্ট xianxia ড্রামা এটি। চায়নিজ ফ্যান্টাসি ড্রামার সবচেয়ে পাওয়ারফুল, জোস ড্রামা দেখলাম। মনে গেঁথে থাকার মতো একটা ড্রামা। কি ছিল না এতে! Action, Romance, Comedy, Tragedy, Iconic dialogue, Iconic scene এ ভরপুর, প্রতিটা এপিতে রয়েছে চমক। এমন একটা এপিসোড নেই যেখনে মনে হয়েছে স্লো। বলতে দ্বিধা নেই এটি আমার সবচেয়ে প্রিয় চায়নিজ ড্রামা হয়ে গেছে। ১ সপ্তাহের বেশি হয়ে গেছে ড্রামা শেষ করেছি কিন্তু ঘোর কাটছে না।
♦️𝗠𝗮𝗶𝗻 𝗖𝗵𝗮𝗿𝗮𝗰𝘁𝗲𝗿𝘀 :
🔹Moon Supreme: এই ড্রামায় আমার সবচেয়ে প্রিয় ক্যারেক্টার। ভিলেন থেকে হিরোতে রূপান্তরের মাধ্যমে পুরোটা ড্রামা অনেক ইন্টারেস্টিং করেছে এই ক্যারেক্টার। তার Attitude এবং তার পাওয়ার Hellfire এতোই জোস ছিল, যা wildfire এর মতো তার পপুলারিটি বাড়িয়ে দিয়েছে। প্রতিবার যখন hellfire এর ঝলক দেখিয়েছে, ততবারই excited হয়ে গেছি। Dylan Wang অনেক ভালো অভিনয় করেছে। CGI এবং তার ভয়েস এক্টর তার অভিনয়কে আরো বেশি আকর্ষনীয় করে তুলেছে। সবচেয়ে বেশি ভালো dialogue এই ক্যারেক্টারেরই ছিল। আমার কিছু পছন্দের ডায়লগ -
"𝗙𝗿𝗼𝗺 𝗻𝗼𝘄 𝗼𝗻, 𝘆𝗼𝘂'𝗿𝗲 𝗺𝗶𝗻𝗲.
𝗬𝗼𝘂𝗿 𝗹𝗶𝗳𝗲 𝗯𝗲𝗹𝗼𝗻𝗴𝘀 𝘁𝗼 𝗺𝗲.
𝗬𝗼𝘂𝗿 𝗯𝗿𝗲𝗮𝘁𝗵𝗶𝗻𝗴 𝗯𝗲𝗹𝗼𝗻𝗴𝘀 𝘁𝗼 𝗺𝗲.
𝗬𝗼𝘂𝗿 𝗵𝗲𝗮𝗿𝘁𝗯𝗲𝗮𝘁 𝗯𝗲𝗹𝗼𝗻𝗴𝘀 𝘁𝗼 𝗺𝗲.
𝗘𝘃𝗲𝗿𝘆 𝗱𝗿𝗼𝗽 𝗼𝗳 𝗯𝗹𝗼𝗼𝗱 𝗶𝗻 𝘆𝗼𝘂𝗿 𝗯𝗼𝗱𝘆 𝗯𝗲𝗹𝗼𝗻𝗴𝘀 𝘁𝗼 𝗺𝗲." ~Moon Supreme to Orchid
"𝗘𝘃𝗲𝗻 𝗶𝗳 𝗵𝗲 𝗽𝘂𝘁 𝘆𝗼𝘂 𝗶𝗻 𝘁𝗵𝗼𝘂𝘀𝗮𝗻𝗱𝘀 𝗼𝗳 𝗶𝗱𝗲𝗻𝘁𝗶𝗰𝗮𝗹 𝗼𝗿𝗰𝗵𝗶𝗱𝘀, 𝗶 𝘄𝗶𝗹𝗹 𝗳𝗶𝗻𝗱 𝘆𝗼𝘂 𝗶𝗻 𝗮𝗻 𝗶𝗻𝘀𝘁𝗮𝗻𝘁." ~ Moon Supreme to Orchid
"𝗬𝗼𝘂'𝗿𝗲 𝘁𝗵𝗲 𝗺𝗼𝘀𝘁 𝗶𝗺𝗽𝗼𝗿𝘁𝗮𝗻𝘁 𝗽𝗲𝗿𝘀𝗼𝗻 , 𝘁𝗵𝗲 𝗽𝗲𝗿𝘀𝗼𝗻 𝗶 𝗰𝗮𝗿𝗲 𝘁𝗵𝗲 𝗺𝗼𝘀𝘁 𝗶𝗻 𝘁𝗵𝗲 𝘁𝗵𝗿𝗲𝗲 𝗿𝗲𝗮𝗹𝗺𝘀." ~ Moon Supreme to Orchid
𝗜𝗳 𝗜 𝗱𝗲𝘀𝘁𝗿𝗼𝘆 𝘁𝗵𝗲 𝗹𝗼𝘃𝗲 𝘁𝗿𝗲𝗲 𝘄𝗶𝗹𝗹 𝗶𝘁 𝗲𝗻𝗱 𝘁𝗵𝗲 𝘀𝘂𝗳𝗳𝗲𝗿𝗶𝗻𝗴? 𝗪𝗶𝗹𝗹 𝘁𝗵𝗲 𝘀𝘂𝗳𝗳𝗲𝗿𝗶𝗻𝗴 𝗲𝗻𝗱? ~ Moon Supreme 🌕
🔹Orchid : এই ক্যারেক্টারটারের জন্য Esther yu একদম পারফেক্ট ছিল। ক্যারেক্টারের সাথে তার রিয়েল লাইফেও মিল। অনেক হাসিখুশি, কিউট, ফানি একটা মেয়ে। এই ক্যারেক্টারের কর্মকান্ডগুলো হাসিয়েছে। Eshter yu এর কন্ঠ এনিম টাইপ হওয়ার ক্যারেক্টারটা আরে বেশি কিউট, ইনোসেন্ট লেগেছে।আমার কিছু পছন্দের ডায়লগ-
"𝗔𝗳𝘁𝗲𝗿 𝗬𝗼𝘂 𝗟𝗲𝗮𝘃𝗲 , 𝗶'𝗹𝗹 𝗯𝗲 𝗮𝗹𝗼𝗻𝗲 𝗮𝗴𝗮𝗶𝗻. 𝗜'𝗺 𝗹𝗶𝗸𝗲 𝘁𝗵𝗲 𝗽𝗲𝗿𝘀𝗼𝗻 𝘄𝗵𝗼 𝗵𝗮𝘃𝗲 𝘁𝗮𝘀𝘁𝗲𝗱 𝘁𝗵𝗲 𝘀𝘄𝗲𝗲𝘁𝗻𝗲𝘀𝘀. 𝗜 𝗱𝗼𝗻'𝘁 𝘄𝗮𝗻𝘁 𝘁𝗼 𝘁𝗮𝘀𝘁𝗲 𝗯𝗶𝘁𝘁𝗲𝗿𝗻𝗲𝘀𝘀 𝗮𝗻𝘆𝗺𝗼𝗿𝗲."
~ Orchid to Moon Supreme
"𝗪𝗼𝗼𝗱𝗲𝗻 𝗵𝗲𝗮𝗱, 𝘆𝗼𝘂'𝗿𝗲 𝘀𝗼 𝗮𝗻𝗻𝗼𝘆𝗶𝗻𝗴. 𝗕𝘂𝘁 𝗶 𝘀𝘁𝗶𝗹𝗹 𝗹𝗶𝗸𝗲 𝘆𝗼𝘂."
~ Orchid to Moon Supreme
𝗪𝗲 𝗮𝗹𝗹 𝗵𝗮𝘃𝗲 𝘁𝗼 𝗯𝗲𝗮𝗿 𝘁𝗵𝗲 𝗿𝗲𝘀𝗽𝗼𝗻𝘀𝗶𝗯𝗶𝗹𝗶𝘁𝘆 𝗮𝗻𝗱 𝗽𝗮𝘆 𝘁𝗵𝗲 𝗽𝗿𝗶𝗰𝗲 𝗳𝗼𝗿 𝗹𝗼𝘃𝗶𝗻𝗴 𝘀𝗼𝗺𝗲𝗼𝗻𝗲.~ Orchid🌱
🔹এই ড্রামার অন্যতম শক্তিশালী দিক ছিল এর CGI, অন্য xianxia থেকে অনেক ভিন্ন, আরোও বেশী সুন্দর। CGI এর কাজে ১৩ টি কোম্পানিকে হায়ার করা হয়েছিল। action এর প্রাণ ছিল CGI, এতো জোস লেগেছে একশন গুলো যদিও অনেক বেশি একশন ছিল না। তবে একশনগুলো খুব উপভোগ করেছি।
🔹অনেক বেশি সুন্দর ছিল প্রতিটা সেট। Shuyintiyan, Arbiter hall, Haishi city, Moon tribe Palace এতো সুন্দর ছিল যে না দেখে বুঝা যাবে না। অন্য Xianxia ড্রামা থেকে অনেক বেশি অন্য রকম আর অনেক সুন্দর ছিল। কস্টিউমস গুলো ছিল নজরকাড়া প্রতিটা ক্যারেক্টারের কস্টিউম অনেক সুন্দর ছিল। বিশেষ করে Moon Supreme, Xiao Lan Hua এর কস্টিউম গুলো অনেক সুন্দর ছিল।
সবাই অনেক ভালো অভিনয় করেছে। সবার অভিনয় অনেক ভালো লেগেছে। নায়ক- নায়িকার রসায়ন খুবই সুন্দর ছিল। যেন made for each other, চায়নিজ ড্রামাতে আমার দেখা One Of The Best Chemistry এই জুটির। তাদের সুইট মুমেন্ট গুলো অনেক বেশি পছন্দের। আমার পছন্দের কিছু ডায়লগ :
👿: ["𝗫𝗶𝗮𝗼 𝗟𝗮𝗻𝗵𝘂𝗮 𝗶 𝘄𝗮𝗻𝘁 𝘆𝗼𝘂 𝘁𝗼 𝘀𝘁𝗮𝘆 𝗯𝘆 𝗺𝘆 𝘀𝗶𝗱𝗲 𝗳𝗼𝗿𝗲𝘃𝗲𝗿."]
🧚‍♀️: ["𝗪𝗼𝗼𝗱𝗲𝗻 𝗵𝗲𝗮𝗱, 𝗮𝗹𝘁𝗵𝗼𝘂𝗴𝗵 𝗶 𝗰𝗮𝗻'𝘁 𝘀𝘁𝗮𝘆 𝘄𝗶𝘁𝗵 𝘆𝗼𝘂 𝗳𝗼𝗿𝗲𝘃𝗲𝗿, 𝗶 𝗵𝗼𝗽𝗲 𝘆𝗼𝘂 𝗮𝗿𝗲 𝘀𝗮𝗳𝗲 𝗮𝗻𝗱 𝗵𝗮𝗽𝗽𝘆 𝗳𝗼𝗿𝗲𝘃𝗲𝗿. 𝗬𝗼𝘂 𝗮𝗹𝘄𝗮𝘆𝘀 𝗵𝗮𝘃𝗲 𝗳𝗿𝗶𝗲𝗻𝗱𝘀, 𝗯𝗿𝗼𝘁𝗵𝗲𝗿𝘀, 𝗹𝗼𝘆𝗮𝗹𝘁𝘆 𝗮𝗻𝗱 𝗹𝗼𝘃𝗲. 𝗬𝗼𝘂'𝗹𝗹 𝗻𝗲𝘃𝗲𝗿 𝗯𝗲 𝗮𝗹𝗼𝗻𝗲 𝗮𝗴𝗮𝗶𝗻."]
~ Moon Supreme & Orchid
👿: 𝗖𝗮𝗻'𝘁 𝘆𝗼𝘂 𝗴𝗶𝘃𝗲 𝘂𝗽 𝘁𝗵𝗲 𝗳𝗮𝗶𝗿𝘆 𝗿𝗲𝗮𝗹𝗺 𝗳𝗼𝗿 𝗺𝗲?
🧚‍♀️: 𝗖𝗮𝗻 𝘆𝗼𝘂 𝗴𝗶𝘃𝗲 𝘂𝗽 𝘁𝗵𝗲 𝗵𝗮𝘁𝗿𝗲𝗱 𝗼𝗳 𝘁𝗵𝗲 𝗠𝗼𝗼𝗻 𝗧𝗿𝗶𝗯𝗲, 𝗮𝗻𝗱 𝘆𝗼𝘂𝗿 𝗽𝗿𝗼𝗺𝗶𝘀𝗲 𝘁𝗼 𝘆𝗼𝘂𝗿 𝗳𝗮𝘁𝗵𝗲𝗿 𝗮𝗻𝗱 𝘆𝗼𝘂𝗿 𝗽𝗲𝗼𝗽𝗹𝗲?
~ Moon Supreme & Orchid
🔹এ ড্রামার প্রতিটা Ost অনেক অনেক ভালো। অনেক দিন পর কোন ড্রামার Ost album অনেক ভালো লেগেছে, ৯ টা Ost ই অনেক পছন্দ হয়েছে। ৩ টা Ost আমার বেশি প্রিয়। ১.ওপেনিং Ost : Farewell Love ২.Esther yu (নায়িকা) এর নিজের গাওয়া OST : Loss of memory ৩. The oath of Chang lan
🔹ডিরেক্টরের প্রশংসা শুনেছিলাম অনেক। প্রথমবারের মতো তার কাজ দেখে বুঝে গেছি তার কাজ কত নিখুঁত। ছোট ছোট ডিটেইলস গুলো কি সুন্দর ভাবে তুলে ধরেছে, এজন্য script writer কেও ক্রেডিট দিতে হয়। ডিরেক্টর, প্রডিউসার মিলে একদম পারফেক্ট কাস্ট ঠিক করেছে৷ ডিরেক্টিংয়ের কথা মাথায় আসলে সবসময় একটা কথা মনে হয়। একটা সুন্দর গল্পকে একজন অদক্ষ ডিরেক্টর নষ্ট করে দিতে পারে, আর একজন ভালো ডিরেক্টর একটা সিম্পল গল্পকেও অসাধারণ করে তুলতে পারে। আর ডিরেক্টর Yi Zheng হলো সেই ভালো ডিরেক্টর যে সকলের সাহায্যে একটা সুন্দর গল্পকে অসম্ভব সুন্দর করে তুলেছে।
ফ্যান্টাসি- রেমান্স লাভারদের জন্য এটা মাস্ট ওয়াচ একটা ড্রামা৷ অনেক অনেক সুন্দর আর জোস। অনেক বেশি উপভোগ করেছি ড্রামাটা।♥️

রিভিউটি লিখেছেনঃ Nusrat Jahan Nisha

 

  মুভি ট্রেইলারঃ



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.