Header Ads

Ludo | লুডু ফুল মুভি রিভিউ বংলা | Ludu Full Movie Review | Pankaj Tripathi | Abhishek Bachchan | Pearle Maaney

 


Movie name: Ludo
Release year:2020
IMDb rating:7.6
Personal rating: 8/10
Genre: Action, Comedy
Non-Spoiler review
আচ্ছা আপনি জীবন বলতে কি বুঝেন? অনেকেই হয়ত বলবেন মা, বাবা, বউ, বাচ্চা নিয়ে জীবনযাপন করা। হ্যা বেশিরভাগ লোক তাই বলবেন এবং আমিও তাই মনে করি। আচ্ছা মানুষ পরিবার আর তার ভালোবাসার জন্য কি করতে পারে? কতদুর পর্যন্ত যেতে পারে? নিজের জীবন পর্যন্ত বাজি রাখতে পারে। আপনি একজনকে ভালোবাসেন কিন্তু সে আপনার জীবনসঙ্গী না হয়ে অন্য কারো হয়ে গেল। স্বভাবতই আপনি তার উপর রাগান্বিত থাকবেন।কিন্তু কয়েক বছর পরে যদি সেই ভালোবাসার মানুষ এসে আপনার কাছে তার স্বামীকে বাচানোর জন্য সাহায্য চাই তখন আপনি কি করবেন?উত্তর আসবে না, কখনোই না। একে তো প্রতারনা তার উপরে সাহায্য , প্রশ্নই আসে না। কিন্তু ভালোবাসা এক অদ্ভুত জিনিস। এই ভালোবাসা সমস্ত কিছুকে ভুলিয়ে দেই। এই ভালোবাসার কারনে একজন বাবা তার সন্তানের জন্য খুন করতেও দ্বিধাবোধ করেন না, কোন ঝুকিপুর্ন কাজ করতে গেলে নিশ্বিত মৃত্যু এমন কাজ করতেও পিছু পা হয় না।
vAbout Film:
ভাবছেন এত কি বলছি, হ্যা এই Movie এর ব্যাপারেই বলছি। Ludo Movie হল Complete Package যা আপনাকে হাসাবে, কাদাবে, ভাবাবে, বিচার করতে বাধ্য করাবে। মনের অজান্তেই চোখ থেকে দু ফোটা অশ্রু চলে আসতে পারে। একটা মানুষ যখন গরম থাকে তখন সবাই তাকে মান্য করে কিন্তু যখন নরম হয়ে যাই তখন সবাই তার উপর আক্রমন করে। তাই তো মুভির এক Dialouge: “When Luck suck, everyone fuck.” আবার কথা বলছিলাম ভালোবাসা নিয়ে যে কতটা ভালোবাসা যাই একজন কে যার জন্য জীবন টাও দেয়া যাই। এটা কি কোন লজিক এর মধ্যে পড়ে। ঠিক্ক একই সময় RajKumar Rao Dialouge: “Some Relationship don’t have any logic”.
ankaj Tripathi Performance:
Huge list of cast Ludo Movie তে। সর্বপ্রথম বলতে হবে Pankaj Tripathi এর কথা। তিনি অনেকটা আলুর মত। যেই তরকারিতেই দেন না কেন্ন একদম ফিট। তার অভিনয় নিয়ে আলাদা করে বলার কিছু নাই। Movie তে সে Mafia Don যে টাকার বিনিময়ে কাজ করে। আর Gangs of Wasseipur এর পর যদি Bollywood এ Best Don এর তালিকা করা হয় তার নাম আসবে। ফাটিয়ে দিয়েছে একদম। আর আসামীদের ভ্যান এ তোলার সময় O babu ji song টা just awesome। Facial Expression, Dialouge delivery, Attitude সব কিছুতেই Pankaj Tripathi সবাইকে ছাপিয়ে গেছে। তাই যতক্ষন সে screen এ ছিল সব Focus তার উপর ছিল।
Must Watching মুভি তাই দেরি না করো দেখে ফেলুন ❤️

রিভিউটি লিখেছেনঃ Minhajul Abedin

 

মুভি ট্রেইলারঃ 


 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.